1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন আজম খান

৫ জুন ২০১১

চলে গেলেন পপগুরু আজম খান৷ রোববার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷

Symbolbild Konzert
প্রতীকী ছবিছবি: Fotolia/photocreo

‘‘চুপ চুপ চুপ, অনামিকা চুপ'' গানের মধ্যদিয়ে একসময় যিনি তাঁর অনামিকাকে চুপ থাকতে বলেছিলেন আজ তিনিই চুপ, নিথর হয়ে গেছেন৷ মুক্তিযোদ্ধা এবং পপ সংগীত শিল্পী মাহবুবুল হক খান৷ জনপ্রিয়তা পেয়েছিলেন আজম খান নামে৷ ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন ৬১ বছর বয়সে৷ রেখে গেলেন দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য ভক্তদের৷

আজম খানের বন্ধু জনপ্রিয় সংগীত শিল্পী ফকীর আলমগীর বলেন, ‘‘আজ আমরা আমাদের সাংস্কৃতিক অঙ্গণের বড় এক বন্ধুকে হারালাম৷ আমাদের জাতীয় জীবনের এটি একটি অপূরণীয় ক্ষতি৷''

২০১০ সালে মুখ গহবরের ক্যান্সার ধরা পড়ে আজম খানের৷ এর পর চিকিৎসার জন্য তাকে দু'দফায় নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে৷ কিন্তু নয় দিন আগে আজম খানের অবস্থার অবনতি ঘটে৷ সে দিন থেকেই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে৷ এরপর সেখান থেকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে৷ রোববার সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে৷

ফকীর আলমগীর জানিয়েছেন, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজম খানের মরদেহ সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে৷ শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে আজিমপুরে শিল্পীর বাড়িতে৷ জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে জানাজা হবে৷ এরপর বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত শিল্পীকে সমাহিত করা হবে৷

ব্যান্ড দল ‘উচ্চারণ' গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন আজম খান৷ ২১ বছর বয়সে অংশ নেন মুক্তিযুদ্ধে৷ ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গেয়ে স্থান করে নেন বাংলার মানুষর হৃদয়ে৷ আর তাঁর হাত ধরেই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠে পপ সংগীত৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ