1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন ঋষি কাপুরও

১ মে ২০২০

বলিউডের শূন্যতা আরও কিছুটা বাড়িয়ে দিয়ে চলে গেলেন ঋষি কাপুর। শুক্রবার সকালে।

ছবি: imago images/Hindustan Times/A. Ks

বুধবার মারা গিয়েছিলেন ইরফান খান। বৃহস্পতিবারেই চলে গেলেন ঋষি কাপুর। 'ববি'র সেই রোম্যান্টিক হিরো। ইরফানের মতো তাঁরও ক্যান্সার হয়েছিল। প্রায় দুই বছর ধরে লড়াই করার পর আর পারলেন না বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের এই সন্তান। মাত্র ৬৭ বছর বয়সেই চলে যেতে হলো তাঁকে।

তাঁর ক্যান্সার ধরা পড়ে ২০১৮ সালে। তারপর এক বছর চিকিৎসার জন্য অ্যামেরিকায় ছিলেন। দেশে ফিরেও বারবার হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে তাঁর লড়াই থেমে গেল। মৃত্যুর সময় তাঁর স্ত্রী নীতু ও ছেলে রণবীর পাশে ছিলেন। মেয়ে ঋদ্ধিমা দিল্লিতে ছিলেন। তিনি মুম্বই যাওয়ার বিশেষ অনুমতি চেয়েছেন।

তাঁর মৃত্যুর খবর প্রথমে টুইট করেন অমিতাভ বচ্চন। অমিতাভ লিখেছেন, ''তিনি চলে গিয়েছেন। ঋষি কাপুর চলে গেলেন। এই মাত্র। আমি বিপর্যস্ত।'' অক্ষয় কুমারের প্রতিক্রিয়া হলো,'' আমরা একটা দুঃস্বপ্নের মধ্য়ে দিয়ে যাচ্ছি। এইমাত্র ঋষি কাপুরের চলে যাওয়ার খবর শুনলাম। হৃদয়বিদারক। তিনি ছিলেন কিংবদন্তি। এমন সহ অভিনেতা পাওয়া ভাগ্য়ের ব্যাপার।''

 মাত্র তিন বছর বয়সে বাবা রাজ কাপুরের 'শ্রী ৪২০' ছবিতে একটি গানে দেখা গিয়েছিল ঋষি কাপুরকে। তবে তাঁর অভিনয়-জীবন শুরু বাবারই সিনেমা 'মেরা নাম জোকার' থেকে। তারপর 'ববি'। সুপার ডুপার হিট। রোম্যান্টিক নায়ক হিসাবে ঋষি কাপুরের আত্মপ্রকাশ। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২০-তেও জুহি চাওলার সঙ্গে একটা সিনেমা করছিলেন। কিন্তু তাঁর পঞ্চাশ বছরের অভিনয় জীবন এ বার থেমে গেলো।  

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ