1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যাল ডেভিড

৬ সেপ্টেম্বর ২০১২

১লা সেপ্টেম্বর চির বিদায় নিলেন সংগীত জগতের এক অসাধারণ গীতিকার হ্যাল ডেভিড৷ চলচ্চিত্র ও রক-পপ সংগীত জগতে তাঁর গীতিকবিতা পেয়েছে সাফল্য ও স্বীকৃতি৷

ছবি: Reuters

১৯৬৯ সালে সাড়া জাগানো ওয়েস্টার্ন ছায়াছবি ‘বাচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড' এর অস্কার বিজয়ী হিট গান ‘রেনড্রপস কিপ ফলিন অন মাই হেড'এর গীতিকার হ্যাল ডেভিড৷ এই গানের সুরকার ছিলেন বার্ট বাখারাখ এবং কণ্ঠ দিয়েছিলেন বি জে টমাস৷

ডেভিড, চলচ্চিত্র ছাড়াও বহু সংগীত শিল্পীর জন্য রচনা করেছেন অসংখ্য হিট গান৷ তার মধ্যে উল্লেখযোগ্য পপ-সোল সংগীত তারকা ডিওন ওয়ারিক৷‘আই উইল নেভার ফল ইন লাভ অ্যাগেইন' ডিওন'কে এনে দেয় বিশ্বখ্যাতি৷ তাঁর জন্য আরো বহু সংগীত রচনা করেছেন ডেভিড৷

হ্যারল্ড লেন ডেভিড এর জন্ম ১৯২১ সালের ২৫শে মে, নিউ ইয়র্ক-এ৷ এখানে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি লাভ করার পর ‘নিউ ইয়র্ক পোস্ট' এ সাংবাদিক হিসেবে কাজ করেন বেশ কিছুকাল৷ চল্লিশ দশকের শেষার্ধ থেকে বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের জন্য সংগীত রচনা শুরু করেন তিনি৷ ১৯৫০ সালে ফ্র্যাঙ্ক সিনাত্রা এবং এডি হাওয়ার্ড'এর জন্য তিনি রচনা করেন ‘অ্যামেরিকান বিউটি রোজ'৷ আর সেই থেকেই সংগীত জগতে শুরু হয় তাঁর সফল অগ্রযাত্রা৷ ১৯৫৭ সালে তাঁর পরিচয় হয় সুরকার বার্ট বাখারাখ'এর সাথে৷ এবছরই ডেভিড রচিত এবং বাখারাখ সুরারোপিত প্রথম হিট গান বেরোয় বাজারে৷ তারপর থেকেই বহু খ্যাতিমান শিল্পী এই জুটির সংগীতে কণ্ঠ দিয়েছেন৷ যেমন, কিম ওয়াইল্ড-এর কণ্ঠে ‘এনিওয়ান হু হ্যাড এ হার্ট'৷

জেমস বন্ড খ্যাত বিখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র সংগীতকার ও নির্দেশক জন বেরির সাথেও কাজ করেছেন ডেভিড৷ লুই আর্মস্ট্রং এর কণ্ঠে ‘উই হ্যাভ অল দ্য টাইম ইন দ্য ওয়ার্লড' উল্লেখযোগ্য৷ প্রায় সাড়ে ছ'শ সংগীত রচনা করেছেন ডেভিড৷ অস্কারসহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি৷ গত ১লা সেপ্টেম্বর ৯১ বছর বয়সে, লস অ্যাঞ্জেলেসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন গীতিকার হ্যাল ডেভিড৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ