1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুভাষ দত্ত নেই

১৬ নভেম্বর ২০১২

বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা যায় সেই সময়টাকে৷ জহির রায়হান, খান আতাউর রহমান, গোলাম মোস্তফা, রওশন জামিলের মতো কত প্রতিভাবানের দাপট তখন! তখনই চলচ্চিত্রে তাঁর আবির্ভাব৷

ছবি: Fotolia/raul_17

প্রথমে অভিনেতা হিসেবে, তারপর পরিচালক৷ দু জায়গাতেই সুভাষ দত্ত এমন কিছু কাজ করেছেন যেগুলোর কথা কোনোদিনই ভোলার নয়৷ শুক্রবার সকালে ৮২ বছর বয়সে মারা গেছেন তিনি৷

তাঁর মৃত্যুর খবরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া৷ প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ সকলেই শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে৷

সুভাষ দত্তর জন্ম ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি, দিনাজপুরে৷ ছবি আঁকায় হাত ছিল দারুণ৷ ভালো লাগতো ছবি দেখতেও৷ একসময় পুরোপুরি জড়িয়ে যান ছায়াছবির জগতের সঙ্গে৷ শুরুটা পোস্টার এঁকে৷ তারপর অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ‘এ দেশ তোমার আমার' ছবির মাধ্যমে৷ কৌতুক অভিনেতা হিসেবে তো একসময় খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন৷ অভিনেতাই হয়তো থেকে যেতেন৷ কিন্তু ১৯৫৭ সালে সত্যজিত রায়ের ‘পথের পাঁচালি' দেখে সেই যে ছবি নির্মাণের ঝোঁক চেপেছিল তা নিয়েই কেটে গেল কর্মজীবনের সিংহভাগ৷

কবরী সারোয়ারছবি: Sarah Kabori/Nur Uddin, Dhaka

পরিচালক সুভাষ দত্তের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি অবশ্যই মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী৷ এ ছাড়া বসুন্ধরা, ডুমুরের ফুল, আয়না, নূরী, আবির্ভাব, কাগজের নৌকা, আলিঙ্গন, পালা বদল আর অবশিষ্টও তাঁর মনে রাখার মতো কাজ৷ চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৯৯ সালে একুশে পদক পেয়েছিলেন সুভাষ দত্ত৷ এছাড়া জাতীয় পুরস্কারসহ অনেক স্বীকৃতি পেয়েছেন তিনি৷

সফল পরিচালকদের হাতে সফল অভিনেতা-অভিনেত্রী তৈরি হবেন এটাই স্বাভাবিক৷ সুভাষ দত্তের হাতে গড়া যদি একজন শিল্পীর নাম বলতে হয় তাহলে কবরী সারোয়ারের কথা আসবেই৷ অভিনেত্রী থেকে সংসদ সদস্য হওয়া কবরীর চলচ্চিত্রে আসার আগে ছিলেন মিনা পাল৷ ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং' ছবির পরই মিনা পাল হয়ে যান দর্শকদের প্রিয় নায়িকা কবরী৷ সুভাষ দত্তের মৃত্যুতে তিনিও শোকাভিভূত৷ ডয়চে ভেলেকে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সুভাষ দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘সুভাষ দত্ত না থাকলে আমি কবরি হতে পারতাম না৷ তাঁর মৃত্যু আমাদের জন্য বিরাট ক্ষতি৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি৷ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো আমার অশেষ সমবেদনা৷''

এসিবি/এসবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ