1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন হেলমুট কোল

১৬ জুন ২০১৭

আধুনিক জার্মানির ইতিহাসের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন চ্যান্সেলর হেলমুট কোল পরলোক গমন করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷

Altbundeskanzler Helmut Kohl
ছবি: picture-alliance/dpa/U. Baumgarten

‘‘আমরা যদি সুযোগের সদ্ব্যবহার না করি, জার্মানি ও ইউরোপের ঐক্য হতে না দেই, জার্মান ইউরোপীয় এবং ইউরোপীয় জার্মান হওয়ার পথে না এগোই – তাহলে তা হবে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের চরম ব্যর্থতা৷’’

কথাগুলো হেলমুট কোল-এর৷ যে শান্তিপূর্ণ বিপ্লবের ঢেউ শুরু হয়েছিল সাবেক পূর্ব জার্মানির পথে-পথে, তা খরস্রোতে পরিণত হবার পর অভিজ্ঞ কাণ্ডারীর মতো হাল ধরেছিলেন এই মানুষটি, জার্মানির ‘পুনর্মিলনের চ্যান্সেলর’৷

বিস্ময়কর সব রাজনৈতিক অর্জন

১৯৯০ সালের ৩রা অক্টোবর হেলমুট কোল-এর রাজনৈতিক জীবন তার শিখরে পৌঁছায়, সফল হয় তাঁর সারা জীবনের স্বপ্ন৷ দুই জার্মানির পুনরেকত্রীকরণ এবং ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের পেছনে বিশাল অবদান ছিল হেলমুট কোল-এর৷ কিন্তু অন্যদিকে খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের চাঁদা কেলেঙ্কারির কারণে সক্রিয় রাজনীতি থেকে তাঁর প্রস্থান সেই গৌরবের ওপর কিছুটা কালো ছায়া ফেলেছিল বৈকি৷ তারপরও আজকের ইউরোপ তথা জার্মানির রাজনীতিতে যেসব মৌলিক বিষয় নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে, তার প্রেক্ষাপটে কোল-এর মতো দূরদৃষ্টিসম্পন্ন ও বিশাল মাপের নেতার অভাব বোধ করছেন অনেকেই৷

শীতল যুদ্ধের অবসান থেকে শুরু করে জার্মানি তথা ইউরোপীয় ঐক্যের ইতিহাস আজ আমাদের সবার জানা৷ কিন্তু প্রায় দু’দশক আগের সেই যুগান্তকারী ঘটনা এত দ্রুত ঘটেছিল যে, সেদিনের নেতাদের প্রতিটি সিদ্ধান্তের ওপর এই যুগান্তকারী প্রক্রিয়ার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছিল৷ দলীয় রাজনীতি, ভোট ব্যাংক, নিজস্ব রাজনৈতিক ভবিষ্যৎ – এ সবের ঊর্ধ্বে উঠে সঠিক ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝে ওঠাই ছিল প্রধান চ্যালেঞ্জ৷ হেলমুট কোল সেদিন সেই অসাধ্য সাধন করতে পেরেছিলেন৷ অথচ তাঁর মতো মানুষের কাছে এমন প্রত্যাশা কেউ করেনি৷ নিজস্ব ক্ষমতার বিষয়ে তিনি এতটাই সচেতন ছিলেন যে, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সেই ক্ষমতাকেন্দ্রকে অটুট রাখতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিলেন৷ 

জার্মান ও ইউরোপীয় ঐক্যের প্রতি অগাধ বিশ্বাস ছিল কোল-এর৷ ফ্রান্স ও জার্মানির মধ্যে বিশেষ সম্পর্ক আরও জোরদার করা থেকে শুরু করে অভিন্ন মুদ্রা ‘ইউরো’ চালু করার প্রক্রিয়া – প্রতিটি ক্ষেত্রে তিনি সর্বশক্তি প্রয়োগ করে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন৷

মানুষ হেলমুট কোল

মানুষ হিসেবেও কোল-এর এই দৃঢ় চিত্ত নানাভাবে সবার নজর কেড়েছে৷ তবে শেষ পর্যন্ত সেই অনড় অবস্থানের কারণেই তাঁকে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিতে হয়৷ দলের বে-আইনি গোপন তহবিলে কারা চাঁদা দিয়েছে, সেই প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকার করেছিলেন৷ তাঁদের পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি তাঁর কাছে সেদিন অনেক বেশি জরুরি ছিল৷

হেলমুট কোল-এর জন্ম ৩রা এপ্রিল ১৯৩০, জার্মানির লুডভিগ্সহাফেনে, একটি রোমান ক্যাথলিক পরিবারে৷ বাবা হান্স কোল আর মা সেসিলি-র তৃতীয় সন্তান ছিলেন তিনি৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর বড়ভাই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করলেও, কোল-কে কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে হয়নি৷ 

প্রথমে রুপরেশট এলিমেন্টারি স্কুল, তারপর মাক্স-প্লাঙ্ক-গিমনাসিয়ুমে স্কুলের পাঠ৷ পরে হেসে রাজ্যের ফ্রাংকফুর্ট শহরে আইন নিয়ে এবং হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন হেলমুট কোল৷ অবশ্য পড়াশোনার সঙ্গে সঙ্গেই চলে রাজনীতি৷ ১৯৪৬ সেলে সদ্য প্রতিষ্ঠিত খ্রিষ্টীয় গণতন্ত্রী ইউনিয়নে যোগ দেন৷ একটা সময় সেই সিডিইউ দলেরই প্রধান পদে অধিষ্ঠিত হন কোল, সভাপতিত্ব করেন দীর্ঘ ২৫ বছর৷ আর জার্মানির চ্যান্সেলর পদ অলঙ্কৃত করেন একটানা ১৬ বছর৷ অবিশ্বাস্য অধ্যবসায়, নিজের অভিমত আরোপ করার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা পাবার উদগ্র বাসনা – তবে সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে৷

এ সবের জন্যই হয়ত চারবার চ্যান্সেলার নির্বাচিত হন কোল৷ তাই পাঁচ বছর আগে যেদিন আশি বছরে পা দিয়েছিলেন তিনি, সেদিনও হুইলচেয়ারে বসে শত শারীরিক কষ্ট সত্ত্বেও না-কাঁপা গলায় বলেছিলেন – ‘আমি যখন আশিতে পৌঁছে আমার জীবনের হালখাতা লেখার চেষ্টা করি, তখন শুধু এটুকু বলতে পারি: আমি এই জীবনের জন্য গর্বিত এবং কৃতজ্ঞ৷’’

বলা বাহুল্য, জার্মানির ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবেন হেলমুট কোল৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ