1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পী মোবিয়াস

১১ মার্চ ২০১২

চলে গেলেন ফরাসি দেশের প্রখ্যাত মজার ছবি আঁকিয়ে জঁ জিরাড৷ মোবিয়াস নামেই সমধিক পরিচিত ছিলেন এই শিল্পী৷ একাধিক ছবিতে স্টোরিবোর্ডেরও কাজ করেছেন তিনি৷

Die Titelseite des mazedonischen Comic-Magazins "Strip Art". Copyright: Suzana Todorovska, Quelle: Sime Nedevski, DW Mazedonisch
কমিক স্ট্রিপ আর্টছবি: Suzana Todorovska

২০১০ সালে কার্তিয়ের ফাউন্ডেশন জঁ জিরাডের একখানা দুরন্ত রেট্রোস্পেকটিভের আয়োজন করেছিল৷ যে রেট্রো থেকে বোঝা গিয়েছিল মোবিয়াসের শিল্পকর্মের ব্যাপ্তি৷ কী না করেছেন এই শিল্পী? দীর্ঘ ৫০ বছর ধরে করে চলা তাঁর কাজের নমুনা দিয়ে শেষ করা দুষ্কর৷ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত মোবিয়াসের অনুরাগীর সীমাসংখ্যা নেই৷ বিভিন্ন ছদ্মনামে কাজ করতে পছন্দ করতেন তিনি৷ কিন্তু মোবিয়াস নামখানাই সমধিক পরিচিত৷

মজার ছবি বা কমিক আর্ট নিয়ে কাজ করতেন মোবিয়াস৷ কিংবদন্তি স্ট্যান লি-এর সঙ্গে একত্রে বহুদিন কাজ করেছেন৷ তাছাড়া ম্যাগনা শিল্পীদের সঙ্গেও তাঁর বহু শিল্পকর্ম প্রশংসিত হয়েছে৷

সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ছবিতে বেশ কিছু উল্লেখযোগ্য স্টোরিবোর্ডের কাজ করেছেন এই শিল্পী৷ উল্লেখ করা যেতে পারে, অ্যালেন, ট্রন, দি অ্যাবিস কিংবা ফিফ্থ এলিমেন্ট, এই ছবিগুলির নাম৷ নিজের দেশে কমিক স্ট্রিপের কাজে লেফটেন্যান্ট ব্লু বেরি নামের একটি অনবদ্য কার্টুন চরিত্র তৈরি করেছিলেন মোবিয়াস৷ ফরাসি ভাষায় যা এক আদৃত চরিত্র৷ যাকে মানুষ মনে রাখবে৷

প্যারিসে দীর্ঘ রোগভোগের পর ৭৩ বছর বয়সে চলে গেলেন জঁ জিরাড৷ তাঁর সৃজনশীলতা মনে রাখবে আধুনিক প্রজন্মও৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ