1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন ভূপেন হাজারিকা

৫ নভেম্বর ২০১১

উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী ভূপেন হাজারিকা আর নেই৷ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন তিনি৷ মানুষ মানুষের জন্য, বিস্তীর্ণ দুপারে, আমি এক যাযাবর, সাগর সঙ্গমেসহ বেশ কিছু জনপ্রিয় গানের স্রষ্টা তিনি৷

ভূপেন হাজারিকাছবি: AP

জয় জয় নবজাত বাংলাদেশ,

জয় জয় মুক্তিবাহিনী

ভারতীয় সৈন্যের সাথে রচিলে

মৈত্রীর কাহিনী৷

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে এই গানটি গেয়েছিলেন ভূপেন হাজারিকা৷ ভারতবর্ষের প্রখ্যাত সংগীত শিল্পী ভূপেন শনিবার বিকেলে ভারতের মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর৷ গত কয়েকমাস ধরেই নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি৷ দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় মৃত্যুর আগে চার দিন ধরে ডায়ালাইসিস চলে তাঁর৷ কিন্তু শেষ অবধি আর ধকল সইতে পারলেন না এই কিংবদন্তি কণ্ঠশিল্পী৷

জন্ম আসামে

১৯২৬ সালে ভারতের আসামে জন্মগ্রহণ করেন ভূপেন৷ মাত্র ১২ বছর বয়সেই তাঁর গান স্বীকৃতি পায়৷ তখন অসমীয়া ভাষায় নির্মিত একটি চলচ্চিত্রের জন্য গেয়েছিলেন তিনি৷ পরবর্তীতে বাংলা এবং হিন্দি ভাষায় সংগীত পরিবেশন করে উপমহাদেশে নিজের আসন পোক্ত করেন তিনি৷ ভারতীয় চলচ্চিত্র ও সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সালে ভারত সরকারের পদ্মশ্রী ও ২০০১ সালে পদ্মভূষণ খেতাব জয় করেন ভূপেন৷

যাযাবর ভূপেন

ভূপেন হাজারিকা একাধারে ছিলেন গায়ক, কবি, সাংবাদিক, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও লেখক৷ নিজেকে তিনি ‘যাযাবর' ঘোষণা করেছিলেন৷ ১৯৪৬ সালে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন৷ এরপর ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই শিল্পী৷

অসমীয়া থেকে বাংলায় অনূদিত

মানুষ মানুষের জন্য, বিস্তীর্ণ দুপারে, আমি এক যাযাবর, সাগর সঙ্গমে, প্রতিধ্বনি শুনি, দোলা হে দোলাসহ অসংখ্য জনপ্রিয় গানের কারিগর এই শিল্পী৷ বাংলাভাষীদের কাছে ভূপেন প্রবাদতুল্য জনপ্রিয়তা অর্জনে সক্ষম হন৷ তাঁর দরাজ কণ্ঠে গাওয়া গানগুলো সব প্রজন্মের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে৷ ভূপেন এর অনেক গান অবশ্য মূল অসমীয়া থেকে বাংলায় অনূদিত৷ এই শিল্পীর অধিকাংশ গানই এখন ইউটিউব থেকে শোনা সম্ভব৷

শেষ জীবনে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপিতে যোগদান করেন ভূপেন হাজারিকা৷ রাজনীতির মাঠে অবশ্য খানিকটা বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপি সভাপতি নীতিন গাডকড়ি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ