1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চশমার বদলে অরগ্যানিক লেন্স?

১ জানুয়ারি ২০১৯

চল্লিশে চালশের সমস্যা ভুক্তভোগীমাত্রই টের পান৷ বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়লে অনেক সমস্যা দেখা দিতে পারে৷ ইউরোপের বিজ্ঞানীরা এক সার্বিক সমাধানসূত্রের লক্ষ্যে কাজ করছেন৷

ছবি: picture-alliance/dpa/V. Ankov

বয়সের সঙ্গে সঙ্গে চোখের ক্ষমতা কমে যায়৷ কৃত্রিম অরগ্যানিক লেন্স কি সেই সমস্যার সমাধান করতে পারবে?

মানুষের বয়স বাড়লে ‘প্রেসবায়োপিয়া' নামের এক পরিস্থিতি সৃষ্টি হয়৷ চোখের লেন্স ধীরে ধীরে শক্ত হতে থাকায় সবকিছু দেখতে সমস্যা হয়৷ বিজ্ঞানীরা গোটা প্রক্রিয়াটা এখনো পুরোপুরি বুঝতে না পারলেও লেন্স তার নমনীয়তা এবং দূরত্ব অনুযায়ী ফোকাসের ক্ষমতা হারালেই এমনটা ঘটে বলে ধরে নেওয়া হয়৷ ভুক্তভোগী হিসেবে মারিয়া খেসুস ব্লাংকো মন্টেস বলেন, ‘‘৪০ বছর বয়স হবার পর আমার দৃষ্টিশক্তি অনেক খারাপ হয়ে যায়৷ বিশেষ করে কাছের জিনিস দেখতে সমস্যা হতো৷ আমি কিন্তু চশমা পরতে চাই নি৷ তাই এই হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিলাম৷''

এখানকার আই সার্জেনরা মানুষের চোখের শক্ত হয়ে যাওয়া ক্রিস্টালাইন লেন্সের জায়গায় কৃত্রিম, মাল্টিফোকাল লেন্স বসিয়ে দিতে পারেন৷ তখন দূরের ও কাছের বস্তু স্পষ্টভাবে দেখা যায়৷ এই আইডিয়া অসাধারণ হলেও এই মাল্টিফোকাল লেন্স এখনো পুরোপুরি নিখুঁত হয়ে ওঠেনি৷ খিমেনেস-ডিয়াস হাসপাতালের ইগনাসিও খিমেনেস-আলফারো মোরোটে বলেন, ‘‘প্রেসবায়োপিয়ার জন্য আরো সমাধানসূত্র খোঁজা প্রয়োজন, যা মানুষের ক্রিস্টালাইন লেন্সের আচরণ অনুকরণ করতে পারে৷ আমরা যে লেন্স বসাচ্ছি, তা কাছের, মাঝের ও দূরের বস্তু দেখা সহজ করলেও ঠিক আসল প্রক্রিয়ার অনুকরণ করতে পারে না৷''

এক ইউরোপীয় গবেষণা প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করতে এমন যন্ত্রপাতি সৃষ্টি করেছেন, যার সাহায্যে অরগ্যানিক ইমপ্লান্ট স্বাভাবিক প্রক্রিয়ায় তার আকার বদলাতে পারে৷ প্রকল্পের গবেষক সুসানা মারকোস বলেন, ‘‘অ্যাকোমোডেটিভ লেন্স ভবিষ্যতের লেন্স হতে চলেছে বলে আমাদের বিশ্বাস, কারণ, সেটি মানুষের চোখের ক্রিস্টালাইন লেন্সের ক্ষমতা নকল করতে পারে৷''

লেজার যন্ত্রের সাহায্যে সার্জেন চোখের ভেতরের কাঠামো খতিয়ে দেখে এই মুহূর্তে সহজলভ্য বিকল্পগুলির মধ্য থেকে সবচেয়ে উপযুক্ত লেন্স বেছে নিতে পারেন৷ সুসানা মারকোস বলেন, ‘‘আমরা এমনকি ব্যক্তি অনুযায়ী ইনট্রাঅকুলার লেন্স তৈরি করার কথা ভাবছি, যা সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রত্যেক রোগীর নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ডিজাইন করা হবে৷''

চোখের ডিজিটাল মডেল থাকলে চক্ষু বিশেষজ্ঞের পক্ষে ফ্লেক্সিবল বা নমনীয় ইমপ্লান্ট তৈরি করা সহজ হবে৷ একই আকারের হওয়ায় চোখের নিজস্ব ক্রিস্টালাইন লেন্সের জায়গায় সেটি হুবহু বসিয়ে দেওয়া সম্ভব হবে৷ বায়োমেক্যানিক্স গবেষক আন্দ্রেস দে লা অস দুরান বলেন, ‘‘সেই সংযোগ ফ্লেক্সিবল লেন্সের মধ্যে পেশির শক্তি স্থানান্তরিত করতে সহায়ক হয়৷ ফলে সারফেস বা চোখের বাইরের অংশের আকার স্থির করা সম্ভব হয় এবং সেই অনুযায়ী ফোকাল পয়েন্টও বদলানো যায়৷''

গবেষকরা বলছেন, তাঁদের লেজার যন্ত্রগুলির আকার আরও কমিয়ে আনা সম্ভব৷ তখন হাসপাতালে তা ব্যবহার করা অনেক সহজ হয়ে পড়বে এবং চক্ষু বিশেষজ্ঞদের পক্ষে বয়স্ক রোগীদের চিকিৎসা করা অনেক সহজ হবে৷ ফিজিক্যাল অপটিক্স গবেষক কার্লস ডোরনসোরো বলেন, ‘‘অপারেশনের পর অনুভূতি কেমন হবে, এই প্রণালীর মাধ্যমে রোগীরা আগেভাগেই তা জানতে পারবেন বলে আমাদের আশা৷ ইন্ট্রাঅকুলার ইমপ্লান্ট তাঁদের দৃষ্টিশক্তি কীভাবে বদলে দেবে, তাঁরা তা দেখতে পারবেন৷ তার মাধ্যমে উপযুক্ত লেন্স বাছাইয়ের কাজ অনেক সহজ হয়ে পড়বে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ