1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চশমা ছাড়াই দেখা যাচ্ছে থ্রিডি টিভি!

২৪ ডিসেম্বর ২০১০

‘অবতার’ ছবির কথা নিশ্চয় সবার মনে আছে৷ ত্রিমাত্রিক এই ছবিটি পুরোপুরি উপভোগ করার জন্য প্রয়োজন চশমা পরা৷ কারণ চশমা ছাড়া ত্রিমাত্রিক ছবি ঝাপসা দেখায়৷ কিন্তু অনেকের কাছে চশমা পরাটা একটা বাড়তি ঝামেলা মনে হয়৷

চশমা ছাড়াই দেখা যাচ্ছে থ্রিডি টিভি!ছবি: IFA-PreView 2010

তবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার দিন আসছে সামনে৷ ইতিমধ্যে একটা থ্রিডি মানে ত্রিমাত্রিক টেলিভিশন সেটের খবর পাওয়া গেছে যেটা দেখতে চশমা পরতে হবে না!

জাপানের তোশিবা কোম্পানি টিভিটি বাজারে নিয়ে এসেছে৷ সেই থেকে ক্রেতাদের মাঝে বেশ আনন্দ দেখা গেছে৷ যেমন টোকিওতে বসবাসকারী ৩৩ বছর বয়সি এক ক্রেতা বলছেন, চশমা না পরার বিষয়টি বেশ দারুণ৷ কারণ চশমাটা আমার কাছে ঝামেলার মনে হয়৷

নতুন আসা এই টিভিটির মডেলের নাম ‘রেগজা জিএল-১'৷ এর পর্দার মাপ ১২ ইঞ্চি৷ দাম ১,৪০০ ডলার৷ যেটা অনেক বেশি বলে মনে করছেন অনেকেই৷ তাই বেশিরভাগ ক্রেতা এখনই এই টিভি না কিনে দাম কমার জন্য কিছুদিন অপেক্ষা করবেন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা৷

এছাড়া টিভিটার মাপটাও একটা সমস্যা৷ কারণ মানুষ বড় টিভি দেখতে পছন্দ করে৷ সেখানে এই টিভিটা মাত্র ১২ ইঞ্চি মাপের৷ অবশ্য শীঘ্রই ২০ ইঞ্চিমাপের টিভি বাজারে চলে আসবে বলে জানিয়েছে তোশিবা৷ কিন্তু সেটাও যথেষ্ট নয়৷ যেমন ৪৭ বছর বয়সি ইয়োকোমা বলছেন, তিনি বড় পর্দায় টিভি দেখতে চান৷ বাড়িতে তাঁর রয়েছে ৩৭ ইঞ্চি টিভি৷

তবে যাই হোক, প্রক্রিয়াতো শুরু হলো৷ এখন আস্তে আস্তে আরও বড় পর্দার টিভি বের করা সম্ভব হবে এমনটাই ভাবছেন টোকাই টোকিও রিসার্চ সেন্টারের বিশ্লেষক হারুয়া সাতো৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ