1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেন্ডি চশমার জন্য বার্লিন

৩ ফেব্রুয়ারি ২০১৭

আপনি যদি অনন্য ডিজাইনের চশমা খোঁজেন, তাহলে বার্লিন হচ্ছে আপনার গন্তব্য৷ বার্লিনের কয়েকটি ফার্ম ট্রেন্ডি চশমার ফ্রেম তৈরির জন্য বিখ্যাত৷ এমনকি অনেক আন্তর্জাতিক তারকার চোখে শোভা পায় বার্লিনের চশমা৷

Paris - Eagles of Death Metal Bataclan
ছবি: picture-alliance/dpa

আকর্ষণীয় শেপ, বিরল মেটেরিয়াল এবং উৎপাদনের নতুন পন্থা৷ জার্মানির রাজধানী বার্লিনে তৈরি চশমাগুলো অবশ্যই দৃষ্টিনন্দন৷ লুনেটেস-এর ডিজাইনাররা কোনো চশমাই একহাজার পিসের বেশি বানান না৷ বেলজিয়ামের ফ্যাশন ব্রান্ড কাপারার সঙ্গে কাজ করেন তাঁরা৷ এমনকি রাবার ব্যান্ডওয়ালা চশমাও তৈরি করছেন তাঁরা৷ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ক্লাউডিয়া ড্রাকসেল বলেন, ‘‘এগুলোর বিশেষত্ব হচ্ছে, একটি মেটেরিয়াল ব্যবহার করে থ্রিডি প্রিন্টারে এগুলো তৈরি করা হয়েছে৷ আর মজার দিক হচ্ছে, বিভিন্ন রঙের রাবার ব্যান্ড ব্যবহার করা যায়৷’’

শুরুর দিকে ভিনেটজ ফ্রেম বিক্রি করতো লুনেটেস৷ পরবর্তীতে ধীরে ধীরে নিজেদের ডিজাইন করা চশমা বিক্রি করতে শুরু করেন তারা, যা গোটা বিশ্বেই এখন জনপ্রিয়৷ অনেক মডেল বার্লিনে আসেন শুধু এই চশমা কিনতে৷

তবে এই খাতের পাইওনিয়ার রাল্ফ আন্ডের্ল৷ ১৯৯৬ সালে আইসি! বার্লিন ব্রান্ড প্রতিষ্ঠা করেন তিনি৷ এটা স্ক্রুবিহীন হালকাওজনের স্টেইনলেস স্টিল ফ্রেম বিক্রি করে৷ বর্তমানে আইসি! বার্লিন জার্মানির রাজধানীর অন্যতম বড় আইওয়ার নির্মাতা৷ প্রতিষ্ঠানটি উৎপাদনের সবকিছু বার্লিনেই করে৷ রাল্ফ আন্ডের্ল বিশ্বাস করেন এটা অস্বাভাবিক কিছু না যে অনেক স্বাধীন লেবেল এখানে দোকান খুলেছে৷ তিনি বলেন, ‘‘শহরটিতে এখনো অনেক ইনোভেটিভ স্পিরিট রয়েছে৷ আর এটা তুলনামূলকভাবে সাশ্রয়ী৷ এখানে যে কোনো কিছু রিলাক্সভাবে করা যায়৷ শুরুতেই অর্থের দিকে না তাকালেও চলে৷ অন্য অনেক শহরে অনেক দ্রুতগতিতে আগাতে হয়৷ কিন্তু বার্লিনে সহজে, ধীরেসুস্থে সিরিয়াস বিজনেসের দিকে যাওয়া যায়৷’’

ব্যবসায়ীরা মনে করেন, বার্লিনে তৈরি চশমা শুধু ব্যবহারকারীর দেখার সুবিধাই নিশ্চিত করে না, তাঁদের ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায়৷

প্রতিবেদন: গ্যোনা কেটেল্স/এআই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ