1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাঁদপুরের নৌযানে ৭ খুন, মুমূর্ষু ১

আল ইমরান শোভন চাঁদপুর
২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের হাইমচর উপজেলার কাছে মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা নৌযানের এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে৷ আরেকজন মৃত্যুর সঙ্গে লড়ছেন৷

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল তিনটার পরে নিহত ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশছবি: Md Masud Alam/DW

সোমবার এমভি আল-বাখেরা পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় তিনজনকে৷ সেখানে মৃত্যু হয় দুজনের৷ বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে৷

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল তিনটার পরে নিহত ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ৷

সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল৷ কারো কারো গলাও কাটা ছিল৷ নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান এসব তথ্য জানান৷

নিহতরা হলেন জাহাজের মাষ্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম৷ নিহত একজনের নাম এখনো জানা যায়নি৷ আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া ব্যাক্তির নাম জুয়েল৷ আহত ও নিহত সবার বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে৷

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেনছবি: Md Masud Alam/DW

মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের অপর জাহাজ মুগনি-৩-এর মাষ্টার বাচ্চু মিয়া ও গ্রিজার মো. মাসুদ জানান, সারবহনকারী আল বাখেরাহ রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম ছেড়ে আসে৷ যাত্রা শুরুর পর কোম্পানির মালিক বাখেরাহ জাহাজের কর্মীদের সঙ্গে কথা বললেও সোমবার সকালে ফোন করে কারো সাড়া পাননি৷ দুশ্চিন্তা হওয়ায় মুগনি জাহাজ থেকে যোগাযোগের চেষ্টা করতে বলেন৷ ওই সময় মুগনি জাহাজটি ঘটনাস্থল অতিক্রম করছিল৷ বাখেরাহ জাহাজটি দেখতে পেয়ে তারা সেখানে যান৷ জাহাজে কয়েকজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে তারা ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশকে জানান৷

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের উপস্থিতিতে কোস্টগার্ড ও নৌ পুলিশ মৃত অবস্থায় ৫ জন এবং গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে৷ আহত তিনজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালেও দুজনকে বাঁচানো যায়নি৷ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. আনিসুর রহমান বলেন, ‘‘জুয়েল নামে আহত একজনের ধারালো অস্ত্রের আঘাতে গলা ও শ্বাসনালি (আংশিক) কাটা ছিল৷ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়৷ উদ্ধার করে আনা সজিবুল ও মাজেদুলকে মৃত অবস্থাতেই আনা হয়৷ তাদের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে৷’’

আহত ও নিহত সবার বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছেছবি: DW

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘‘জাহাজে ডাকাতি করতে বাঁধা দেয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ ঘটনাটির তদন্ত চলছে৷’’

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আহত একজন হাতের ইশারায় জানিয়েছেন, তারা ৮জন ছিলেন৷ ঘটনাটির কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না৷ ডাকাতি, কিংবা অন্য কোনো কারণে হতে পারে৷ তদন্ত করার পরে জানা যাবে৷’’

আল ইমরান শোভন সাংবাদিক
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ