1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাঁদের বুড়ির বয়স

৪ এপ্রিল ২০১৪

নতুন গবেষণায় পাওয়া তথ্য সঠিক হলে আজ থেকে আনুমানিক ৪.৪৭ বিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে মঙ্গল আকৃতির এক গ্রহাণুপিণ্ডের সংঘর্ষে সৃষ্টি হয়েছিল চাঁদ৷ এক নিবন্ধে এমনটাই দাবি করেছেন একদল বিজ্ঞানী৷

Sonnenfinsternis Symbolbild
ছবি: PiLensPhoto - Fotolia.com

চাঁদের বুড়ি কতোদিন ধরে চরকা কাটছে? এ প্রশ্নের উত্তরে বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে এতোদিন ধারণা করা হতো, সৌরজগৎ সৃষ্টির পর ৩ কোটি থেকে ২০ কোটি বছরের মধ্যে পৃথিবীর একমাত্র কৃত্রিম উপগ্রহটির জন্ম৷ মূলত তেজস্ক্রিয় নিঃসরণের মাত্রা পরীক্ষা করেই এ সব গবেষণায় চাঁদের বয়স খোঁজার চেষ্টা হয়েছিল৷

তবে এবার জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এ কাজে ব্যবহার করেছেন পৃথিবীর গঠন পর্বের কম্পিউটার সিমুলেশন৷ তাদের হিসাব ঠিক হলে এই সৌরজগৎ সৃষ্টি হওয়ার সাড়ে ৯ কোটি বছর পর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছিল চাঁদ৷

আর আমাদের এই সৌরজগতের বয়স ৪.৫৬ বিলিয়ন বছর বলে বিজ্ঞানীদের ধারণা৷

বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত ওই নিবন্ধের সহ লেখক আলেসান্দ্রো মরবিদেলি বলেন, যে সংঘর্ষের ফলে চাঁদের জন্ম, সেটি ঘটেছিল পৃথিবীর পূর্ণাঙ্গ গ্রহ হয়ে ওঠার একেবারে শেষ পর্যায়ে৷

গবেষণায় যেসব তথ্য পাওয়া গেছে, তাতে পৃথিবী গঠনের এই পর্ব শেষ হতে সাড়ে ৯ কোটি বছর লেগে গিয়েছিল৷ সৌরজগতের আর কোনো গ্রহের ক্ষেত্রে এতোটা সময় লাগেনি৷

জেকে/ এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ