চাঁদের বুড়ি কতোদিন ধরে চরকা কাটছে? এ প্রশ্নের উত্তরে বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে এতোদিন ধারণা করা হতো, সৌরজগৎ সৃষ্টির পর ৩ কোটি থেকে ২০ কোটি বছরের মধ্যে পৃথিবীর একমাত্র কৃত্রিম উপগ্রহটির জন্ম৷ মূলত তেজস্ক্রিয় নিঃসরণের মাত্রা পরীক্ষা করেই এ সব গবেষণায় চাঁদের বয়স খোঁজার চেষ্টা হয়েছিল৷
১৯৬৯ সালের ২০ জুলাই টেলিভিশনের পর্দায় এ্যাপোলো ১১ এর কমান্ডার নিল আর্মস্ট্রংকে লুনার মডিউল থেকে ধীর গতিতে চন্দ্রপৃষ্ঠে হেঁটে যেতে দেখা যাচ্ছে৷
ছবি: AP১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের নরম ধুসর বুকে এ্যাপোলো ১১ এর নভোচারীদের একজনের পদচিহ্ন৷ ঐ অভিযানের কমান্ডার নিল এ আর্মস্ট্রং এবং এয়ার ফোর্স কর্নেল এডউইন ই অল্ড্রিন প্রথম চাঁদের বুকে পদার্পণ করেছিলেন৷ চন্দ্রপৃষ্ঠ থেকে তাঁরা পরদিন ২১ জুলাই পৃথিবীতে ফিরে আসেন৷ ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষের প্রথম চাঁদে অবতরণের ৪০তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে এই বছর৷
ছবি: AP১৯৬৯ সালের ২০ জুলাই এ্যাপোলো ১১ অভিযানের সময় চাঁদের বুকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলনের পর পাশে দাঁড়িয়ে রয়েছেন নভোচারী এডউইন ই অল্ড্রিন৷ ঐ অভিযানে চাঁদের বুকে প্রথম অবতরণে অল্ড্রিনের সাথি ছিলেন নিল আর্মস্ট্রং৷ কমান্ড মডিউল পরিচালনায় ছিলেন নভোচারী মাইকেল কলিন্স৷ এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশ অভিযানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে পেছনে ফেলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র৷
ছবি: AP১৯৬৯ সালে তোলা এ্যাপোলো ১১ অভিযানের তিন নভোচারী৷ বাম দিক থেকে নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন ই অল্ড্রিন৷
ছবি: AP১৯৬৯ সালে চাঁদে অভিযানের সফলতাকে স্বাগত জানিয়ে বিকিনি পরা জাপানি মেয়েরা রাজধানী টোকিওতে মার্কিন দূতাবাসের সামনে উল্লাস করছে৷
ছবি: AP১৯৬৯ সালের ২০ জুলাই চন্দ্রপৃষ্ঠে মার্কিন পতাকা স্থাপন করছেন নিল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিন৷ লুনার মডিউলে থাকা ১৬ এমএম মুভি ক্যামেরায় ধারণ করা হয়েছিল এই ছবি৷
ছবি: AP১৯৬৯ সালের ২০ জুলাই লুনার মডিউল থেকে তোলা নভোচারী মাইকেল কলিন্সসহ এ্যাপোলো কমান্ড মডিউলের দৃশ্য৷ এর একটু আগেই নভোচারী নিল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন লুনার মডিউলে করে এ্যাপোলো ১১ থেকে আলাদা হয়ে যান৷ পেছনে চাঁদের পৃষ্ঠতল৷
ছবি: APইডাহোর পোকাটেলোতে অবস্থিত ক্রেটার্স অব দ্য মুন ন্যাশনাল মনুমেন্ট এ ১৯৯৯ সালের ২২ মে নাসার প্রাক্তন নভোচারী জো এঙ্গেল (বামে) এবং জিন কেরনান (মাঝে) ৩০ বছরের পুরনো ছবির প্রদর্শনী ঘুরে দেখছেন৷ সাথে রয়েছেন ইডাহো রাজ্যের পররাষ্ট্র মন্ত্রী পিট কেনারুসা৷ চাঁদের বুকে হাঁটার কৃতিত্বের অধিকারী সর্বশেষ নভোচারী কেরনান৷
ছবি: APআব্রাহাম লিংকনের ২০০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ২০০৯ সালের ১৮ জুন বক্তৃতা করছেন প্রাক্তন নভোচারী নিল আর্মস্ট্রং৷ চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে কৃতিত্বের অধিকারী আর্মস্ট্রং৷
ছবি: DW১৯৬৯ সালে মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং৷ ১৯৬৯ সালের জুলাই মাসে এ্যাপোলো ১১ এর চন্দ্র অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি৷ চাঁদের বুকে পদার্পণকারী প্রথম নভোচারী হিসেবে বিবেচনা করা হয় নিল আর্মস্ট্রংকে৷
ছবি: APচাঁদে অভিযানের আট দিন পর ১৯৬৯ সালের ২৪ জুলাই এ্যাপোলো ১১ অভিযানের নভোচারীরা প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করার পর মার্কিন নৌ বাহিনীর কর্মকর্তারা তাঁদেরকে উদ্ধার করছেন৷
ছবি: AP১৯৬৯ সালের ১৬ জুলাই ফ্লোরিডার কেপ কেনেডি থেকে চাঁদের উদ্দেশ্যে স্যাটার্ন ফাইভ রকেটে করে এ্যাপোলো ১১ এর উৎক্ষেপণ দৃশ্য৷
ছবি: AP
তবে এবার জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এ কাজে ব্যবহার করেছেন পৃথিবীর গঠন পর্বের কম্পিউটার সিমুলেশন৷ তাদের হিসাব ঠিক হলে এই সৌরজগৎ সৃষ্টি হওয়ার সাড়ে ৯ কোটি বছর পর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছিল চাঁদ৷
আর আমাদের এই সৌরজগতের বয়স ৪.৫৬ বিলিয়ন বছর বলে বিজ্ঞানীদের ধারণা৷
বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত ওই নিবন্ধের সহ লেখক আলেসান্দ্রো মরবিদেলি বলেন, যে সংঘর্ষের ফলে চাঁদের জন্ম, সেটি ঘটেছিল পৃথিবীর পূর্ণাঙ্গ গ্রহ হয়ে ওঠার একেবারে শেষ পর্যায়ে৷
গবেষণায় যেসব তথ্য পাওয়া গেছে, তাতে পৃথিবী গঠনের এই পর্ব শেষ হতে সাড়ে ৯ কোটি বছর লেগে গিয়েছিল৷ সৌরজগতের আর কোনো গ্রহের ক্ষেত্রে এতোটা সময় লাগেনি৷
জেকে/ এসবি (এএফপি)