যুক্তরাষ্ট্রের ফ্লরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চাঁদের মাটিতে বীজ রোপন করেছিলেন৷ সেখান থেকে চারাগাছ জন্মালেও প্রবৃদ্ধির হার বেশি ছিল না৷ তবে হয়ত একদিন চাঁদে ফসল ফলানো সম্ভব- এটা তারই লক্ষণ৷
বিজ্ঞাপন
১৯৬৯ ও ১৯৭২ সালের তিনটি অ্যাপোলো মিশন চাঁদ থেকে মাটি সংগ্রহ করেছিল৷ মার্কিন মহাকাশ সংস্থার নাসার কাছে আবেদন করে ১২ গ্রাম চাঁদের মাটি পেয়েছিলেন গবেষকরা৷
চাঁদের অপূর্ব দৃশ্য
00:36
এরপর এক গ্রাম কন্টেনারে অ্যারাবিডপসিস জাতের গাছের বীজ রোপন করা হয়৷ পাশাপাশি আগ্নেয়গিরির ছাইয়েও কিছু বীজ লাগান তারা৷
এরপর গবেষকরা দেখতে পান ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে চাঁদের মাটি ও আগ্নেয়গিরির ছাইয়ে লাগানো বীজ থেকে চারাগাছ গজিয়েছে৷ কিন্তু কয়েকদিন পর দেখা যায় ছাইয়ের চেয়ে চাঁদের মাটিতে জন্মানো চারাগাছের বৃদ্ধি কিছুটা কম৷
গবেষণার ফলাফল কমিউনিকেশন্স বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে৷
চাঁদে যাওয়ার হিড়িক
সম্প্রতি চাঁদের মাটি-পাথর নিয়ে এলো চীন। তুরস্ক এবার চাঁদে মহাকাশযান পাঠাবে। আমিরাতও চন্দ্রাভিযানের ঘোষণা করেছে।
ছবি: Thet Aung/AFP/Getty Images
চাঁদের মাটিতে চীন
গতবছর নভেম্বরে চাঁদে মহাকাশযান পাঠায় চীন। চাঁদ থেকে মাটি ও পাথর আনার জন্য। চীনের অভিযান সফল হয়েছে।
ছবি: China National Space Administration/Xinhua/AP/picture alliance
অভিযানের গুরুত্ব
চীন চাঁদের যে জায়গা থেকে মাটি ও পাথর এনেছে, সেখান থেকে আগে কখনো নমুনা আনা হয়নি। দীর্ঘদিন পর চাঁদের মাটি ও পাথর পৃথিবীতে এলো। চাঁদ নিয়ে গবেষণার ক্ষেত্রে এর মূল্য অসীম।
ছবি: CNSA/AFP
তুরস্ক চাঁদে যাবে
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান ঘোষণা করেছেন, ২০২৩ সালে তাঁরাও চন্দ্রাভিযান করবেন। চাঁদে তুরস্কের অভিযান এই প্রথম।
ছবি: Turkish Presidency/AP Photo
মহাকাশ-বন্দর
এর্দোয়ান জানিয়েছেন, তুরস্ক মহাকাশে বন্দরও তৈরি করবে। তবে সেটা হবে চাঁদে অভিযানের পরে।
ছবি: Turkish Presidency/AP Photo
এলোন মাস্কের সঙ্গে কথা
চন্দ্রাভিযান নিয়ে স্পেস এক্সের প্রধান এলোন মাস্কের সঙ্গে কথা বলেছেন এর্দোয়ান।
ছবি: picture-alliance/Pressebildagentur ULMER
আন্তর্জাতিক সাহায্য নিয়ে
এর্দোয়ান জানিয়েছেন, আন্তর্জাতিক সাহায্য নিয়েই তাঁরা চন্দ্রাভিযান করবেন। তুরস্কের মহাকাশযানকে কি চাঁদে পাঠাবে স্পেস এক্সের রকেট?
ছবি: Joe Burbank/Orlando Sentinel/TNS/picture alliance
চাঁদে যাবে আমিরাতও
২০২৪ সালে চাঁদে যাওয়ার ঘোষণা করেছে আমিরাত। তারা একটি রোভার চাঁদে পাঠাবে। তার নাম রশিদ। আরব দুনিয়ায় তারাই প্রথম চন্দ্রাভিযান করবে। ছবিতে দেখা যাচ্ছে, চন্দ্রাভিযান নিয়ে আলোচনা করছেন আমিরাতের শীর্ষ কর্তারা।
ছবি: Sheikh Mohammed bin Rashid Al Maktoum/Twitter/AP/picture-alliance
চাঁদে নারীর পা
চাঁদে এবার নারীর পা পড়বে। ২০২৪ সালে অ্যামেরিকা আবার চাঁদে মানুষ পাঠাবে। চাঁদের সাউথ পোলে নামবে তাদের মহাকাশযান। তাতে থাকবেন এক নারী মহাকাশচারী।
ছবি: Thet Aung/AFP/Getty Images
8 ছবি1 | 8
প্রতিবেদনের সহলেখক রব ফার্ল বলেন চাঁদের মাটিতে চারাগাছ যে গজিয়েছে সেটিই একটি ইতিবাচক বিষয়৷
তবে পৃথিবী থেকে নিয়ে যাওয়া গাছ চাঁদের পরিবেশে কেমন প্রতিক্রিয়া দেখাবে সে বিষয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা৷
চাঁদে ফসল ফলানো সম্ভব হলে সেখানে মিশনে যাওয়া নভচারীরা নিজেদের খাবার নিজেরাই ফলাতে পারবেন৷ এছাড়া বাতাস বিশুদ্ধ করতে ও বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড সরাতে এটি নভচারীদের সহায়তা করবে৷
এবছরই আর্টেমিস কর্মসূচির আওতায় চাঁদে একটি মিশন পাঠাচ্ছে নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা৷ যদিও সেখানে কোনো নভচারী থাকছেন না৷ তবে চলতি দশকের শেষ নাগাদ চাঁদে নভচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে৷