1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

২১ এপ্রিল ২০২৩

বাংলাদেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার ঈদ।

Ramadan Jordanien
প্রতীকী ফটো৷ছবি: AP

চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। ঈদের ঘোষণার সাথে সাথে দেশজুড়ে শুরু হয়েছে ঈদ উদযাপণের সব রকমের প্রস্তুতি।

ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সংবাদ সম্মেলনে খুশির সাথে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "ঈদ মোবারক।”

শাওয়ালের চাঁদ দেখা দেওয়ায় এবার হিজরি সালের রমজান মাস শেষ হলো ২৯ দিনে।

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন জেলার কয়েকশ গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

ঈদুল ফিতরে তিন দিন সরকারি ছুটি থাকে। এবার তার সঙ্গে নির্বাহী আদেশে একদিন বিশেষ ছুটি দিয়েছে সরকার। তার সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পেয়েছে বাংলাদেশের মানুষ।

প্রতিবারের মত এবারও অনেকে সরকারি ছুটিতে নগর ছেড়ে সপরিবারে গ্রামে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে। আগের মত দুর্ভোগ না হওয়ায় এবারের ঈদযাত্রা ছিল স্বস্তির।

জেকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ