1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাকরির জন্য স্নাতক পাসদের তৈরি করতে আসছে ইন্টার্নশিপ

৪ জুন ২০২১

স্নাতক পাসদের চাকরির জন্য উপযোগী করে তুলতে পাবলিক ও প্রাইভেট সেক্টরের মাধ্যমে ‘ইন্টার্নশিপ কার্যক্রম' চালু হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷

প্রতীকী ছবিছবি: Abdullah Al Momin/bdnews24.com

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে বলেন, "প্রতিবছর আমাদের দেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করে চাকরি ক্ষেত্রে প্রবেশের উপযোগী হচ্ছে৷ এসব সদ্য গ্র্যাজুয়েটরা যাতে সহজেই স্বীয় ক্ষেত্রে চাকরি পেতে পারে, তা নিশ্চিত করার জন্য সরকার পাবলিক ও প্রাইভেট সেক্টরের মাধ্যমে তাদের জন্য ‘ইন্টার্নশিপ কার্যক্রম' চালুর উপর জোর দেবে৷”

তরুণদের কর্মসংস্থানে সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, এই ইন্টার্নশিপ কার্যক্রম অবিলম্বে চালুর জন্য আগামী অর্থবছরে একটি পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হবে৷

এরই মধ্যে আইটি সেক্টরে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরেই এই সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নেয়া হবে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ