1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাকরির পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে বসনিয়া

অনুপম দেব কানুনজ্ঞ সারায়েভো, বসনিয়া থেকে
১৫ ফেব্রুয়ারি ২০২২

বসনিয়ার সবচেয়ে বড় অভিবাসী ক্যাম্প ব্লাজুয়-এ (নিউ ক্যাম্প) এখনো রয়েছেন ১০০-এর কাছাকাছি বাংলাদেশি৷ এদের মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়া সীমান্তে আহতদের কয়েকজন৷ নিউ ক্যাম্প থেকে ডয়চে ভেলে বাংলার প্রতিবেদকের বিশেষ প্রতিবেদন৷

ছবি: Anupam Deb Kanunja

সিলেটের নবীগঞ্জে বড় হয়েছেন সায়েম সিদ্দিকী৷ এখন তিনি রয়েছেন বসনিয়ার ব্লাজুয়-এর অভিবাসী ক্যাম্পে৷ এই ক্যাম্পটি নিউ ক্যাম্প নামে বেশি পরিচিত৷ পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন এই বাংলাদেশি যুবক৷ ক্রোয়েশিয়ায় পুলিশের অত্যাচারে পা ভেঙে গিয়েছিল৷ হাঁটতে গেলে এখনও ক্রাচ লাগছে৷ কোনোমতে খুঁড়িয়ে হাঁটাচলা করছেন৷ কিন্তু বাংলাদেশে স্নাতকোত্তর সায়েম বসনিয়ায় এলেন কেন? এই প্রশ্নের উত্তরে ডয়চে ভেলে বাংলাকে তিনি বলেন, ‘‘দেশে বিসিএস পরীক্ষা দিয়েছি৷ অনেক চেষ্টা করেছি কিন্তু চাকরি পাইনি৷ এত শিক্ষিত বেকার পড়ে রয়েছে দেশে৷ চাকরির পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত৷’’

কীভাবে বসনিয়ার ক্যাম্পে?

সায়েম জানান, ছাত্র ভিসায় তুরস্কে এসেছিলেন তিনি৷ তবে ওখানে বাস করা কঠিন৷ তাই বসনিয়ার ব্লাজুয়-এ শিবিরে আসা৷ গ্রিসেও সামান্য কয়েকদিন কাজ করেছিলেন তিনি৷ কিন্তু থাকার জন্য নথি মেলেনি৷ দূতাবাস ফিরিয়ে দিয়েছে বারবার৷ গ্রিসে বাংলাদেশিরা আতঙ্কে রয়েছে৷

তিনি বলেন, ‘‘দুই সরকার সমঝোতা করুক৷ গেম মারা খুব কষ্ট৷ আমার উদ্দেশ্য ছিল ইটালিতে যাওয়া৷ গেমের মারাত্মক কষ্ট৷ চার থেকে পাঁচ দিন শুধু পানি খেয়ে থেকেছি৷ ক্রোয়েশিয়ায় ‘স্টে পেপার’ চেয়েও মেলেনি কিন্তু যে নির্যাতনের শিকার হয়েছি৷ আমার আর কিছু বলার নেই৷’’

কেন ঝুঁকি?

সইমের বক্তব্য, জীবিকার জন্য ঝুঁকি নিচ্ছেন তারা৷ সব পরিবারের আর্থিক অবস্থা ভাল না৷ নিকটাত্মীয়রা ইউরোপে আসতে চাইলে তাদের বৈধ ভিসায় আসার পরামর্শ দেন তিনি, গেম মেরে নয়৷ গ্রিসের সঙ্গে বাংলাদেশের চুক্তির কথাও উল্লেখ করেন সইম৷

১০ লাখ টাকা ঋণ নিয়ে ইটালির উদ্দেশে রওনা দিয়েছিলেন সইম৷ তার কথায়, টাকা ধার দেনা করে ইউরোপে চলে আসেন কেউ, কেউ বা জমি বিক্রি করে দেন, আত্মীয়দের সাহায্য নেন৷ তার বক্তব্য, বসনিয়ার মানুষজন তুলনামূলকভাবে অনেক ভাল৷ বাংলাদেশের কয়েকজনের মাধ্যমে তাই বসনিয়ার নিউ ক্যাম্পে পৌঁছেছেন৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম তাদের অনেক সাহায্য করেছে৷ তার পায়ে অস্ত্রোপচার হয়েছে, নিয়মিত খোঁজখবরও নেয়া হয়৷ তবে সুস্থ হলে আবার ইটালি যাওয়ার ঝুঁকি নেবেন তিনি৷

গত কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে হাজার হাজার বাংলাদেশি ইউরোপে পৌঁছার চেষ্টা করছেন৷ অভিবাসন বিষয়ে ইউরোপের সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস-এর তথ্যমতে, গত বছর অর্থাৎ ২০২১ সালের প্রথম ছয় মাসে অবৈধপথে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা৷

সিলেটের আলমগীরও রয়েছেন নিউ ক্যাম্পে৷ বসনিয়া পৌঁছানোর আগে ওমানে মাস চারেক ছিলেন তিনি৷ এখন রয়েছেন নিউ ক্যাম্পে৷ তিনি ডয়চে ভেলে বাংলাকে জানান, ‘‘স্পিড বোটে ইরানে এসেছিলাম ওমান থেকে৷ তার পর তুরস্ক, গ্রিস হয়ে সার্বিয়া হয়ে নানা ভাবে দুই বছর লাগল এখানে আসতে, তবু ইটালি যেতে পারিনি৷ ২২ বার ধরা পড়েছি৷ পুলিশ খুব মেরেছে৷ গেম মেরে আসার চেষ্টা করেছি৷ এখানে শিবিরে বিশ্রাম নিচ্ছি৷’’

গেমের নাম ইউরোপ

21:26

This browser does not support the video element.

মোহাম্মদ সালাহ চৌধুরী মাস ছয়েক হল এসেছেন বসনিয়ার এই ক্যাম্পে৷ তিনি জানান, এখানে ১০০ জনের কাছাকাছি বাংলাদেশি রয়েছেন৷ পুলিশের অত্যাচারের অভিযোগ এনেছেন তিনিও৷ তিনি ডয়চে ভেলে বাংলাকে বলেন, ‘‘বাংলাদেশি, আফগান, পাকিস্তানি সবাইকে অত্যাচার করে ক্রোয়েশিয়ার পুলিশ৷ তবে বসনিয়ার লোকজন খুব ভাল৷ তারা আমাদের জুতা, গরম পোশাক দিয়েছে৷’’

ছয় থেকে আটটা গেমের ঝুঁকি নিয়েছেন তিনিও৷ অথচ ইরানে ১২ বছর চাকরি করেছেন সালাহ৷ তিন বছর বসনিয়ায় রয়েছেন৷ তিনিও ইটালি যেতে চান৷ তার বাবা বাংলাদেশে বাবা প্রাইমারি শিক্ষক ছিলেন৷ ভাই ছোটখাট কাজ করে৷ পরিবারকে দেখতেই এখানে এসেছেন তিনি৷ তিনি বলেন, ‘‘ফার্সি ভালমতো বলতে, বুঝতে পারি৷ উর্দু, আরবি, পশতুও বুঝি৷’’

কিন্তু ইরানের নিশ্চিত চাকরি ছেড়ে কেন ইউরোপে? তিনি ডয়চে ভেলে বাংলাকে জানান, ইরানের জনগণ খুব ভাল৷ কিন্তু সে দেশে টাকা পয়সার অবস্থা ভাল না৷ তাই ভাগ্য বদলে ইউরোপে আসার কথা ভেবেছিলেন৷

তার বক্তব্য, ক্যাম্পে আসার পথে ২০-২৫ দিন উপোসও করতে হয়েছে৷ তবে নিউ ক্যাম্পের অবস্থা বেশ ভাল৷ খাওয়া-দাওয়া, জামা, জুতা মেলে৷ এখানে চলাফেরায় সমস্যা হয় না৷ অভিবাসী কিংবা শরণার্থীদের প্রতি সব দেশেই ভাল-খারাপ মনোভাব রয়েছে৷ কেউ সহৃদয় আবার কেউ নন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ