1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাকরি হারানো দুদক কর্মকর্তার প্রাণ বাঁচানোর আকুতি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৮ ফেব্রুয়ারি ২০২২

আকস্মিকভাবে চাকরি হারানো দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিন অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছেন৷

মো. শরীফ উদ্দিন
মো. শরীফ উদ্দিনছবি: Privat

টেলিফোনে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘দুর্নীতিবাজরা আমাকে ছাড়বে না৷ আমি প্রাণভয়ে নিজেকে লুকিয়ে রেখেছি৷ আমার পরিবার চরম আতঙ্কে আছে৷ আপনারা আমাকে বাঁচান৷’’

দুদকের পটুয়াখালীর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে দুদক বুধবার চাকরিচ্যুত করে৷ এর আগে তিনি চট্টগ্রামে ছিলেন৷ গত বছরের ১৬ জুন তাকে পটুয়াখালি বদলি করা হয়৷ জানা যায়, পটুয়াখালিতে গত ছয় মাস তাকে মামলার কোনো তদন্ত করতে দেয়া হয়নি৷ সেখানে দুর্নীতিবাজরা তার বাসায় গিয়ে তাকে প্রাণনাশের হুমকি ও চাকরিচ্যুতির ভয় দেখাতো বলেও তিনি অভিযোগ করেছেন৷

গত ৩০ জানুয়ারি তাকে সাত দিনের মধ্যে চাকরি খাওয়া ও প্রাণনাশের হুমকি দেয়ার কথা জানিয়ে তিনি থানায় জিডি করেন৷ বিষয়টি দুদদক মহাপরিচালককেও লিখিতভাবে জানান৷ কিন্তু কথিত হুমকির ১৬ দিনের মাথায় দুদক তাকে চাকরিচ্যুত করে৷

দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের দাবি অনুযায়ী, প্রধানত চারটি কারণে তিনি দুর্নীতিবাজদের চ্যালেঞ্জের মুখে পড়েন:

১. কক্সবাজারে ভূমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতি ও জালিয়াতির তদন্ত করা৷ সেখানে প্রধানমন্ত্রীর ৭০-৭২ টি অগ্রাধিকার প্রকল্প চলমান৷ ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগে ১৫৫ জনকে আসামি করে মামলা করেছেন শরীফ উদ্দিন৷ সেখানে কীভাবে সরকারের টাকা লুটপাট হচ্ছে অভিযোগে তিনি তা তুলে ধরেছেন৷ ওই মামলায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক ও দালাল চক্রের সদস্যদের আসামি করা হয়েছে৷ এর মাধ্যমে ৫০ কোটি টাকা সরকারি কোষাগারে আনার চেষ্টা করেছেন তিনি৷

আমি প্রাণ ভয়ে নিজেকে লুকিয়ে রেখেছি: মো. শরীফ উদ্দিন

This browser does not support the audio element.

২. চট্টগ্রামের কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক এমডি আইউব খান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত৷ এর আগে ১৪ বার অভিযুক্ত নথিভুক্ত করেছে দুদক৷ কিন্তু শরীফ উদ্দিন ১৫তম তদন্তকারী কর্মকর্তা হিসেবে অভিযোগ নথিভুক্ত না করে তদন্ত চালিয়ে গেছেন৷ আইউব খান চৌধুরীর দুর্নীতির ব্যাপারে প্রতিবেদন দিয়েছেন৷ নিজের আত্মীয়-স্বজনদের নিয়োগ, সংযোগ বাণিজ্য, গ্যাস চুরিসহ আরো দুর্নীতির তথ্য তিনি তুলে ধরা হয় সেখানে৷

৩. রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়ার বাণিজ্য নিয়ে মামলা করা৷ এ বিষয়ে ২০টি মামলা করেছেন তিনি৷ এই পাসপোর্টের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও দালাল চক্র জড়িত৷

৪. চট্টগ্রামে স্বাস্থ্যখাতে দুর্নীতি নিয়ে তিনি তদন্ত করা৷ এই দুর্নীতির সাথে জড়িত একজন বড় রাজনৈতিক নেতা ও স্বাস্থ্যখাতের নেতার বিরুদ্ধে পাঁচটি মামলা করেছেন শরীফ উদ্দিন৷

যাদের কারণে চাকরিচ্যুতির অভিযাগ...

শরীফ উদ্দিন বলেন, ‘‘আইউব খান চৌধুরী এবং ওই রাজনৈতিক নেতা আমার বিরুদ্ধে সক্রিয়৷ আমাকে পটুয়াখালিতে বদলির পর তাদের লোকজন আমার বিরুদ্ধে নামে- বেনামে অভিযোগ দেয়া শুরু করে৷ চট্টগ্রামে সাড়ে তিন বছর চাকরির সময় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না৷ আমি পটুয়াখালি যাওয়ার পর আমার বিরুদ্ধে ৯৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করে তারা৷ অথচ পটুয়াখালি যাওয়ার পর কোনো মামলার তদন্তই আমাকে দেয়া হয়নি৷’’

শরীফ উদ্দিন বলেন, ‘‘তাদের প্রভাবেই এখন আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে৷ দুদকের যে ৫৪(২) ধারায় আমাকে চাকরিচ্যুত করা হয়েছে তা বিতর্কিত এবং ওই আইন আদালতে চ্যালেঞ্জ হয়েছে, ওই আইনে কোনো তদন্ত বা নোটিস ছাড়াই চাকরিচ্যুত করার বিধান আছে৷’’

তিনি বলেন, ‘‘আমি আমার প্রতিষ্ঠানের কাছে সুবিচার চাই৷ আমি এখন ভয়ে নিজেকে লুকিয়ে রেখেছি৷ আমার পরিবারের সদস্যরাও আতঙ্কে আছে৷ দেশের জন্য কাজ করতে গিয়ে উল্টো আমি অপসারিত হয়েছি৷’’

চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বড় বড় দুর্নীতি তিনি উন্মোচন করছিলেন: ড. ইফতেখারুজ্জামান

This browser does not support the audio element.

কার পাশে দুদক?

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ মনে করেন, দুদক কর্মকর্তাকে অন্যায় ও বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘দুদকের চাকরিচ্যুতির ৫৪(২) ধারাটি অসাংবিধানিক৷ কারণ, সেখানে কোনো তদন্ত বা কারণ দর্শানোর নোটিস ছাড়াই চাকরিচ্যুতির কথা বলা হয়েছে৷ এটা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার ও বিচার পাওয়ার অধিকারের পরিপন্থি৷ এছাড়া এই ধারাটি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটও হয়েছে৷ তাই এই ধারাটির প্রয়োগ ঠিক হয়নি৷’’

তিনিও মনে করেন, ‘‘শরীফ উদ্দিন দুর্নীতিবাজদের রোষের শিকার হয়েছেন৷ দুদকের যেখানে দুর্নীতিবাজদের ধরার কথা, সেখানে তারা দুর্নীতিবাজদের পক্ষ নিয়েছে৷ তাই এখন প্রশ্ন উঠেছে দুদকের কাজ কি দুর্নীতিবাজদের ধরা, না রক্ষা করার?’’ তিনি রাষ্ট্র ও সরকারের কাছে এই কর্মকর্তাকে সুরক্ষা দেয়ার দাবিও জানান৷

শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘‘দুদকের এই কর্মকর্তা আইনের মধ্যে থেকে, যথাযথ প্রক্রিয়ায়, সাহসিকতার সাথে বড় বড় দুর্নীতির তদন্ত করছিলেন৷ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বড় বড় দুর্নীতি তিনি উন্মোচন করছিলেন৷ দুদকের দায়িত্ব ছিল এই তদন্তকাজে সহায়তা করা এবং তার পাশে দাঁড়ানো৷ তিনি দুর্নীতির সাথে জড়িত অনেক প্রভাবশালীরই বিরাগভাজন হয়েছেন৷ কিন্তু দুদক তার পাশে না দাঁড়িয়ে তাকে অপসারণ করেছে৷ দুদকের কাজ কি দুনীতি প্রতিরোধ করা, না যারা দুর্নীতি করে তাদের সুরক্ষা দেয়া?’’

আপনি সাফাই গাচ্ছেনরাখেন!

তবে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম বলেন, ‘‘দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে আইন ও বিধি মেনেই অপসারণ করা হয়েছে৷ চাকরি হারানোর কারণে তিনি এখন নানা অভিযোগ করছেন৷ এটা সবাই করে৷’’

চাকরি হারানোর কারণে তিনি এখন নানা অভিযোগ করছেন: দুদকের আইনজীবী খুরশিদ আলম

This browser does not support the audio element.

তার বিরুদ্ধে কী অভিযোগ জানতে চাইলে তিনি বলেন, ‘‘অনেক অভিযোগ৷ এত অভিযোগ যে এখন বলা যাবে না৷’’

দুই-একটি অভিযোগের উদাহরণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘ওই কর্মকর্তা আদালতের অনুমতি ছাড়া একজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন৷ সে আদালতের কাছে দুদককে বিব্রত করেছে৷ সে আইনের বাইরে গিয়ে কাজ করেছে৷’’

দুদক কর্মকর্তার বিরুদ্ধে কী অভিযোগ?

কিন্তু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি তো দুর্নীতিবাজদের ধরতে সক্রিয় ছিলন- এ বিষয়টি মনে করিয়ে দিলে দুদকের আইনজীবী বলেন, ‘‘আপনি বললেই কেউ দুর্নীতিবাজ হয়ে যাবে? সর্বোচ্চ আদালত পর্যন্ত প্রমাণ হওয়ার আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না৷ সে কি পারে আদালতের অনুমতি ছাড়া একজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে? আর আপনি তার পক্ষে সাফাই গাইছেন৷ রাখেন!’’ এরপর দুদক আইনজীবী ফোন কেটে দেন৷

আর কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক এমডি আইউব খান চৌধুরীর বক্তব্য জানার জন্য তাকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি৷

কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ

এদিকে দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে অপসারণ করায় মাঝামাঝি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে৷ বৃহস্পতিবার তারা ঢাকায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন৷ ঢাকার বাইরেও মানববন্ধন হয়েছে৷ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল ও চাকরিচ্যুতির বিতর্কিত ধারা বাতিলের দাবি জানিয়েছেন তারা৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ