1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাকা ঘুরেছে শান্তি আলোচনার

৩১ জুলাই ২০১৩

ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনার চাকা তিন বছর পর আবার ঘুরতে শুরু করেছে৷ নয় মাসের মধ্যে শান্তি চুক্তির পরিকল্পনাও বিবেচনায় রাখা হয়েছে৷ সবই যেন দুটি দেশের মধ্যে দীর্ঘ বৈরিতা অবসানের পথে ভালো অগ্রগতির ইঙ্গিত৷

epa03807790 US Secretary of State John Kerry (C) speaks as Israeli Justice Minister Tzipi Livni (L) and chief Palestinian negotiator Saeb Erekat listen during a press conference after they concluded Middle East peace talks, at the State Department, in Washington DC, USA, 30 July 2013. Negotiators for Israelis and Palestinians will meet again in the region within two weeks to continue peace talks, US Secretary of State John Kerry said 30 July. EPA/MIKE THEILER
ছবি: picture-alliance/dpa

মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যস্থতাকারীদের এসব বিষয়ে একমত হবার কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ এ সময় ফিলিস্তিনের পক্ষের মধ্যস্থতাকারী সায়েব এরেকাত এবং ইসরায়েলের সিপি লিবনি তাঁর পাশে ছিলেন৷ কেরি জানান, আগামী দু'সপ্তাহের মধ্যেই দু'দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে৷ ফিলিস্তিন বা ইসরায়েলেই এ আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি৷

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিছবি: Reuters

ওয়াশিংটনে দু'দেশের মধ্যস্থতাকারীদের মধ্যকার আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দু'পক্ষ একমত হয়েছেন৷ সীমানা নির্ধারণ, শরণার্থী এবং জেরুজালেমের ওপর দু'দেশের অধিকার ও কর্তৃত্ব নিরূপনের মতো বিষয়ও ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী৷ কেরি আরো জনান, দু'পক্ষ এখন থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে৷ এ সময় তিনি আগামী নয় মাসের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা হবে বলেও আশা প্রকাশ করেন৷

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সর্বশেষ শান্তি আলোচনাটি হয়েছিল ২০১০ সালে৷ তার দু'বছর আগের মতো সে আলোচনাও ফলপ্রসূ হয়নি৷ মঙ্গলবার দু'দেশের মধ্যস্থতাকারীরা নিজেদের মধ্যে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন৷

জন কেরি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনেক আশার কথা শোনালেও হামাস এ নিয়ে মোটেই আশাবাদী নয়৷ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সংগঠনটি এ শান্তি উদ্যোগের কঠোর সমালোচনা করেছে৷ এদিকে ইসরায়েলও আলোচনার টেবিলে তোলা সব বিষয় মেনে নেবে কিনা তা নিয়ে সংশয় দূর হয়নি৷ ইসরায়েলের এক বেসরকারি রেডিওর উপস্থাপক চিকো মেনাচে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে সে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্য নিয়েও সংশয় প্রকাশ করেছেন৷

এসিবি / ডিজি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ