1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপের মুখে জার্মানি ও ইসিবি

১৫ অক্টোবর ২০১৪

শুধু ব্যয় সংকোচের মাধ্যমে ইউরো এলাকার সংকট মিটছে না৷ তাই এর প্রবক্তা জার্মানি চাপের মুখে পড়েছে৷ অন্যদিকে বন্ড কিনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে মামলার মুখে পড়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷

Christine Lagarde
ছবি: Reuters/J. Ernst

উরো এলাকার সংকট কাটানোর প্রচেষ্টায় চালকের আসনে দেখা গেছে জার্মানি ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক-কে৷ ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল – আইএমএফ-এর সপ্তাহান্তের বৈঠকে ইউরোজোনের বর্তমান দুরবস্থার জন্য তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে৷ গত কয়েক সপ্তাহ ধরে ইউরোজোনের জন্য একের পর এক দুঃসংবাদের ফলে বাকি বিশ্বও উদ্বিগ্ন৷ পরিস্থিতির উন্নতির জন্য তারা চায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ৷ জার্মানির নেতৃত্বে ব্যয় সংকোচ ও সংস্কার-সর্বস্ব নীতির ফলে কোনো কাজ না হওয়ায় স্টিমুলাসের জন্য চাপ বাড়ছে৷

সোমবার ইউরো এলাকার অর্থমন্ত্রীরা স্বীকার করেছেন যে অর্থনীতিকে চাঙ্গা করতে শক্তিশালী পদক্ষেপের প্রয়োজন৷ তাঁদের প্রস্তাব, যে সব দেশ কঠিন সংস্কার চালিয়ে প্রতিযোগিতার বাজারে নিজেদের অবস্থানের উন্নতি করেছে, তাদের জন্য পুরস্কার হিসেবে অবকাঠামোয় বিনিয়োগের মতো আর্থিক সাহায্য দেওয়া উচিত৷ বিনিয়োগ বাড়াতে আরও পদক্ষেপের কথা ভাবা হচ্ছে৷ তবে সরকারি কোষাগারের অর্থ দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার প্রস্তাবের বিরোধিতা করে চলেছে জার্মানি৷ আগামী ২৪শে অক্টোবর ইউরোপীয় শীর্ষ নেতাদের এক সম্মেলনে বিষয়টি নিয়ে আবার আলোচনা হবে৷

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি জার্মানিকে আরও ব্যয় করার ডাক দিয়েছেন৷ অন্যদিকে ফ্রান্স ও ইটালির মতো দেশকে শ্রম আইন শিথিল করে ব্যবসার জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে হবে বলে মনে করেন তিনি৷ তবে খোদ ইসিবি-ও চাপের মুখে রয়েছে৷ অর্থনীতিকে চাঙ্গা করে ইসিবি বন্ড কেনার যে পদক্ষেপ নিয়েছে, ইউরোপীয় আদালতে তার বিরুদ্ধে মামলা করেছে জার্মানির কিছু অভিযোগকারী৷

ঘর সামলাতে ইউরো এলাকার উপর বেড়ে চলা চাপের প্রতিফলন দেখা যাচ্ছে পুঁজিবাজারের উপরেও৷ তবে গত সপ্তাহে দরপতনের পর সোমবার থেকে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ নতুন করে মন্দার আশঙ্কা অবশ্য কাটছে না৷ স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়র্স রেটিং এজেন্সি ফ্রান্সের বাজেট ঘাটতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে৷ ফিনল্যান্ডের রেটিং-ও কমিয়ে দিয়েছে তারা৷

এদিকে ফ্রান্সের বাজেট ঘাটতি নিয়ে দুশ্চিন্তা দূর হচ্ছে না৷ ২০১৭ সাল পর্যন্ত সে দেশ অনুমোদিত মাত্রার বেশি ঘাটতি চালিয়ে যেতে চায়৷ তবে গ্রিসকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে৷ আয়ারল্যান্ড ও পর্তুগালের পর সে দেশ বেলআউট থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিচ্ছে৷ দাতারা অবশ্য সতর্কতার সঙ্গে বিষয়টির দিকে লক্ষ্য রাখছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ