1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান সম্পর্ক

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১১ জানুয়ারি ২০১৩

গত পাঁচ দিনে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনা সংঘর্ষে দু’পক্ষের মোট চারজন সেনা নিহত হওয়ায়, দু’দেশের মধ্যে চলতি আস্থাবর্ধক পদক্ষেপ পড়েছে চাপের মুখে৷ ‘পতাক বৈঠক’ হচ্ছে দু’দেশের সেনা স্তরে৷

Family members and Indian army soldiers carry a coffin containing the body of their comrade Hemraj Singh before the cremation ceremony in the Mathura district of the northern Indian state of Uttar Pradesh January 9, 2013. India denounced Pakistan on Wednesday over a firefight in the disputed territory of Kashmir in which two Indian soldiers were killed, but the nuclear-armed rivals both appeared determined to prevent the clash escalating into a full diplomatic crisis. REUTERS/Stringer (INDIA - Tags: CIVIL UNREST MILITARY POLITICS TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার উভয়দিকে থমথমে উত্তেজনা৷ ভারতীয় সেনার গুলিতে গতকাল আরেকজন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছে, এই অভিযোগে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনারকে পাকিস্তানি বিদেশ মন্ত্রকে তলব করে প্রতিবাদ পত্র দেয়া হয়৷ ভারত সঙ্গে সঙ্গে তা অস্বীকার করে বলেছে, সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের মদতে জঙ্গিরা ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের একজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে হত্যা করেছে৷

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার উভয়দিকে থমথমে উত্তেজনাছবি: dapd

উত্তেজক পরিস্থিতির প্রথম শিকার ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি শান্তি প্রক্রিয়া তথা আস্থাবর্ধক পদক্ষেপ৷ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার পুঞ্চ-রাওয়ালকোট সীমান্তে পাকিস্তানের দিক থেকে সীমান্ত গেট বন্ধ করে দেয়া হয়৷ আটকা পড়ে তরতরকারি ও ফল বোঝাই ভারতীয় ট্রাক৷ স্থগিত রাখা হয় ঐ এলাকায় বাস পরিষেবা, যা শুরু হয়েছিল ২০০৬ সালে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত দুই কাশ্মীরের মানুষজনের যাতায়াতের সুবিধার জন্য৷

এটা কী তাহলে দু'দেশের শান্তি প্রক্রিয়ার অশনি সঙ্কেত? রাষ্ট্রবিজ্ঞানী উদয়ন বন্দোপাধ্যায় তা মনে করেন না৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ২৬/১১ মুম্বই হামলার পর শান্তি প্রক্রিয়া বন্ধ হয়নি৷ কারগিলের পর বন্ধ হয়নি৷ এসব ঘটনায় সাময়িক বিরতির মধ্যেই শান্তি প্রক্রিয়া চলবে এবং চলেছে৷ এছাড়া দক্ষিণ এশিয়ার উন্নয়নেরও একটা জায়গা আছে, যে জায়গা থেকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে কাছাকাছি আসতেই হবে৷

স্বজনহারাদের আহাজারিছবি: AP

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণতন্ত্র যদি ঠিকমতো চলে, সেখানে যদি উন্নয়ন হয় এবং কাশ্মীরীরা যদি ভারতের সঙ্গে ঐক্যবদ্ধ থাকে, তাহলে পাকিস্তান সেটা কখনই সুনজরে দেখবে না৷ কাশ্মীর ইস্যু ভারত-পাকিস্তানের ‘লাভ-হেট রিলেশনশিপ'-এর অঙ্গ হয়ে থাকবে, বলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক বন্দোপাধ্যায়৷

প্রতিরক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে শক্রবার বলেন, পাকিস্তানের দিক থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন অত্যন্ত উদ্বেগের বিষয়৷ দেশের নিরাপত্তায় সবরকম ব্যবস্থা নেয়া হচ্ছে৷ আর বিমান বাহিনীর প্রধান জানান, কড়া নজর রাখা হচ্ছে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির দিকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ