1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চামড়ার পণ্যও পরিবেশবান্ধব?

৩১ জুলাই ২০১৮

চামড়া তৈরির সময়ে দূষণ, কর্মীদের স্বাস্থ্যের ক্ষতি – এমনকি চামড়া দিয়ে তৈরি পণ্য কিনে ক্রেতার ত্বক ও শরীরে ক্ষতির কথাও শোনা যায়৷ নতুন এক উৎপাদন প্রক্রিয়া সেই ঝুঁকি অনেক কমিয়ে দিচ্ছে৷

DW eco@africa Sendung - Leder aus Fischhaut -  Kenia
ছবি: DW

ইইউ-র অর্থায়নে চালিত এক গবেষণা প্রকল্পের আওতায় নতুন এক প্রযুক্তির কল্যাণে স্পেনের সিইয়া শহরের এক ট্যানারি চামড়া উৎপাদন আরও পরিবেশবান্ধব ও নিরাপদ করে তুলতে পেরেছে৷ এক চামড়া কোম্পানির প্রধান প্রধান হিসেবে সিলভিনো নাভারো বলেন, ‘‘টাইটানিয়াম-ভিত্তিক প্রক্রিয়ার নানা সুবিধা রয়েছে৷ প্রাকৃতিক সম্পদ হিসেবে টাইটানিয়ামের পরিমাণ বেশি থাকায় এই প্রক্রিয়া অনেক বেশি টেকসই৷ টাইটানিয়াম হাইপোঅ্যালার্জিনিক হওয়ায় স্বাস্থ্যের জন্যও বেশি ভালো৷''

চিরায়তচামড়া প্রক্রিয়াজাত করার পদ্ধতিতে চামড়া উৎপাদনবা গুদামজাত করার সময়ে হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম নামের এক কার্সিনোজেনিক যৌগিক পদার্থ সৃষ্টি হতে পারে৷ টাইটানিয়াম ব্যবহার করলে সেই ঝুঁকি দূর হয়৷

পরিবেশবান্ধব চামড়ার পণ্য?

02:51

This browser does not support the video element.

ফলে চামড়া উৎপাদনের সময়ে দূষণের মাত্রা কমে যায়৷ ইনেস্কপ ফুটওয়্যার প্রযুক্তি ইনস্টিটিউটের মিগেল মার্তিনেস সানচেস বলেন, ‘‘চামড়া উৎপাদনের সময়ে বর্জ্য হিসেবে যে পানি সৃষ্টি হয়, তা চিরায়ত ট্যানিং-এর সময়ে সৃষ্ট পানির তুলনায় কম দূষিত৷ আরও জরুরি বিষয় হলো, এই প্রক্রিয়ায় চূড়ান্ত পণ্যে কোনো ক্রোমিয়াম অবশিষ্ট থাকে না৷ ফলে পরিবেশের জন্য তা আরও ভালো৷''টাইটানিয়াম প্রক্রিয়ায় ট্যান করা চামড়ার গঠনগত বৈশিষ্ট্য চিরায়ত প্রক্রিয়ার তুলনায় মোটেই নিকৃষ্ট নয়৷ বরং এর স্বাস্থ্যগত সুবিধা ক্রেতাদের আকর্ষণ করতে পারে৷  সানচেস বলেন, ‘‘অনেক মানুষ ক্রোমিয়াম প্রক্রিয়ায় ট্যানড চামড়ার সম্পর্কে স্পর্শকাতর, যার ফলে নানা রকম অ্যালার্জি হতে পারে৷ এই সব মানুষ টাইটানিয়াম প্রক্রিয়ায় উৎপাদিত চামড়ার জুতো ব্যবহার করতে পারেন এবং সম্ভাব্য অ্যালার্জির আশঙ্কা এড়াতে পারেন৷''

বেশ কয়েকটি নামকরা কোম্পানি ‘টাইটানিয়াম চামড়া' দিয়ে তৈরি জুতো বিক্রি করছে৷ বাজারে তার চাহিদা প্রত্যাশা ছাড়িয়ে গেছে৷ সিলভিনো নাভারো জানালেন, ‘‘এই মুহূর্তে আমাদের উৎপাদনের ২৫ শতাংশ এই প্রক্রিয়ায় ঘটছে৷ বাজারেও আগ্রহ বাড়ছে৷ যেমন ঘড়ি প্রস্তুতকারক শিল্প, গুরুত্বপূর্ণ গাড়ি শিল্প এবং বিমান চলাচল শিল্পেও গভীর আগ্রহ রয়েছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ