সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের চামড়া উদ্ধারের একমাস পর পাওয়া গেল সেই বাঘের গলিত দেহ৷
বিজ্ঞাপন
রোববার সকালে পশ্চিম সুন্দরবনের কলাগাছী মুরালীখাল এলাকা থেকে বাঘের দেহাবশেষ উদ্ধার করা হয় বলে ওই রেঞ্জের স্টেশন কর্মকর্তা এসও নুরুল আলম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷
গত ৬ জানুয়ারি র্যাবের অভিযানে জেলার শ্যামনগর উপজেলার হরিনগর থেকে বাঘের একটি চামড়াসহ দুজনকে আটক করা হয়েছিল৷
নুরুল আলম বলেন, সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা থেকে মরা বাঘটির অংশ উদ্ধার করা হয়৷
সুন্দরবনে বাঘ গণনা
এক বছর আগে পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘ ছিল ৯৬টি। এ বছর বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করছে বন দফতর।
ছবি: Satyajit Shaw/DW
সুন্দরবনের খালে
৭ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবনে শুরু হচ্ছে বাঘসুমারি। ৩৬ দিন ধরে চলবে এই কাজ।
ছবি: Satyajit Shaw/DW
বন দফতরের অফিসাররা সুন্দরবনে
ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস পৌঁছে গেছেন সুন্দরবনে। একাধিক টিম জঙ্গলে ঢুকে কাজ শুরু করেছে।
ছবি: Satyajit Shaw/DW
ক্যামেরায় গণনা
কোর জঙ্গলের বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে এমন ক্যামেরা। এই ক্যামেরায় ধরা পড়বে বাঘের চলাফেরা।
ছবি: Satyajit Shaw/DW
সদাসতর্ক বনকর্মীরা
সুন্দরবনের বাঘ পিছন থেকে আক্রমণ করে। তাই ক্যামেরা বসানোর সময় এভাবেই বন্দুক হাতে সতর্ক থাকছেন বনকর্মীরা।
ছবি: Satyajit Shaw/DW
গুলি ছোঁড়া নিষেধ
বন্দুক থাকলেও বাঘের দিকে তাক করে গুলি ছোঁড়ায় নিষেধাজ্ঞা আছে। আত্মরক্ষার প্রয়োজন হলে শূন্যে গুলি ছোঁড়াই নিয়ম। অথবা ছোঁড়া হয় ঘুমপাড়ানি গুলি।
ছবি: Satyajit Shaw/DW
বেড়েছে মৃত্যু
বন দফতরের অফিসারদের বক্তব্য, করোনাকালে বাঘের হামলায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। কারণ বহু মানুষ জঙ্গলের কোর অঞ্চলে ঢুকে মধু সংগ্রহ এবং কাঁকড়া ধরার কাজ করেছে। নিয়ম না মেনেই সে কাজ হয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
বাঘ বেড়েছে
বনকর্মীদের অনুমান এ বছর বাঘের সংখ্যা বাড়বে। গত এক বছরে একাধিক ঝড় সুন্দরবনের উপর দিয়ে বয়ে গেছে। জঙ্গলের ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও বাঘ বেড়েছে বলেই তারা মনে করছেন।
৩৬ দিন পর আবার জঙ্গলে ঢুকে ক্যামেরা খোলা হবে। তারপর বাঘের মুভমেন্ট দেখে বাঘের সংখ্যা গণনা করা হবে।
ছবি: Satyajit Shaw/DW
বাঘের পায়ের ছাপ
কাঁদা মাটিতে বাঘের পায়ের ছাপ। বনকর্মীরা তার মধ্যেই ক্যামেরা বসানোর কাজ করছেন। ডিডাব্লিউয়ের ক্যামেরায় এক্সক্লুসিভ ছবি।
ছবি: Satyajit Shaw/DW
8 ছবি1 | 8
‘‘পুরো এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়ানোর ফলে দেহাবশেষের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না৷” বয়সের কারণে মাসাধিক আগে প্রাণীটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে৷ তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহাবশেষের নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে৷ মৃত বাঘটি মাটিতে পুতে রাখা হবে৷
এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে নুরুল আলম জানান৷
মৃত্যুর কারণ জানতে দেহাবশেষের নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে বন কর্মকর্তা জানান৷