1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিলো জাপান

২৩ নভেম্বর ২০২২

দুই বদলি খেলোয়াড়ের গোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো জাপান৷ এদিকে ক্রোয়েশিয়া ও মরক্কোর মধ্যে বুধবারের প্রথম খেলাটি ০-০ গোলে ড্র হয়েছে৷

জার্মানির বিরুদ্ধে জাপানের দ্বিতীয় গোল
জাপানের দ্বিতীয় গোলটি করেন আসানোছবি: Dean Mouhtaropoulos/Getty Images

ম্যাচের প্রথম গোলটি পেয়েছিল জার্মানি৷ ৩৩ মিনিটের সময় জাপানের গোলরক্ষক গন্ডা জার্মানির রাউমকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি৷ সেই সুযোগ সহজেই কাজে লাগান গুনডোয়ান৷

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে প্রথম গোল পায় জাপান৷ মিনামিনোর নেয়া শট জার্মান গোলরক্ষক নয়ার ঠেকিয়ে দিলে ফিরতি বল থেকে গোল করেন ৭১ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা দোয়ান৷

প্রথম গোলের পর জাপানিদের উচ্ছ্বাসছবি: Ulmer/Teamfoto/IMAGO

এরপর ৮৩ মিনিটের সময় গোল করেন আসানো৷ ইতাকুরার ফ্রি-কিক থেকে বল পেয়ে শ্লটারবেককে বোকা বানিয়ে গোল করেন ৫৭ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা আসানো৷

জাপানের ২১টি বিশ্বকাপ গোলের মধ্যে চারটি দিয়েছেন বদলি খেলোয়াড়রা৷

জাপানের প্রথম গোলের আগে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিল জার্মানি৷ কিন্তু জাপানের গোলরক্ষক গন্ডার কারণে তা সম্ভব হয়নি৷

ম্যাচ শেষে মাঠ ছাড়ছেন হতাশা জার্মান খেলোয়াড়রাছবি: Ulmer/Teamfoto/IMAGO

আট মিনিটের সময় জাপানের মায়েদার দেয়া একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়৷ প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ভিডিও রেফারি জার্মানির হাভার্ৎসের একটি গোল বাতিল করে দেন৷

গত বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরোতে পারেনি ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মানি৷

জার্মানির পরের খেলা রোববার স্পেনের বিরুদ্ধে৷ একইদিন মাঠে নামবে জাপান ও কস্টারিকা৷

ফিফার সিদ্ধান্তের প্রতিবাদ

সমকামীদের প্রতি সমর্থন জানাতে হাতে ‘ওয়ান ব্যান্ড’ বন্ধনী পরার উপর ফিফার দেয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে খেলা শুরুর আগে হাত দিয়ে মুখ ঢেকে ছবি তোলেন জার্মান ফুটবলাররা৷

বিশ্বকাপ শুরুর আগে জার্মানিসহ ইউরোপের আট দেশের অধিনায়কেরাজানিয়েছিলেন, তারা হাতে ‘ওয়ান-লাভ’ বন্ধনী পরে নামবেন৷

কিন্তু ফিফা জানিয়ে দেয়, আনুষ্ঠানিক পোশাকের অংশ না হওয়ায় কেউ এই বন্ধনী পরে নামলে শাস্তি দেয়া হবে৷ এর মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো ছাড়াও অন্য শাস্তিরও আশঙ্কা করা হয়েছিল৷ তাই ইংলিশ অধিনায়ক এই বন্ধনী পরেননি৷ জার্মানির অধিনায়ক মানুয়েল নয়ার কী করেন সেটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে৷ তিনি বন্ধনী পরেননি৷ তবে পুরো দল অন্যভাবে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল৷

জার্মান ফুটবল ফেডারেশন ছবিটি শেয়ার করে লিখেছে, রাজনৈতিক বিবেচনায় ঐ (বন্ধনী পরার) সিদ্ধান্ত নেয়া হয়নি... মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হতে পারে না৷

‘ওয়ান লাভ’ বন্ধনী পরে স্টেডিয়ামে উপস্থিত থাকা জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, ফিফার নিষেধাজ্ঞা ‘অনেক বড় ভুল’ ছিল৷

ক্রোয়েশিয়া-মরক্কো

গত ক্রোয়েশিয়ার রানার্সআপ সঙ্গে ০-০ গোলে ড্র করেছে মরক্কো৷ খেলা শেষে ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন মরক্কোর কোচ৷ তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল না হারা৷ কারণ, প্রথম ম্যাচে হার প্রতিযোগিতা নিয়ে আশা শেষ করে দেয়৷’’

ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের একটি দৃশ্যছবি: Michael Zemanek/Shutterstock/IMAGO

মরক্কোর পরের খেলা রোববার, বেলজিয়ামের সঙ্গে৷ একইদিন ক্রোয়েশিয়া খেলবে ক্যানাডার সঙ্গে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ