1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার ইইউ দেশের সঙ্গে তুরস্কের গ্যাস পাইপলাইন চুক্তি

১৩ জুলাই ২০০৯

তুরস্ক দিয়ে ইউরোপে গ্যাস নিয়ে আসতে দীর্ঘ একটি পাইপলাইন বসানোর জন্য দেশটির সঙ্গে সোমবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত চারটি দেশ৷

ছবি: AP

দীর্ঘ প্রতীক্ষিত এই পাইপলাইনটির মাধ্যমে রাশিয়াকে পাশ কাটিয়ে তুরস্ক ও বলকান অঞ্চলের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ করা হবে অস্ট্রিয়ায়৷

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সেদেশের প্রধানমন্ত্রীসহ অস্ট্রিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি ও রুমানিয়ার প্রধানমন্ত্রীরা পাইপলাইন চুক্তিতে সই করেন৷ আশা করা হচ্ছে, এর ফলে গ্যাসের জন্য ইউরোপের রুশ নির্ভরতা কমবে৷ এদিকে চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ তুরস্ক মনে করছে, এ চুক্তির মাধ্যমে মুসলিম প্রধান দেশটির ইউরোপীয় ইউনিয়নে অর্ন্তভূক্তির পথ প্রশস্ত হবে৷

দীর্ঘ বিলম্বিত নাবুকো নামের পাইপলাইনটি দিয়ে কাস্পিয়ান সাগর ও মধ্যপ্রাচ্য থেকে গ্যাস নিয়ে যাওয়া হবে অস্ট্রিয়ায়৷তিন হাজার তিনশ কিলোমিটার দীর্ঘ সরবরাহ লাইনটি ২০১৪ সালে চালু হবে বলে প্রত্যাশা সবার৷ তিন হাজার একশ কোটি ঘনমিটার গ্যাস পাম্প করার ক্ষমতা সম্পন্ন লাইনটির জন্য সম্ভাব্য খরচ ধরা হয়েছে প্রায় আট হাজার কোটি ইউরো৷ সব ঠিক হলেও কোন্ দেশ থেকে গ্যাস নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি এখনো৷ যদিও ইতোমধ্যে ইরাক, মিশর ও সিরিয়া এ প্রকল্পে গ্যাস সরবরাহ করতে রাজি হয়েছে৷ ধারণা করা হচ্ছে, আজারবাইজান হতে পারে গ্যাসের প্রাথমিক উৎস৷ তা সত্ত্বেও এই পাইপলাইন ইউরোপের বাড়তি চাহিদা পুরোপুরি মেটাতে পারবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা৷

সোমবার সম্পাদিত চুক্তিতে গ্যাস পাইপলাইন বসাতে সম্মত এই দেশগুলোর প্রতিশ্রুত পরিবহণ ও কর বিষয়ক খুঁটিনাটি অর্ন্তভুক্ত ছিল৷ কিন্তু আলোচিত প্রকল্পে সরবরাহ ও অর্থায়নের বিষয় এখনো অমীমাংসিতই রয়ে গেছে৷

প্রকল্পটির জোরদার সমর্থক যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের পরপরই একে স্বাগত জানিয়ে বলেছে, কাস্পিয়ান এলাকা থেকে ইউরোপে গ্যাস নিয়ে যাওয়ার সম্মিলিত স্বপ্ন পূরণের পথে এটি একটি মাইলফলক৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইয়ান কেলি এক বিবৃতিতে অবশ্য বলেন, সামনে আরো কঠিন কাজ রয়ে গেছে৷

তুরস্কের প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোয়ান বলেন, ইইউর জ্বালানি নীতিতে তাঁর দেশ গুরুত্বপূর্ণ অংশীদার৷ শুধু জ্বালানির প্রেক্ষাপট বিবেচনা করলেও তাদের ইইউ এর সদস্য হওয়া উচিত৷

চুক্তি হলেও রাশিয়ার পাল্টা পরিকল্পনা ও রাজনৈতিক দর কষাকষিতে নাবুকো সত্যিই বাস্তবায়িত হবে কিনা তার দিকেই তাকিয়ে আছে সবাই৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ