1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার জামাত নেতার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি প্রসিকিউশন

১৩ জুলাই ২০১১

যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামাতের ৪ নেতার বিরুদ্ধে আগামী ১লা আগষ্ট চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে৷ ব্যর্থ হলে তাদের জামিনের ব্যাপারে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল৷

Four Jamat Leaders of Bangladesh Zulieferer: A H M Abdul Hai Eingestellt am 25. Juli 2010
জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা কামারুজ্জামান ও আব্দুল কাদের মেল্লাছবি: Harun Ur Rashid Swapan

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা কামারুজ্জামান এবং আব্দুল কাদের মেল্লাকে গ্রেফতার করা হয়েছে প্রায় এক বছর হল৷ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউশন টিম এখনো তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত রিপোর্ট দিতে পারেনি৷ আর ট্রাইবুন্যালের আইন অনুযায়ী এক বছরের মধ্যে আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত রিপোর্ট দেয়া না হলে তারা জামিন পেতে পারেন৷

নির্ধারিত মঙ্গলবার এই চার জামাত নেতার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি প্রসিকিউশন৷ আর সেই সুযোগ নেন আসামিদের আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম৷ তিনি ৪ জামায়ত নেতার জামিনের আবেদন জানিয়ে বলেন, আটকের পর প্রায় এক বছর হয়ে গেলেও প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ দাঁড় করাতে পারেনি৷ তাই তাদের জামিন পাওয়া আইনগত অধিকার৷

তবে প্রসিকিউশন জানায়, তাদের একবছরের সময়সীমা পুরোপুরি পার হয়নি৷এখনো কিছুদিন আছে৷ আগামী ১লা আগষ্ট পর্যন্ত সময় দেয় হলে তারা তদন্ত রিপোর্ট জমা দিতে পারবেন৷ এক বছরের সময়সীমার মধ্যেই তা হবে৷ প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জানান, আদালত তাদের আবেদন গ্রহণ করেছেন৷

১লা আগষ্টে জামায়াত নেতাদের জামিন আবেদনেরও শুনানি হবে৷

এদিকে এর আগে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছিলেন, চলতি জুলাই মাসেই যুদ্ধাপরাধীদের ট্রায়াল শুরু হচ্ছে৷ কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তা আর সম্ভব হচ্ছেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ