1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

১ নভেম্বর ২০১১

জামায়াতের চারজন কারাবন্দি নেতা নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান এবং কাদের মোল্লার বিরুদ্ধে আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিলো মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীছবি: Mustafiz Mamun

মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে৷ তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে উত্থাপন করেন প্রসিকিউটর ব্যারিস্টার হায়দার আলি৷ রিপোর্টে তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণ তুলে ধরা হয়৷

প্রত্যেকের বিরুদ্ধেই গড়ে প্রায় ৪শ' পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাক্ষীদের জবানবন্দি সহ অন্যান্য ডকুমেন্ট রয়েছে৷ ট্রাইব্যুনালে এই তদন্ত রিপোর্ট পেশের পর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের জন্য সময় চাইলে, তাদের ৫ই ডিসেম্বরের মধ্যে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেওয়া হয়৷ বিচারপতি নিজামুল হক এ আদেশ দেন৷ অবশ্য প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেন নি৷

এদিকে এই চারজন জামায়াত নেতার পক্ষে আদালতে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম৷ তিনি দাবি করেন, জামাত নেতাদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি প্রসিকিউশন৷ তবুও তাদের জামিন দেওয়া হচ্ছে না৷ আদালত আজও তাদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে৷

অন্যদিকে প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম জানান, তদন্তকারী দল প্রসিকিউশনের কাছে গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে৷ তারা এই তদন্ত রিপোর্ট যথাসময়ে ট্রাইব্যুনালে উত্থাপন করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ