1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার দিনে শেয়ারের দাম বাড়ল নয়গুণ

২৮ জানুয়ারি ২০২১

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মার্কিন ভিডিও গেম বিক্রেতা ‘গেমস্টপ'-এর একটি শেয়ারের দাম ২১ জানুয়ারি ছিল ৪৩.০৩ ডলার (তিন হাজার ৬৫৩ টাকা)৷ সেই শেয়ার ২৭ জানুয়ারি ৩৪৭.৫১ ডলারে (২৯ হাজার ৫০৪ টাকা) বিক্রি হয়েছে৷

GameStop Shop
ছবি: STRF/STAR MAX/IPx/picture alliance

অর্থাৎ মাত্র চারদিনে (মাঝে দুদিন সাপ্তাহিক ছুটি ছিল) গেমস্টপের শেয়ারের দাম বেড়েছে ২৫ হাজার ৮৫১ টাকা৷

একবছর আগে ২০২০ সালের ২৮ জানুয়ারি তাদের শেয়ার দাম ছিল ৪.২১ ডলার (৩৫৭ টাকা)৷

গত ১১ জানুয়ারি তিনজন নতুন পরিচালক নিয়োগের ঘোষণা দিয়েছিল গেমস্টপ৷ সেদিন শেয়ারের দাম ছিল ১৯.৯৪ ডলার (১,৬৯৩ টাকা)৷ এরপর থেকে শেয়ারের দাম বাড়তে শুরু করে৷ এতে মূল ভূমিকা রাখে সামাজিক মাধ্যম ‘রেডিট’-এর চ্যাট ফোরাম ‘ওয়ালস্ট্রিটবেটস’ (reddit.com/r/wallstreetbets/)৷ রিটেল ট্রেডাররা এই ফোরামে বেশ সক্রিয়৷ এই ফোরামের মাধ্যমে রিটেল ট্রেডাররা নিজেরা গেমস্টপের শেয়ার কেনার পাশাপাশি অন্যদেরকেও তা কিনতে উৎসাহ দেন৷ ফলে দিনদিন শেয়ারের দাম বাড়তে থাকে৷

অ্যান্ড্রু লেফটছবি: Brendan McDermid/REUTERS

তবে গেমস্টপের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়া শুরু করে ‘শর্ট-সেলার’ গুরু বলে পরিচিত সিট্রোন রিসার্চ কোম্পানির প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু লেফটের একটি সিদ্ধান্তের পর৷ ২১ জানুয়ারি তিনি জানান যে, তিনি গেমস্টপের বিপরীতে বাজি ধরেছেন৷ এর মানে হচ্ছে, লেফট মনে করছেন গেমস্টপের শেয়ারের দাম শিগগিরই পড়ে যাবে৷ এবং সেখান থেকে তিনি লাভবান হবেন৷ আসলে শর্ট-সেলার মানেই হচ্ছেন এমন এক ব্যক্তি, যিনি ভবিষ্যতে নির্দিষ্ট একটি শেয়ারের দাম পড়ে যাবে, তা ধরে নিয়ে তার কাছে থাকা ঐ শেয়ার বিক্রি করেন৷ এবং আশা করেন, যখন ঐ শেয়ারের দাম পড়ে যাবে তখন তিনি আবার তা কিনবেন৷ অর্থাৎ শেয়ারের দাম পড়বে সেই বাজি ধরেন একজন শর্ট-সেলার৷

এই কৌশল কাজে লাগিয়ে প্রখ্যাত হয়েছেন অ্যান্ড্রু লেফট৷ তাই তিনি যখন গেমস্টপের শেয়ার নিয়ে বাজি ধরেন তখন রেডিটের ওয়ালস্ট্রিটবেটসের রিটেল ট্রেডাররা ক্ষোভে ফেটে পড়েন৷ তারা লেফটকে হুমকি দেয়া শুরু করেন৷ হুমকির বিষয়টি লেফট এফবিআইকে জানিয়েছেন৷

এছাড়া গেমস্টপের শেয়ারের দাম যেন না কমে তার চেষ্টা চালিয়ে যেতে থাকেন ওয়ালস্ট্রিটবেটসের রিটেল ট্রেডাররা৷ ফলে গেমস্টপের দাম বেড়ে বর্তমানের পর্যায়ে এসেছে৷

অ্যান্ড্রু লেফট অবশেষে হার মেনে বুধবার বাজি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন৷

এদিকে রেডিটের ওয়ালস্ট্রিটবেটস ফোরামে এতজন মেসেজ দিচ্ছিলেন যে মডারেটররা কুলিয়ে উঠতে পারছিলেন না৷ তাই ঘণ্টাখানেকের জন্য ফোরামটি শুধু আমন্ত্রিতদের জন্য খোলা রাখা হয়েছিল৷ ঐ সময়টুকুতে গেমস্টপের শেয়ারের দাম ২০ শতাংশ পড়ে গিয়েছিল৷ পরে ফোরামটি সবার জন্য খুলে দেয়া হয়েছে৷

অ্যান্ড্রু লেফটের মতো ওয়াল স্ট্রিটের অনেক বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান গেমস্টপের শেয়ার নিয়ে বাজি (শর্ট পজিশনস) ধরে বিশাল ক্ষতির মুখে পড়েছে৷ গেমস্টপ ছাড়াও এএমসি এন্টারটেইনমেন্ট, কস কর্পোরেশন, ব্ল্যাকবেরির মতো প্রতিষ্ঠান নিয়েও বাজি ধরেছিল ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো৷ এসব বাজিতে হেরে তারা ক্ষতির সম্মুখীন হওয়ায় ওয়াল স্ট্রিটের মূল সূচকগুলোর মান দুই শতাংশের বেশি পড়ে যায়৷

ফলে বিষয়টি বাইডেনের নতুন প্রশাসনের নজরে পড়েছে৷ নতুন নিয়োগ পাওয়া অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনসহ প্রশাসন ‘পরিস্থিতি পর্যবেক্ষণ' করছে বলে জানা গেছে৷

এই ঘটনায় সামাজিক মাধ্যমের পোস্টের কারণে শেয়ারের দাম বাড়া-কমার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক খাতে কর্মরত পেশাদার ব্যক্তিরা৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ