1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার রাজ্যে সিএএ-বিরোধী বিক্ষোভ শুরু

১৩ মার্চ ২০২৪

সিএএ চালু হতেই চারটি রাজ্যে বিক্ষোভ শুরু। তিন বিরোধী-শাসিত রাজ্যে জানালো, তারা সিএএ চালু করবে না।

সিএএ-বিরোধী বিক্ষোভ।
কলকাতায় সিএএ বিরোধী বিক্ষোভের ছবি। ছবি: Subrata Goswami/DW

এর মধ্য়ে আসামে বিক্ষোভ সবচেয়ে তীব্র। আসামে ১৬টি ছোট দল এবং কংগ্রেস মিলে ইউনাইটেড অপোজিশন ফোরাম তৈরি করেছে। তারা মঙ্গলবার একদিনের ধর্মঘট ডেকেছিল।

এছাড়া ছাত্র সংগঠন আসু জানিয়ে দিয়েছে, তারা সিএএ মানবে না। আসু এবং ৩০টি অরাজনৈতিক সংগঠন মিলে সিএএ-র কপি পুড়িয়েছে।

অসমীয়া প্রতিদিনের দিল্লির ব্যুরো চিফ আশিস গুপ্ত ডিডাব্লিউকে জানিয়েছেন, ''বিরোধী রাজনৈতিক দলগুলি, আসু-সহ অন্য সংস্থা এবং জনজাতি সংগঠনগুলি সিএএ-র বিরোধিতা করছে। বিরোধী রাজনৈতিক দলগুলির আপত্তি, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া নিয়ে। আর আসু এবং উপজাতি সংগঠনগুলির বক্তব্য, তারা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়েছে। এই আইনে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেয়া হবে। তাই তারা বিরেোধিতা করছে।''

রাজ্য সরকার কড়া হাতে এই বিক্ষোভের মোকাবিলা করবে বলে জানিয়েছে। তারা ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলিকে নোটিশ দিয়ে বলেছে, কেন তারা ধর্মঘটের ডাক দিয়েছিল। আসাম হাইকোর্টের একটি রায়কে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা হুমকি দিয়েছেন, দরকার হলে ওই রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেয়া হবে।

কলকাতায় মূলত যুবরা সিএএ-বিরোধী বিক্ষোভে অংশ নেয়। ছবি: Subrata Goswami/DW

কলকাতায় মিছিল

মঙ্গলবার কলকাতায় মৌলালির মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত সিএএ-বিরোধী মিছিল বের হয়। সেখানে জনা ষাটেক বিক্ষোভকারী ছিলেন। তারা জানিয়েছেন, আগামী দিনে বিক্ষোভ আরো তীব্র হবে।

মঙ্গলবারের মিছিলে ছাত্র-যুবদেরই বেশি করে দেখা গেছে। বিক্ষোভে যোগ দেয়া মানুষের মুখে শোনা গেছে একটা আশঙ্কার কথা। সেটা হলো, সিএএ-র পর এবার এনআরসি চালু করা হতে পারে।

দিল্লিতে সতর্কতা

দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সিএএ-বিরোধী বিক্ষোভ হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া পুলিশের আশঙ্কা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হতে পারে। তাই তারা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তাছাড়া চার বছর আগে শাহিনবাগে সিএএ ও এনআরসি বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছিল। তার দিকেও নজর রাখা হয়েছে।

চেন্নাইতে বিক্ষোভ

চেন্নাইতে সিএএ-বিরোধী বিক্ষোভ হয়েছে। চেন্নাইতে মূলত ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে। এর মধ্যে বামপন্থি ছাত্র সংগঠনও ছিল।

তিন মুখ্যমন্ত্রীর দাবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর স্ট্যালিন এবং কেরালার পিনারাই বিজয়ন বলেছেন, তারা তাদের রাজ্যে সিএএ রূপায়ণ করবেন না।

এই আইন রূপায়ণ না করার কথা বলে মমতা একটি জনসভায় বলেছেন, ‘‘আপনারা নাগরিকত্ব পাওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন করবেন না। করলে উল্টে নাগরিকত্ব চলে যাবে। আপনাকে বেআইনি অনুপ্রবেশকারী বলবে। আপনার সম্পত্তি কেড়ে নেবে। ওই ফাঁদে খবরদার পা দেবেন না!''

এরপর বিজেপি অভিযোগ করেছে, মমতা মানুষকে ভুল বোঝাচ্ছেন।

স্ট্যালিন বলেছেন, তামিলনাড়ুতে কোনোভাবেই সিএএ রূপায়ণ করতে দেয়া হবে না। কারণ, মুখ্যমন্ত্রী মনে করেন, এই আইন সংবিধান-বিরোধী।

তবে এই আইনের রূপায়ণে রাজ্যের খুব একটা ভূমিকা নেই। মানুষ অনলাইনে পোর্টালে আবেদন জানাতে পারবেন। তারপর তাদের আবেদন বিবেচনা করবেন ভারত সরকারের কর্মকর্তারা।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ