নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে চার নারীকে আটক করার কথা জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী৷ গুলশানে ২২ ব্যক্তি হত্যার ঘটনার জন্য এই সংগঠনকে দায়ী মনে করে সে দেশের সরকার৷
বিজ্ঞাপন
গত পহেলা জুলাই পাঁচ যুবক ঢাকার গুলশানে একটি অভিজাত রেস্তোরাঁয় হামলা চালায়৷ তথাকথিত জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' সেই হামলার দায় স্বীকার করেছে, যদিও সরকার মনে করে, সেটা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জেএমবিই ঘটিয়েছে৷
গুলশানে হামলাকারীদের মধ্যে তিনজন ধনী পরিবারের সন্তান৷ হামলার কয়েকমাস আগে থেকে তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে৷ পুলিশ মনে করে, জেএমবি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেটের' বশ্যতা স্বীকার করে জঙ্গি তৎপরতা বাড়ানোয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে৷
গতরাতে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে অপর এক সন্দেহভাজন জঙ্গির দেয়া তথ্যের ভিত্তিতে, যাকে গতমাসে গ্রেপ্তার করে পুলিশ৷ ব়্যাবের মুখপাত্র মিজানুর রহমান ভুঁইয়া এই বিষয়ে বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ অপরজন ঢাকা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের একজন ইন্টার্ন ছিলেন৷''
গুলশান হামলার পর থেকে এখন অবধি বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে সাতজন নারী৷ এছাড়া গত ২৬ জুলাই ঢাকার কল্যাণপুরে পুলিশ নয় সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করে, যারা গুলশানের মতো আরো হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে৷
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্লগারদের উপর বিভিন্ন হামলায় মাদ্রাসা এবং সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার কথা বলছে গোয়েন্দারা৷ এই নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে
২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি বা এনএসইউ-এর পাঁচ ছাত্র৷ তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়৷ এরা সকলেই ছিল আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য৷
ছবি: DW/Harun Ur Rashid
ধনাঢ্য পরিবারের সন্তানদের মগজ ধোলাই
ধনাঢ্য পরিবারের সন্তানদের ভুলিয়েভালিয়ে দলে নিচ্ছে জঙ্গিরা, এমন ইঙ্গিত দেখা যাচ্ছে৷ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা তাই জঙ্গিবাদ প্রতিরোধের জন্য আগামীতে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে নিয়মিত বৈঠক করার কথাও ভাবছেন৷
ছবি: DW/Harun Ur Rashid
আছে বুয়েটের শিক্ষার্থীরাও
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট-এর ছাত্র মোহাম্মদ নুরউদ্দনি এবং আবু বারাকাত মোহাম্মদ রফকিুল হাসান হাসানকে বুয়েট থেকে বহিষ্কার করে পুলিশে দেয়া হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে৷
ছবি: DW/Harun Ur Rashid
হিযবুত তাহরীরে বিশ্ববিদ্যালয় শিক্ষক
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রধান মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববদ্যিালয়ের আইবিএ-র শিক্ষক ছিলেন৷
ছবি: DW/Harun Ur Rashid
মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছে
কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের কারখানা বলা হতে একসময়৷ সেই বাস্তবতা মুছে যায়নি৷ ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক দু’জন নিজেদের মাদ্রাসার শিক্ষার্থী দাবি করেছেন৷
ছবি: DW/Harun Ur Rashid
সতর্ক পুলিশ
ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং জঙ্গি বিষয়ক বিশেষ সেলের সদস্য সানোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের পর্যবেক্ষণ বলছে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের একাংশ এখন জঙ্গি তৎপরতার দিকে ঝুঁকছে৷ আর যারা অপারেশনে অংশ নিচ্ছে, তারাও বয়সে তরুণ এবং ছাত্র৷''
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
6 ছবি1 | 6
উল্লেখ্য, গত কয়েকবছরে বাংলাদেশে বেশ কয়েকজন নাস্তিক ব্লগার, প্রকাশক এবং মুক্তমনাকে হত্যা করা হয়েছে৷ পৃথক পৃথকভাবে সেসব হত্যাকাণ্ডের অধিকাংশের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেট৷ তবে বাংলাদেশের পুলিশ এবং সরকার বরাবরই বলে আসছে, দেশে কোনো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর তৎপরতা নেই, বরং স্থানীয় জঙ্গিরাই বিভিন্ন হত্যাকাণ্ড ঘটাচ্ছে৷