1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চালু হচ্ছে আর্থ টু স্পেস ফ্লাইট

২৩ অক্টোবর ২০১০

মহাকাশ যাত্রীদের জন্য সুখবর, আর কিছুদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত ফ্লাইট! ভাবছেন এটাও কি সম্ভব? হ্যা, সেই স্বপ্নই দেখছেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন৷

রিচার্ড ব্র্যানসন, পেছনে ভিএসএস এন্টারপ্রাইজছবি: picture-alliance/ dpa

আর তাই শুক্রবার নিউ মেক্সিকো রাজ্যের গভর্নর বিল রিচার্ডসনকে নিয়ে উদ্বোধন করলেন বিশ্বের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চালু নভোযানের৷ সেখান থেকে উড়াল দেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক নভোযান ভিএসএস এন্টারপ্রাইজ৷ আর তাতে করে পৃথিবীর মানুষ নিয়মিত ঘুরে আসবে মহাকাশ থেকে৷

শুক্রবার এই বাণিজ্যিক নভোযানের জন্য নতুন করে একটি রানওয়ে খোলা হয়েছে নিউ মেক্সিকোতে অবস্থিত স্পেসপোর্ট অ্যামেরিকাতে৷ এখান থেকে মহাশুন্যের উদ্দেশ্যে নভোযান পৃথিবী ছেড়ে যায়৷ এর পাশেই নতুন রানওয়েটি চালু করা হয়েছে যেখান থেকে মহাকাশে যাত্রা করবে ভিএসএস এন্টারপ্রাইজ৷

একদিন মহাশুন্যে মানুষের ভীড় বাড়বেছবি: AP/ESA

মার্কিন ধনকুবের রিচার্ড ব্র্যানসন নতুন এই যাত্রা ভীষন খুশি৷ তিনি বলেন, এটা হচ্ছে মহাকাশ যুগের দ্বিতীয় অধ্যায়ের শুরু৷ ভবিষ্যতে এখান থেকে হয়তো নিয়মিতভাবেই মহাকাশে ফ্লাইট চালু হবে এবং বিজ্ঞানী ও নভোচারীরা এই মহাবিশ্বকে আরও বেশি করে চিনতে পারবে৷

নতুন বাণিজ্যিক নভোযান ভিএসএস এন্টারপ্রাইজের ভেতর রয়েছে ছয়টি আসন৷ লম্বায় ১৮ মিটার এই নভোযানটি প্রথম চালু হবে আগামী ২০১২ সালে৷ ইতিমধ্যে এই মহাকাশ যাত্রার জন্য টিকেট বিক্রি শুরু হয়েছে৷ জানা গেছে, গত ২০০৫ থেকেই আগ্রহী নভোযাত্রীরা এজন্য নাম লেখাতে শুরু করেছেন৷ এখন পর্যন্ত ৩৮০ জন সম্ভাব্য যাত্রী ৫০ মিলিয়ন ডলার জমা দিয়েছেন৷ তাই খুব বেশিদিন দুরে নয়, যখন এয়ারলাইন্সগুলোর লন্ডন টু নিউইয়র্ক টিকেটের পাশে শোভা পাবে আর্থ টু স্পেস টিকেটও৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ