বিদ্যুতচালিত যানবাহনের চল বেড়ে চলায় রিচার্জেবল ব্যাটারির জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে লিথিয়ামের চাহিদাও বেড়ে চলেছে৷ এখনো এর জোগানে টান না পড়লেও ভবিষ্যতে এই উপাদান পুনর্ব্যবহার সম্পর্কে ভাবনাচিন্তা চলছে৷
বিজ্ঞাপন
প্রাকৃতিক পরিবেশে লিথিয়াম আলাদা করে চেনার উপায় নেই৷ অন্যান্য উপাদানের সঙ্গেসেটি মিশে থাকে৷ কারণ লিথিয়ামের এক অভিনব বৈশিষ্ট্য হলো, সেটির মধ্যে একটি আলগা ইলেকট্রন রয়েছে৷ লিথিয়াম সানন্দে সেটি বিকিরণ করে৷ সেটিকে বিচ্ছিন্ন করা অত্যন্ত কঠিন৷
দক্ষিণ অ্যামেরিকায় বিষয়টি একেবারে অন্যরকম৷ বিশ্বের সম্পদের অর্ধেকের বেশি সেখানেই সঞ্চিত রয়েছে৷ হ্রদের সাদা ক্রাস্ট বা স্তরের নীচে লবণের সঙ্গে সংযুক্ত থাকে লিথিয়াম৷ ফলে সেটি আলাদা করা সহজ৷ পাম্পের মাধ্যমে হ্রদের পানি তুলে বাষ্পীভূত করা হয়৷ শেষে লিথিয়াম ভরা অবশিষ্ট অংশ থেকে যায়৷ কিছু বিষাক্ত রাসায়নিক পদার্থের মধ্য থেকে লিথিয়াম আলাদা করা হয়৷ তবে আরও একটি সমস্যা রয়েছে৷ পাম্পের মাধ্যমে হ্রদ থেকে লবণাক্ত পানি তোলার সময় শুকনো এলাকার ভূগর্ভস্থ পানিও সরে যায়৷ ফলে মাঝারি আকারের গাড়ির একটি ব্যাটারি তৈরির জন্য প্রায় ১২ হাজার লিটার পানি নষ্ট হয়৷
সাবধান! মাইক্রো ব্যাটারি: শিশুকে দূরে রাখুন
দেখতে কয়েনের মতো ছোট চকচকে আর আকারে লজেন্সের মতোই ছোট৷ শিশুরা হাতের কাছে সেটা পেলেই চট করে মুখে ঢুকিয়ে দেয়৷ এমনটা হলে কিন্তু তার ফল ভয়ঙ্কর হতে পারে! হ্যাঁ, বলছি মাইক্রো ব্যাটারির কথা!
ছবি: SJ-Bild/Leopold Stübner SJ
ইলেকট্রিক খেলনা
ইলেকট্রিক খেলনাগুলোতে কী সুন্দর আলো জ্বলে, কত্তো রকমের শব্দ করে, যা বাচ্চাদের খুবই প্রিয়৷ তবে আগে ইলেক্ট্রিক খেলনায় বড় সাইজের ব্যাটারি ব্যবহার করা হতো৷ তবে আজকাল থাকে পাতলা বোতামের মতো খুবই ছোট মাইক্রো ব্যাটারি৷ তাই ফেডারেল ইন্সটিটিউট ফর রিস্ক অ্যাসেসমেন্ট-এর এ বিষয়ে সতর্কবাণী– ইলেকট্রিক পার্টস গিলে ফেললে এবং তা শ্বাসনালীতে ঢুকে গেলে শিশুর স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে৷
ছবি: Fotolia/somenski
আশঙ্কা বাড়ছে জার্মানিতে
ব্যাটারির কারণে দুর্ঘটনা বেড়েছে অ্যামেরিকায়৷ দুর্ঘটনার হার আগের তুলনায় দ্বিগুণ বলে জানান কলম্বাস নেশনওয়াইড শিশু হাসপাতালের গবেষকরা৷ তবে এই আশঙ্কা কিন্তু জার্মানিতেও রয়েছে৷ কারণ, শিশুদের খেলনায় মাইক্রো ব্যাটারির ব্যবহার দিনদিন বাড়ছে এবং জার্মানিতেও ডাক্তারদের এসব সমস্যার মোকাবেলা হতে হচ্ছে৷ এ তথ্য জানান, জার্মানির শিশু-কিশোরদের রোগ বিষয়ক অ্যাসোসিয়েশনের ড. হ্যারমান ইয়োসেফ কাল৷
ছবি: picture-alliance/C. Hardt
ব্যাটারি গিলে ফেললে যা হতে পারে
এরকম ব্যাটারি যদি শিশুর খাদ্যনালী বা পেটে চলে যায় তাহলে মারাত্মক সমস্যা করতে পারে৷ ভেতরে পুড়ে গিয়ে কোষের ক্ষতি কিংবা রক্তক্ষরণও হতে পারে৷ গলায় আটকে গেলে ক্রনিক ইনফেকশন থেকে ফুসফুস ইনফেকশনও হতে পারে৷
ছবি: CC/Roxeteer
শঙ্কার কারণ শিশুদের জানার আগ্রহ
শিশুরা হাতের কাছে যা পায় সেটাই মুখে দেয়, না হয় ভেঙেচুরে দেখতে চায় ভেতরে কী আছে৷ ওষুধ বা ছুরির মতো ধারালো জিনিস যেন শিশুর হাতের কাছে না থাকে, সে ব্যাপারে বড়রা সবসময়ই সতর্ক থাকেন৷ তবে ব্যাটারিও কিন্তু এসবের চেয়ে কম বিপজ্জনক নয়!
ছবি: picture-alliance/OKAPIA/S. Cropp
সন্দেহ হলে...
যদি মা-বাবার মনে হয় শিশুসন্তান ব্যাটারি গিলে ফেলেছে, তাহলে সাথে সাথেই হাসপতালে চলে যেতে হবে৷ কারণ, সেই সময় কিন্তু প্রতিটি মিনিটি মহামূল্যবান৷ অনেক সময় বড়রা খেয়াল না করার কারণে তাঁদের সামনেও শিশুরা এ কাজটি করে থাকে৷ এরকম সন্দেহ হলে বা শিশু অস্বাভাবিক আচরণ করলে দেরি না করে হাসপাতালে চলে যাওয়াই উত্তম বলে মনে করেন ডা. কাল৷
ছবি: DW/G. Fashutdinow
প্রথমেই এক্সরে
হাসপাতালে নেয়ার পর এক্সরে-তে ব্যাটারি দেখা গেলে এন্ডোস্কপির মাধ্যমে ব্যাটারি বের করে ফেলা সম্ভব৷
ছবি: Gennadiy Poznyakov - Fotolia.com
সতর্কতা
ছোট শিশুরা হাতের সামনে যা পায় সেটাই মুখে দেয়৷ কাজেই এক্ষেত্রে সতর্কতার কোনো বিকল্প নেই৷ তাছাড়া শিশুর খেলনা কেনার সময় খেয়াল রাখতে হবে ছোট ব্যাটারি নয়, বড় ব্যাটারি ব্যবহারের ব্যবস্থা যেন থাকে৷ আর তা না হলে যেন অন্তত ব্যাটারি খোলার জন্য স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হয়, যাতে শিশু নিজে সেটা খুলতে না পারে৷
ছবি: SJ-Bild/Leopold Stübner SJ
7 ছবি1 | 7
লিথিয়াম রিচার্জেবল ব্যাটারির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ৷ বেশিরভাগ ক্ষেত্রে এশিয়া মহাদেশে ব্যাটারি সেল তৈরি হয়৷ মাঝারি আকারের ইলেকট্রিক গাড়ির জন্য প্রায় ছয় কিলো লিথিয়ামের প্রয়োজন হয়৷ এভাবে লিথিয়িম আমাদের রাজপথে এসে পড়ে৷ লিথিয়াম ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে যায় বলে গাড়ি এগোতে পারে৷ চার্জ করলে আবার সেগুলি যথাস্থানে ফিরে আসে৷ কোনো এক সময়ে লিথিয়াম সেই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে গাড়ির জন্য সেই ব্যাটারি অত্যন্ত দুর্বল হয়ে যায়৷
তবে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানী থেকে উৎপাদিত বিদ্যুৎ ধরে রাখা ও কাজে লাগানোর জন্য প্রায় ৮০ শতাংশ ক্ষমতাই যথেষ্ট৷ ফলে সূর্যের আলো না থাকলে এবং বাতাস না বইলেও বিদ্যুৎ হারিয়ে যায় না৷ কিন্তু কোনো এক সময়ে সব রিচার্জেবল ব্যাটারি নষ্ট হয়ে যায়৷ তখন কি লিথিয়াম নিষ্কৃতি পেতে পারে?
ব্যাটারিকিন্তু পুনর্ব্যবহার করা যায়৷ তবে পুরানো লিথিয়ামের নাগাল পেতে হলে অনেক জ্বালানী ও রাসায়নিক পদার্থের প্রয়োজন পড়ে৷ দক্ষিণ অ্যামেরিকা থেকে লিথিয়ামের জোগানের এখনো কোনো অভাব না থাকায় বর্তমানে রিসাইক্লিং করার প্রয়োজন দেখা যাচ্ছে না৷