ড্রু বিনস্কি একজন পর্যটক৷ তিনি বেড়াতে ভালোবাসেন এবং বেড়াতে গিয়ে নানা মজার ও ভিন্ন ধরনের ভিডিও প্রতিবেদন করেন৷ ভারতের কোচিতে গিয়ে এমনই এক দম্পতির কথা তুলে ধরেছেন, যা এখন ভাইরাল৷
বিজ্ঞাপন
ড্রু ভারতীয় চায়ের ভক্ত৷ কোচিতে ঘুরতে গিয়ে এক সাধারণ চায়ের দোকানে যান চা খেতে৷ ‘শ্রী বালাজি কফি হাউজ’ নামের ঐ দোকানটি চালান সত্তরোর্ধ্ব এক দম্পতি৷ তাঁরা হলেন বিজায়ান এবং মোহনা৷ এই দম্পতির জীবনকাহিনি তুলে ধরেছেন ড্রু৷ ৫৫ বছর আগে বিশ্ব ভ্রমণের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন বিজায়ান৷ তখন পুঁজি ছিল ভীষণ কম৷ তাই রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন৷ এর ১০ বছর পর বিয়ে করেন মোহনাকে৷ বিজায়ানের স্বপ্নের সঙ্গে মোহনার স্বপ্নও যুক্ত হয়৷ ফলে এই দম্পতির পথচলাটা সহজ হয়েছে৷ গত কয়েক দশক ধরে প্রতিদিন তিনশ’ টাকা করে সঞ্চয় করেছেন এই দম্পতি৷ উদ্দেশ্য– বিদেশ ভ্রমণ৷ ব্যাংক থেকে ঋণ এবং জমানো অর্থ দিয়ে এ পর্যন্ত ২৩টি দেশ ঘুরেছেন তাঁরা৷ প্রতিবার ঘুরতে যাওয়ার পরের তিন বছর তাঁরা ব্যাংকের ঋণ শোধ করেন৷ ইউরোপ থেকে লাতিন অ্যামেরিকা, এমনকি যুক্তরাষ্ট্র সফর করেছেন, কিন্তু এখনো ভ্রমণের স্বপ্ন শেষ হয়নি তাঁদের৷
ড্রু মনে করেন, এই দম্পতির কাহিনি ভ্রমণে সবাইকে উৎসাহ দেবে, যাঁরা মনে করেন স্বপ্ন পূরণের ক্ষেত্রে অর্থ একটা বিরাট বাধা৷ তাঁর ফেসবুক পাতায় গত সপ্তাহে ভিডিওটি পোস্ট করেন ড্রু বিনস্কি৷ খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এটি৷ এক সপ্তাহে এটি দেখা হয়েছে ৮৮ লাখ বার৷ ১ লাখ ৫৫ হাজার বার শেয়ার হয়েছে৷
এপিবি/এসিবি
শিশুদের জন্য ‘চা’ পান কেন উপকারী
শীতকালে ‘চা’ শরীর গরম করে আর গরমকালে শরীর ও মনকে করে তরতাজা৷ তাছাড়াও কিছু ভেষজ চা শরীরের ব্যথা কমাতেও ভূমিকা রাখে৷ তবে তা কিন্তু শুধু বড়দের ক্ষেত্রে নয়৷ শিশুরাও যে ‘চা’ পান করে উপকার পেয়ে থাকে, তা জেনে নিন ছবিঘর থেকে৷
ছবি: Colourbox
পেট ব্যথা
শিশুদের চা পান করার কথা শুনলে একটু অন্যরকম লাগে বৈকি৷ তবে জার্মান বিশেষজ্ঞরা বলছেন, চা শিশুদের জন্য উপকারী, বিশেষ করে পেট ব্যথা বা পেটের গোলমাল হলে৷
ছবি: picture-alliance/dpa
যখন মায়ের দুধই যথেষ্ট
একেবারে বেবি অবস্থায় শিশুদের জন্য মায়ের দুধই যথেষ্ট৷ তবে যখন থেকে শিশু শক্ত খাবার খাওয়া শুরু করে তখন থেকে নাকি চা পানও করতে পারে ওরা৷ অবশ্য সব চা নয়! জানান জার্মানির বন শহরে পুষ্টি বিষয়ক প্রতিষ্ঠানে কর্মরত আন্টিয়ে গাল৷
ছবি: Imago/Westend61
মৌরি চা
এই চা বড়দের যেমন উপকার করে, তেমনি উপকার দেয় শিশুদেরও৷ শিশুরা পেট ব্যথা বা পেটের অস্বস্তির কথা বলতে পারে না, ফলে তারা প্রায়ই কান্নাকাটি করে৷ এক্ষেত্রে ওদের মৌরি চা দেওয়া যেতে পারে৷ খাওয়ার পর পেটে বায়ু হওয়া বা পেট ব্যথা শান্ত করতে মৌরি চা বেশ উপকারী৷
ছবি: Colourbos/Sunny Forest
মোরি চা তৈরির নিয়ম
উপ-মহাদেশে খাওয়া-দাওয়ার পর সামন্য মৌরি দানা খাওয়ার কথা আমাদের সকলেরই জানা, তাই না? হ্যাঁ, মৌরি দানায় রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় তেল৷ তাই শিশুদের জন্য মৌরি চা তৈরির সময় সম্ভব হলে দানাগুলো একটু ভেঙে দিলে তেলটুকু বের হতে পারে৷ একমাত্র তবেই যে পুরো উপকারটুকু পাওয়া যায়!
ছবি: DW/Nurunnahar Sattar
ক্যামেলিয়া চা
সংক্রমণ দমনকারী ফুল ক্যামেলিয়া৷ তাই এই ফুলের তৈরি চা-ও শিশুদের পেট ঠান্ডা রাখে৷ তাছাড়া শরীরের কোথাও ফুলে গেলে বা চোট পেলে, ঠান্ডা চায়ের পাতা সেখানে লাগালে উপকার পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa/imageBROKER
ফুটন্ত পানি
শিশুদের শরীর যেহেতু পূর্ণবিকশিত নয়, সে কারণেই শিশুদের চা তৈরির ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হবে৷ ফুটন্ত পানি সব জীবাণু ধ্বংস করে ফেলে বলে চা তৈরির পানি পুরোপুরি ফোটাতে হবে৷ আর চা ঠান্ডা করতে হলে, গরম চায়ে খানিকটা ‘ফুটন্ত’ ঠান্ডা পানি মিশিয়ে নেবেন৷ তাহলেই হবে৷
ছবি: picture-alliance/Okapia/U. Sapountsis
কালো বা গ্রিন টি
বড়রা সাধারণত যে চা বেশি পান করেন, অর্থাৎ কালো বা ব্ল্যাক টি শিশুদের পান করা উচিত নয়৷ এছাড়াও গ্রিন টি, বিশেষ করে সুগন্ধী দেওয়া চা শিশুর জন্য একেবারেই ভালো নয়৷
ছবি: picture-alliance/dpa/imageBROKER
শিশুদের চা
জার্মানিতে অবশ্য শিশুদের জন্য আলাদা ‘চা’ রয়েছে৷ শিশুর জন্মের পর পানির বদলে শিশু চিকিৎসকরা সেই চা-ই পান করানোর পরামর্শ দিয়ে থাকেন৷