1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসাক্ষেত্রেও মাদকের প্রয়োগ সম্ভব

২০ ফেব্রুয়ারি ২০২৩

ড্রাগ বা মাদককে আমরা চরম ক্ষতিকর পদার্থ হিসেবেই চিনি৷ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের নজরদারির মধ্যে ওষুধ হিসেবে মাদকের প্রয়োগ অবসাদ বা উদ্বেগ দূর করতে সাহায্য করতে পারে৷

আন্দ্রেয়া ইয়ুঙ্গাবের্লে (ফাইল ফটো)
আন্দ্রেয়া ইয়ুঙ্গাবের্লে (ফাইল ফটো)ছবি: Alexandra Ward/MIND Foundation

মাদক সেবন করলে পার্টি যেন আরও জমে ওঠে৷ অনেকে মাদক ছাড়া উদ্দাম নৃত্যের তালে গা ভাসিয়ে দেবার কথা ভাবতেই পারে না৷ সেই অবস্থায় তারা নিজেদের কাঙ্ক্ষিত ও আকর্ষণীয় মনে করে, ভোরবেলা পর্যন্ত নাচের শক্তি পায়৷

অন্যদিকে মাদক কিন্তু রোগও নিরাময় করতে পারে৷ ড. আন্দ্রেয়া ইয়ুংআবারলে চিকিৎসায় সাইকেডেলিক পদ্ধতি প্রয়োগের একজন প্রবক্তা৷ অর্থাৎ থেরাপির সময় মাদক দিয়ে রোগীদের আচ্ছন্ন করতে চান তিনি৷ এমন প্রয়োগের দৃষ্টান্ত দিতে গিয়ে ড. ইয়ুংআবারলে বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের অন্যান্য কিছু অংশে থেরাপির টুল হিসেবে এখন এর ব্যবহার হচ্ছে৷ আমরা অবসাদ, উদ্বেগ, পোস্টট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ওসিডি-র মতো সমস্যার ক্ষেত্রে সাইকোথেরাপির অংশ হিসেবে সেটি প্রয়োগ করছি৷ আসক্তির চিকিৎসার কিছু অংশেও এই কৌশল কাজে লাগছে৷''

অবসাদ, এমনকি আসক্তির মোকাবিলা করতে মাদকের ব্যবহার কতটা গ্রহণযোগ্য? ইয়ুংআবারলে বার্লিনে নিজের চেম্বারে কেটামিন নামের পদার্থ প্রয়োগ করছেন৷ হাসপাতালে অ্যানেস্থেসিয়া ও এমারজেন্সি বিভাগে এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়৷ রোগীকে অজ্ঞান করতে বা রোগীর ব্যথা কমাতে সেটি প্রয়োগ করা হয়৷

চিকিৎসায় মাদকের সদ্ব্যবহার

04:15

This browser does not support the video element.

শরীরে কেটামিন প্রবেশ করলে হ্যালুসিনেশন বা বিভ্রমের কারণে পার্টিতেও এই ওষুধের চাহিদা রয়েছে৷ কিন্তু অজ্ঞান হবার আশঙ্কার কারণে সেটি অত্যন্ত বিপজ্জনক৷ কিন্তু ডিপ্রেশন বা অবসাদ মোকাবিলায় সাইকোথেরাপির ক্ষেত্রে কেটামিন ইতিবাচক অবদান রাখতে পারে৷ ড. আন্দ্রেয়া ইয়ুংআবারলে বলেন, ‘‘এই পদার্থ মনকে অসাধারণ এক পর্যায়ে নিয়ে যায়৷ তখন নানা ধরনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে যায়৷ সিউডো হ্যালুসিনেশন বা আপাত বিভ্রম সৃষ্টি হয়৷ অর্থাৎ মানুষ নিসর্গ, অন্য মানুষ বা স্মৃতিভাণ্ডারের অন্য কোনো বিষয় সম্পর্কে অত্যন্ত জোরালো অন্তরের উপলব্ধি জেগে ওঠে৷''

মস্তিষ্কের যে অংশ দেখা ও শোনার দায়িত্ব পালন করে, কেটামিনের মাধ্যমে সেগুলি আরও নিবিড়ভাবে পরস্পরের কাছাকাছি চলে আসে৷ তখন পরিবেশের অতি ক্ষুদ্র বিষয় সম্পর্কে উপলব্ধি জোরালো হয়ে ওঠে৷

কিন্তু এমন পদার্থ সেবন করলে নেতিবাচক প্রভাবও পড়তে পারে৷ তখন আচমকা আতঙ্ক বা প্যারানয়া জেগে উঠতে পারে৷ সে কারণে থেরাপির সময় সেটির প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা বজায় রাখা হয় ও উপযুক্ত পরামর্শ নেওয়া হয়৷ ড. ইয়ুংআবারলে মনে করিয়ে দেন, ‘‘পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো কার্যকর ওষুধ নেই৷ যখনই কোনো কার্যকর ওষুধ ব্যবহার করা হয়, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবেই৷ অন্তত কিছু মানুষের ক্ষেত্রে তো বটেই৷ দুটি ঘটনা ঘটতে পারে৷ একটি হলো উচ্চ রক্তচাপ, অন্যটি চোখের মধ্যে ইন্ট্রাসেলুলার প্রেশার বা অন্তঃকোষীয় চাপ৷ সে কারণে যে সব মানুষের গ্লুকোমা আছে, তাদের এভাবে চিকিৎসা করা হয় না৷''

একাধিক গবেষণা অনুযায়ী কেটামিন নিউরোপ্লাস্টিসিটির উন্নতি করে৷ অর্থাৎ মস্তিষ্কের পরিবর্তন ও স্পন্দনের সঙ্গে মানিয়ে নেবার ক্ষমতা আরও উন্নত হয়৷ তাছাড়া এই পদার্থ মস্তিষ্কের অতি উত্তেজিত রিসেপ্টরগুলির রাশ টানে৷ ফলে ডিপ্রেশনের লক্ষণ কমে যায়৷

প্রচলিত অ্যান্টি ডিপ্রেশন ওষুধের তুলনায় কেরাটিন আরও দ্রুত কার্যকর হয়৷ প্রায়ই একবার মাত্র চিকিৎসার পরে রোগীরা ভালো বোধ করেন৷ ড. আন্দ্রেয়া ইয়ুংআবারলে বলেন, ‘‘আমরা সাধারণত একের পর এক সেশনে কেটামিন প্রয়োগ করি না৷ মাঝে বেশ কয়েক সপ্তাহ সময় রেখে সেটি কার্যকর হতে দেই৷ কারণ বিরতির সময়েও কিন্তু থেরাপি চলে৷ দৈনন্দিন জীবনযাত্রার সময়েও থেরাপি চলতে থাকে৷ পাঁচ থেকে ছ'টি সেশনের পর কারও উন্নতি হয়েছে লক্ষ্য করলেই আমরা চিকিৎসার পরের পর্যায় শুরু করি৷ তখন মানুষকে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় আবার ফেরত পাঠানো হয়৷''

আন্দ্রেয়া ইয়ুংআবারলের মতে, ৭০ থেকে ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রে কেটামিন সেশন কার্যকর হয়৷ থেরাপির পর তাঁর রোগীরা অবসাদ বা উদ্বেগ ছাড়াই আবার স্বাভাবিক জীবন ফিরে পান৷

কিয়র্স্টিন শুমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ