1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিনজন

৬ অক্টোবর ২০২০

২০২০ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী৷ তাদের একজন কৃষ্ণ গহবর নিয়ে গবেষণা করেছেন আর অন্য দুজনের বিষয় ছিল গ্যালাক্সি৷

ছবি: Youtube/Nobel Prize

পদার্থ বিজ্ঞানে নোবেল পাওয়া এই ত্রয়ী হলেন যুক্তরাজ্যের রজার পেনরোস, জার্মানির রাইনহার্ড গেনজেল এবং যক্তরাষ্ট্রের আন্দ্রেয়া ঘেজ৷ এরমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রজার পেনরোস গবেষণা করেছেন কৃষ্ণ গহবর নিয়ে৷ তিনি দেখিয়েছেন আপেক্ষিকতার সাধারণ তত্ত্বই কৃষ্ণ গহবর গঠনে ভূমিকা রেখে চলছে৷ নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেকটাই পাবেন তিনি৷

পদার্থে নোবেল পুরস্কারের বাকি অর্থের অর্ধেক পাবেন জার্মানির মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্স-এর গবেষক রাইনহার্ড গেনজেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ঘেজ৷ তারা দুজন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারি এক ধরনের বস্তু (সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট) আবিষ্কার করেছেন৷

এদিকে মানবদেহে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তের গবেষণা করে নোবেল পেয়েছেন দুই অ্যামেরিকান ও একজন ব্রিটিশ বিজ্ঞানী, যার মধ্য দিয়ে সোমবার থেকে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়৷

চিকিৎসায় নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীছবি: Niklas Elmehed/Nobel Media

২০২০ সালে চিকিৎসায় নোবেল বিজয়ী এই তিন বিজ্ঞানী হলেন হার্ভে জে অ্যালটার, চার্লস এম. রাইস ও  মাইকেল হটন৷ হার্ভে জে অ্যালটার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ আর চার্লস এম. রাইস আছেন নিউইয়র্কের রকফেলার ইউনিভার্সিটিতে৷ তারা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক৷ অন্যদিকে ব্রিটিশ নাগরিক মাইকেল হটন বর্তমানে ক্যানাডার ইউনিভার্সিটি অব আলবার্টাতে কর্মরত৷

সুইডেনের ক্যারোলিন্সকা ইন্সটিটিউটে সোমবার নোবেল কর্তৃপক্ষ তাদের নাম ঘোষণা করে৷ বিচারকরা বলেছেন, মানবদেহের রক্তে জন্ম নেয়া হেপাইটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে অবদানের স্বীকৃতি এটি৷

এই তিন গবেষকের কারণেই জটিল রক্ত পরীক্ষার মাধ্যমে এখন ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে৷ এ কারণে বিশ্বের অনেক দেশে রোগটি নিয়ন্ত্রণও সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছে কমিটি৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখনো বিশ্বে ৭০ লাখ মানুষ হেপাটাইটিস সি আক্রান্ত, চার লাখ মানুষ প্রতি বছর প্রাণ হারাচ্ছেন এই রোগে৷ হেপাটাইটিস সি কিডনি প্রদাহ আর ক্যান্সারেরও প্রধান কারণ৷

এফএস/এসিবি (দ্য নোবেল প্রাইজ)

গতবছর ১৩ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ