চিকিৎসায় নোবেল পেলেন দুই করোনা ভ্যাকসিন গবেষক
২ অক্টোবর ২০২৩সোমবার নোবেল কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়৷
এই দুই বিজ্ঞানীর গবেষণা করোনা মহামারি মোকাবিলায় এমআরএনএ ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
নোবেল কমিটির জুরি বোর্ড জানায়, মানব ইতিহাসে স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি, অর্থাৎ, করোনা ভাইরাসের টিকা তৈরিতে এই দুই বিজ্ঞানী ব্যাপক অবদান রেখেছেন৷
২০১৯ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর সারাবিশ্বে লাখ লাখ মানুষ মারা যায়৷ সেসময় সংকট মোকাবিলায় ভ্যাকসিনের আবিষ্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ মহামারি শুরুর কয়েক মাস পর বহুল আকাঙ্খিত ভ্যাকসিন তৈরির ঘোষণা দেয় ফাইজার এবং মডার্না৷
যদিও চিকিৎসা বিজ্ঞানের যেই খাতে তারা অবদান রেখেছেন, সেটি ২০০৫ সালের, তবে তাদের এই উদ্ভাবনের ফলে ফাইজার ওবং মডার্না প্রথমবারের মতো ভ্যাকসিন আবিষ্কার করে৷ আর করোনা টিকা হিসেবে তা বিশ্বের মানুষের জীবন বাঁচাতে গুরুক্বপূর্ণ অবদান রাখে৷
দুই দেশের এই দুই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে প্রযুক্তিটির বিকাশে গবেষণা সম্পন্ন করেছেন৷
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷
উল্লেখ্য, সোমবার থেকে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। সোমবার প্রথম দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল পরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ধাপে ধাপে ৬টি বিভাগে ৬ দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।
সূচি অনুযায়ী, আগামীকাল ৩ অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞান ও ৪ অক্টোবর বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।
আরআর/এসিবি (এএফপি)