1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসায় বার্লিন প্রাচীর

মারিয়া লেসার/জেডএইচ২৭ জানুয়ারি ২০১৫

বার্লিন প্রাচীর পতনের ফলে ভাগ্য খুলেছে পূর্ব জার্মানির অনেক বিজ্ঞানী ও গবেষকের৷ তাঁদেরই একজন স্টেফেন মিৎসনার৷ প্রাচীর পতনের কারণে তিনি গবেষণার যে সুযোগ পেয়েছেন তা থেকে উপকৃত হচ্ছেন বিশ্বের অনেক রোগী৷

Bildergalerie Mauerkunst
ছবি: Lars Wendt

রস্টক বিশ্ববিদ্যালয় হাসপাতালে কাজ করেন কিডনি বিশেষজ্ঞ ডা. স্টেফেন মিৎসনার৷ সাবেক পূর্ব জার্মান আমলে তিনি সেখানেই পড়ালেখা করেছেন৷ তিনি বলেন, ‘‘বার্লিন প্রাচীর পতনের আগেও আমরা এখানকার ইন্টারনাল মেডিসিন বিভাগের মূল গবেষণা কেন্দ্রে কাজ করেছি৷ কিডনি সংক্রান্ত রোগ, ডায়ালিসিস ও প্রতিস্থাপনের জন্য এই হাসপাতালের সুনাম ছিল আগে থেকেই৷ সেজন্য আমার মতো শিক্ষার্থীরা এখানে পড়তে আসতো৷''

‘সোমবারের বিক্ষোভ'-এর একটি ঐতিহাসিক ছবি...ছবি: picture alliance / dpa-Zentralbild (ADN)

প্রাচীরের যখন পতন হয় তখন ছাত্র ছিলেন মিৎসনার৷ হাসপাতালের ভেতর পরিবর্তনের ততটা লক্ষণ না থাকলেও বাইরের পরিবেশটা অন্যরকম ছিল বলে জানান তিনি৷

লাইপশিসের ‘সোমবারের বিক্ষোভ'-এর আদলে রস্টকেও সেসময় বিক্ষোভ হয়েছিল৷ মিৎসনার সহ অন্য শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন৷ তাঁদের মূল লক্ষ্য ছিল রস্টকে অবস্থিত সাবেক পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশ স্টাসি-র সদরদপ্তর৷ স্টাসি সদস্যরা বিক্ষোভের ছবি ও ভিডিও তুলেছিলেন৷ শিক্ষার্থীরা সেটা না জানলেও বুঝতে পারছিলেন যে, তাদের কেরিয়ার হুমকির মুখে৷

প্রাচীর পতনের ঘটনা মিৎসনারের ভাগ্য খুলে দিয়েছিল৷ তিনি তাঁর পরিবারের সঙ্গে এক হচে পেরেছিলেন৷ এছাড়া কৃত্রিম লিভার নিয়ে আরও গবেষণা করার সুযোগ পেয়েছিলেন৷ তৎকালীন পশ্চিম জার্মানিতে তিনি এ বিষয়ে একটি আলোচনা-সভায় যোগ দেয়ার সুযোগ পেয়েছিলেন৷

সেখান থেকে পাওয়া তথ্য এবং আরও গবেষণা শেষে মিৎসনার ও তাঁর সহকর্মীরা কয়েক বছর আগে একটি কৃত্রিম লিভার তৈরি করেন, যেটা রক্তে থাকা বিষাক্ত উপাদান পরিষ্কার করে৷ সারা বিশ্বের লিভার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রীদের বাঁচাতে এই ডিভাইসটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে৷ বিজ্ঞানীরা এখন রক্ত পরিষ্কারের আরও একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন, যেটা বিষযুক্ত রক্ত পরিষ্কার করবে৷ এক্ষেত্রে প্রথম পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে৷

বার্লিন প্রাচীরের পতন ছাড়া নিজের গবেষণা নিয়ে এতদূর আসতে পারতেন না, বলে মনে করেন মিৎসনার৷ অর্থাৎ পরিবর্তনটা তাঁর জন্য ছিল একটা নতুনের শুরু৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ