1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাড়া মহল্লাতে আইসোলেশন সেন্টার

পায়েল সামন্ত কলকাতা
৬ মে ২০২১

ভোট শেষ হতেই কোভিড রুখতে সক্রিয়তা বাড়ল প্রশাসনের৷ করোনা রোগীদের চিকিৎসা-সংকট মেটাতে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷ হাসপাতালের উপর চাপ কমাতে পাড়ায় পাড়ায় তৈরি হবে আইসোলেশন সেন্টার‍৷

Indien Westbengalen Isolationszentrum für Covid-19 Patienten
ছবি: Payel Samanta/DW

দেশের বাকি অংশের মতো পশ্চিমবঙ্গেও ঝড়ের গতিতে নতুন সংক্রমণ বাড়ছে৷ বেডের সংখ্যা বাড়িয়েও রোগীর চাপ সামলাতে নাজেহাল হাসপাতালগুলি৷ তাই ভোটের ফল ঘোষণার পর থেকেই করোনা পরিস্থিতি মোকাবিলায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কোভিড মোকাবিলার নয়া নির্দেশিকা নেওয়া হয়েছে৷ নির্দেশিকা অনুযায়ী, সকালে ৭টা থেকে ১০টা, বিকেলে ৫টা থেকে ৭টা বাজার খোলা থাকবে৷ বৃহস্পতিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ৷ সরকারি গণপরিবহণ ও মেট্রো রেল ৫০ শতাংশ চলবে৷ ব্যাঙ্ক খোলা থাকবে দুপুর দুটো অবধি৷ আপাতত এই আংশিক লকডাউন চলবে৷ পূর্ণাঙ্গ লকডাউনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

ডা. সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

This browser does not support the audio element.


হাসপাতালের চাপ কি কমবে?


চিকিৎসা প্রতিষ্ঠানের উপর চাপ কমাতে এ বার হাসপাতালের বেড শুধু গুরুতর করোনা রোগীদের জন্যই ব্যবহৃত হবে৷ বাকি করোনা রোগীদের চিকিৎসায় পাড়ায় পাড়ায় আইসোলেশনে সেন্টার তৈরির নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ এই সেন্টারগুলিতে অক্সিজেন পরিষেবা থাকা আবশ্যক৷ পাশাপাশি শ্বাসকষ্টে ভোগা সন্দেহভাজন করোনা রোগীদেরও চিকিৎসার ব্যবস্থা করা হবে এই আইসোলেশন সেন্টারে৷ নির্দেশিকায় বলা হয়েছে, এ ধরনের কমিউনিটি সেন্টারের দায়িত্ব স্বেচ্ছাসেবী সংস্থা বা আবাসিক কমিটিকে দেওয়া হবে৷ আক্রান্তদের দেখভালের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে৷ অক্সিজেনের মাত্রা ৮৬ শতাংশের নীচে গেলেই হাসপাতালে স্থানান্তর করার বিষয়টিও তালিকায় অন্তর্ভুক্ত থাকছে৷ পাশাপাশি উপসর্গ মৃদু থেকে মাঝারি, অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ বা তিন দিন জ্বর না থাকলেই ছুটি৷ 
করোনা আটকাতে রাজ্য সরকারের এই পদক্ষেপ যে সদর্থক হতে পারে, সে ব্যাপারে আশাবাদী বেলেঘাটা আইডি হাসপাতালের কমিউনিটি মেডিসিনের ডাঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, “অনেক ক্ষেত্রেই যার প্রয়োজন নেই, এ রকম মানু্ষও একটা গুরুত্বপূর্ণ বেড দখল করে রাখছেন নিছক আতঙ্কে৷ মানুষ যদি নিশ্চিত হয়ে যান যে তিনি অক্সিজেন পাবেন, গুরুতর সমস্যা হলে ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ আছে, তা হলে মানুষের আতঙ্ক থাকবে না৷

বরুণ নট্ট

This browser does not support the audio element.

তখন নিশ্চিতভাবে হাসপাতালের উপর চাপ কমবে৷ সরকারের এই চেষ্টা সদর্থক হয়ে উঠবে৷” ডাক্তার বন্দ্যোপাধ্যায় মনে করেন, স্বাস্থ্যবিভাগের পেশাদারদের মতোই যে কেউই কোভিড রুগীদের দেখাশোনার কাজটি করতে পারবেন৷ সেক্ষেত্রে সরকারের তরফে গ্রামগঞ্জের খালি পায়ে চিকিৎসক বা কোয়াক ডাক্তারদের এ কাজে লাগানোর পদক্ষেপ ইতিবাচক হতে পারে৷ গ্রামে করোনা রোগী পাওয়া গেলে প্রাথমিক চিকিৎসা কীভাবে তারা করবেন, সেই গাইডলাইন দেবে রাজ্য৷  


মৃতদেহ ঘিরে সমস্যা?


অনেক জায়গাতেই অভিযোগ উঠছে, মৃতদেহ পড়ে থাকছে বাড়ি বা রাস্তায়৷ কোভিডের আতঙ্কে কেউ দেহ সংগ্রহ করতে চাইছে না৷ মঙ্গলবার পুর প্রশাসক ও কো-অর্ডিনেটরদের সঙ্গে বৈঠকের পর প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানান, কেউ মারা গেলে পুরসভার গাড়িই দেহ তুলবে৷ শহরের এমন একাধিক ঘটনা ঘটার পর পুরসভার সিদ্ধান্ত, প্রত্যেক ওয়ার্ডে গাড়ি রাখা থাকবে৷ সার্টিফিকেশনের জন্য দেহ ফেলে রাখা যাবে না৷ ফিরহাদ হাকিম বলেন, “দেহ তোলার পর নির্দিষ্ট জায়গায় রাখা হবে৷ কোভিড রিপোর্ট নেগেটিভ এলে দেহ দেওয়া হবে পরিবারকে৷ পজিটিভ হলে নির্দিষ্ট বিধি অনুযায়ী সত্কার করা হবে৷” রক্সি হলে আয়োজিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অটো নিয়ে প্রতি ওয়ার্ডে চলবে সচেতনতা প্রচার৷ পাড়ায় পাড়ায় দেওয়া হবে কোভিড হেল্পলাইন নম্বর৷ সেই নম্বরে ফোন করলেও পুরসভা এগিয়ে আসবে রোগীর সাহায্যে৷ 

কলকাতা লাগোয়া অন্যান্য পুরসভাও উদ্যোগ নিচ্ছে৷ দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য বরুণ নট্ট ডয়চে ভেলেকে বলেন, “ এ বার সচেতনতা প্রচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি৷ ৫৫ বেডের সেফ হোম হয়েছে৷ আরেকটি সেফ হোম খোলার চেষ্টা করছি৷ আমাদের হাসপাতালে রোজ ৪০টি কোভিড টেস্ট হচ্ছে৷ সপ্তাহে তিনদিন ৩০০-৩৫০ ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷” নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সাংবাদিক, হকার ও পরিবহণকর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ