1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিনে মিলে মৌসুমী

১৬ নভেম্বর ২০১১

চিকিৎসা শুধুই একটা পেশা নয়৷ সে আসলে মানবিকতা৷ মৌসুমী মুখার্জি নামের এক নারী চিকিৎসকের বিশ্বাস তেমনই৷ পেশায় তিনি সফল, নেশায় মার্গসঙ্গীত গায়িকা৷ আর গ্রাম থেকে উঠে আসা তাঁর মানসিকতায় মানুষের সেবাধর্মই প্রধান৷

সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এক বড় চ্যালেঞ্জছবি: AP

পুরুলিয়ার গ্রামাঞ্চলে বড় হয়ে উঠেছেন তিনি৷ মৌসুমী মুখার্জি৷ পেশায় ডাক্তার এক মামা আর এক মাসী বা খালাকে দেখে ছেলেবেলা থেকেই ডাক্তার হওয়ার শখ ছিল তাঁর৷ স্কুলজীবনে দারুণ রেজাল্ট হল, ডাক্তারিতে সুযোগ পেলেন, কলকাতায় চলে আসা তারপরে৷ চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করলেন৷ তখন থেকেই সিদ্ধান্ত, পেশায় পা দেবেন বটে, তবে করতে চান এমন কাজ, যাতে উপার্জন নয়, মুখ্য হবে মানবিকতার সেবা করা৷ সেই নেশা থেকেই সরকারি চিকিৎসকের দায়িত্ব পালন করতে চাইলেন৷ যাতে সাধারণ মানুষের সংশ্রব সবসময়েই থাকে৷ সেই পেশাতেই আজও নিয়োজিত মৌসুমী৷

এখন একইসঙ্গে দু'টো পেশা সামলাচ্ছেন মৌসুমী৷ সরকারি চিকিৎসকের দায়িত্ব পালন দিনের আধখানা সময়৷ বাকিটা স্বাস্থ্য বিমা বিষয়ক একটি সংস্থার সমগ্র পূর্ব ভারতের কর্ণধার হিসেবে কাজ করেন মৌসুমী৷ নিজের পেশাকে ভালোবাসেন শুধু তাই নয়, মানুষের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায় তাঁর সবক্ষেত্রেই৷ যেমন গল্প করে বললেন এক বৃদ্ধের কথা৷ দীর্ঘদিন তিনি মৌসুমীর কাছে চিকিৎসা করাচ্ছেন৷ গত একবছর ধরে যিনি ক্রমশ দৃষ্টিশক্তি হারাচ্ছেন প্রতিদিন একটু একটু করে৷ প্রায় নব্বই শতাংশ দেখতে পাননা এখন আর৷ মৌসুমীর কাছে দেখাতে এসে পুজোর মুখে হাতের ব্যাগ থেকে কয়েকটি গ্ল্যাডিওলাস ফুলের বাল্ব বের করেন বৃদ্ধ মানুষটি৷ বলেন, আমার বিশ্বাস, আমি আর বেশিদিন বাঁচবো না৷ এগুলো আপনাকে দিতে চাই৷ আমার সঙ্গে যখন আর দেখা হবেনা, আপনার বাগানে এগুলো পুঁতে দেবেন৷ এভাবেই থেকে যাব আমি আপনাদের মধ্যে৷

ডাক্তারের পেশা শুধু বাণিজ্যিক হলে চলে নাছবি: AP

এভাবেই রোগী আর রোগিনীদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেন মৌসুমী৷ ব্যক্তিজীবনে রয়েছে স্বামী, পুত্র এবং শ্বশুর শাশুড়ি নিয়ে জমজমাট কাজকম্মের সংসার৷ সেখানেও হাজারটা দায়িত্ব পালন করেই নিজের পেশাকে সামলান তিনি৷ মনে করেন, এভাবে চলতে গেলে যথেষ্ট ধৈর্য এবং সবদিক বজায় রাখার মত ঠান্ডা মাথার প্রয়োজন হয়৷ সেই ভারসাম্য বজায় রাখাটা শিখতে হয়েছে নিজেকেই৷ মৌসুমী মনে করেন, প্রতিটি নারীই এই দুই ভূমিকা বজায় রাখার মত প্রতিভাশালিনী৷

পরের প্রজন্মের যেসব মেয়েরা এই চিকিৎসকের পেশায় আসবেন, তাঁদের জন্য পরামর্শ চাইলে মৌসুমী বলছেন, এই পেশাটা আজকাল শুধুই বাণিজ্যিক হয়ে উঠেছে৷ অথচ আদতে এ হল এমন এক পেশা, যা কিনা মানবিকতায় আদ্যোপান্ত মোড়া৷ তাই পরবর্তীতে যে সব মেয়েরা ডাক্তার হতে চাইবেন, তাঁরা যদি সেটুকু মনে রাখেন, তাতে ভালোই হবে, মন্দ নয়৷ বস্তুত চিকিৎসাকে তো বলাই হয়ে থাকে মহান একটি ব্রত৷ সে ব্রতপালন করতে গেলে বাণিজ্যিক দিকটুকুকে ছেঁটে ফেলাই বিধেয়৷ তাই মৌসুমীর এই বক্তব্যটি নিঃসন্দেহে মনে রাখার মত৷

সাক্ষাৎকারটি নেওয়ার সময় এই মানবিক চিকিৎসক ছিলেন পুরুলিয়ার একটি গ্রামে৷ সেখানে সেদিন প্রবল ঘনমেঘ আকাশজুড়ে৷ ঘন ঘন বজ্রগর্জন৷ ডয়চে ভেলের শ্রোতাদের জন্য মৌসুমী তাই গেয়ে শুনিয়ে দিলেন সেই পরিবেশের সঙ্গীত, নিজের পছন্দমত বর্ষার রাগিনী মলহারের একটি বন্দিশ৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ