চিজের মধ্যে আস্ত ক্যামেরা!
২৮ নভেম্বর ২০১৯ব্রেন্ডন ব্যারি ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে এক্সেটার শহরে ফটোগ্রাফির ক্লাস নেন৷ মূল ছবির চেয়েও তার নেপথ্যের প্রক্রিয়া তাঁর কাছে বেশি আকর্ষণীয়৷ তাই তিনি নিজেই ক্যামেরা তৈরি করেন৷ নানা প্রচলিত ও অদ্ভুত উপকরণ ব্যবহার করেন তিনি৷ চিজ দিয়েও আস্ত একটি ক্যামেরা তৈরি করেছেন তিনি! এমন ভাবনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘ক্যামেরা ও তার কর্মক্ষমতা সম্পর্কে মানুষের বদ্ধমূল ধারণা নিয়ে খেলতে আমার ভালো লাগে৷ এক টুকরো চিজ বা অন্য কোনো অপ্রত্যাশিত উপকরণ দিয়ে ক্যামেরা তৈরি করলে মানুষ সেটি এবং সেই ক্যামেরা দিয়ে তোলা ছবি দেখে অন্যরকম প্রতিক্রিয়া দেখায়৷’’
এমন ক্যামেরা তৈরির কাজ কিন্তু বিস্ময়কর রকমের সহজ৷ তবে গন্ধ থেকে যায়৷ লাইট সেনসিটিভ পেপার রাখার স্ট্যান্ড শেষ পর্যন্ত ছিদ্রে ভরা একটি চিজের সঙ্গে লাগিয়ে দেওয়া হলো৷ অন্য প্রান্তে একটি লেন্স বসালেই কাজ শেষ৷ সেই লেন্সের ভিতর দিয়ে আসা আলো ফটো পেপারের উপর নিক্ষেপ করতে হয়৷ তারপর ডেভেলপিং প্রক্রিয়া শুরুর পালা৷
ক্যামেরা তৈরির কাজ শুরু হবার দুই ঘণ্টা পর চিজের ক্যামেরা দিয়ে ছবি তোলার পালা৷ ব্রেন্ডন পুরানো পোলারয়ে়ড ফিল্ম ব্যবহার করেন, যেগুলি নিজে থেকেই ডেভেলপিং-এর কাজ সেরে ফেলে৷ তিনি বলেন, ‘‘এই ফিল্ম মান্ধাতার আমলের৷ বছর দশেক আগেই এগুলির উৎপাদন বন্ধ হয়ে গেছে৷ সে সময়ে আমি বেশ কিছু ফিল্ম ফ্রিজে রেখে দিয়েছিলাম৷ তাই সর্বত্র তার প্রভাব দেখা যাচ্ছে৷’’
লেগো ক্যামেরা, অ্যাকর্ডিয়ন ক্যামেরা, লাকড়ির ক্যামেরা – এমন আরো কত কিছুই যে তিনি সৃষ্টি করেছেন! লাগোয়া ডার্করুমসহ ক্যারাভ্যান ক্যামেরাও রয়েছে৷ সেটি নিয়ে ব্রেন্ডন গ্রামাঞ্চলে বেড়াতে বেড়িয়েছেন৷ তিনি বলেন, ‘‘ক্যারাভ্যানের আইডিয়ার পেছনে আমার এক ভাবনা ছিল৷ মনে হলো আমি নিজে ডার্করুমসহ ক্যামেরার মধ্যে থাকলে এবং নীচে চাকা লাগানো থাকলে আমি সেগুলি নিয়ে যে-কোনো জায়গায় যেতে পারি৷ স্টুডিওর মধ্যে আবদ্ধ না থেকে যে-কোনো জায়গাকেই স্টুডিও করে তুলতে পারি৷’’
ক্যারাভ্যান ক্যামেরা দিয়ে ফটো সেশনের আগে প্রস্তুতির শেষ কাজগুলি সেরে ফেলতে হয়৷ ব্রেন্ডন বলেন, ‘‘কয়েক মুহূর্ত পর আমি আলো নিভিয়ে দেবো, লেন্সের মুখ বন্ধ করে দেবো এবং তারপর ঘন অন্ধকারে একটি বোর্ডের উপর ফটোগ্রাফিক পেপার লাগিয়ে দেবো৷ তারপর চট করে লেন্স খুলে ও বন্ধ করে একটি এক্সপোজার সৃষ্টি করবো৷’’
ডেভেলপিং প্রক্রিয়ার প্রথম কাজ তিনি ক্যারাভ্যানের মধ্যেই করেন৷ বাকিটা বাইরে হয়৷ এমনকি টেলিফোন বুথও ক্যামেরা হয়ে উঠতে পারে৷ অন্য অনেক কিছু নিয়ে ব্র্যান্ডনের এমন পরিকল্পনা রয়েছে৷ তিনি বলেন, ‘‘একদিন আমি নৌকা দিয়ে ক্যামেরা তৈরি করতে চাই৷ ডবলডেকার বাস নিয়েও পরিকল্পনা রয়েছে৷ সাবমেরিনের পেরিস্কোপকে ক্যামেরা হিসেবে ব্যবহার করলেও দারুণ হবে৷’’
ক্যামেরা নিয়ে ব্রেন্ডন ব্যারির আইডিয়াগুলি অদ্ভুত মনে হতে পারে৷ কিন্তু সে সব ফটোগ্রাফির জগতকে নতুন করে উন্মোচন করে৷ এবং অসাধারণ ফটোও সৃষ্টি হয়৷
ইয়েন্স ফন লার্খার/এসবি