বিজ্ঞাপন
এ বিষয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন সাবেক কূটনীতিক মেজর(অব.) এমদাদুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তারা মনে করেন, শেখ হাসিনাকে কখনোই ফেরত দেবে না ভারত। আর যে প্রত্যর্পণ চুক্তি আছে, তা দিয়ে ভারতকে বাধ্য করা সম্ভব নয়। সম্ভব নয় ইন্টারপোলকেও বাধ্য করা। আওয়ামী লীগও তাদের নেতা-কর্মীদের হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় আছে। ফলে নতুন এক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনকি রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়েও ভিন্ন অবস্থা তৈরি হতে পারে বলে মত দেন তারা।
