1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিত্রকর্মের ব্যাখ্যা দেবে স্মার্টফোন

১২ মার্চ ২০১৯

মিউজিয়ামে গিয়ে মোনালিসা বা অন্য কোনো চিত্রের সামনে দাঁড়ালে শিল্পবোদ্ধারা অনেক ব্যাখ্যা দিতে পারেন৷ এবার বিশেষ স্ক্যানার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সেই চিত্রের আরও গভীরে প্রবেশ করার পথ বাতলে দিচ্ছেন বিজ্ঞানীরা৷ 

Mona Lisa Kopie Madrid
ছবি: dapd

স্ক্যানারের নীচে ছবি

দুষ্প্রাপ্য ঐতিহাসিক বস্তু বা শিল্পকর্মের গোপন রহস্য উদ্ঘাটন করছে নতুন ধরনের এক স্ক্যানার যন্ত্র৷ গ্রাফিন নামের বিশেষ উপাদানের দৌলতেই এমনটা সম্ভব হচ্ছে৷ স্পেনের ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা এই স্ক্যানার তৈরি করেছেন৷ টেলিযোগাযোগ ইঞ্জিনিয়ার সামুয়েল ভের ওয়েইয়ে বলেন, ‘‘গ্রাফিন তরঙ্গদৈর্ঘ্য কয়েকগুণ বাড়িয়ে দেয়, খুব সহজেই নিম্ন মাত্রার তরঙ্গদৈর্ঘ্য থেকে উচ্চ মাত্রার তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি করতে পারে৷ গ্রাফিন আমাদের শিল্পকর্মের গভীরে উঁকি দিয়ে তাতে ব্যবহৃত উপাদানের রাসায়নিক বৈশিষ্ট্য শনাক্ত করতে পারে৷'' 

স্ক্যানার দিয়ে শিল্পকর্মের গোপন রহস্য উদ্ঘাটন

03:58

This browser does not support the video element.

এই গ্রাফিন স্ক্যানারের সাহায্যে পাওয়া ছবির সঙ্গে ইমেজ প্রসেসিং প্রযুক্তি ও থ্রিডি হাই পারফরমেন্স স্ক্যানিং-এর সমন্বয়ে ত্রিমাত্রিক বস্তু সৃষ্টি করা হয়৷ ফলে সহজেই তার গোপন রহস্য উন্মোচনের চেষ্টা চালানো যায়৷ কম্পিউটার বিজ্ঞানী ইয়ানিক ফ্রানকেন বলেন, ‘‘এখানে শিল্পকর্মের আসল রং দেখা যাচ্ছে৷ ভারচুয়াল পদ্ধতিতে তা আলোকিত করা হয়েছে এবং ক্যামেরার সাহায্যে রেকর্ড করা হয়েছে৷ ভিন্ন ভিন্ন স্ক্যানগুলি সমন্বয় করাই সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ৷ স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানগুলি পরস্পরের উপর ঠিকমতো বসাতে হবে৷ শূন্য দশমিক ২ মিলিমিটারের বেশি ত্রুটি থাকলে রংগুলি বিকৃতভাবে ফুটে উঠবে৷''  

হালকা ও সস্তা সমাধানসূত্র

দ্বিমাত্রিক চিত্র ও ত্রিমাত্রিক শিল্পকর্ম বিশ্লেষণ করতে এক ইউরোপীয় গবেষণা প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা এই স্ক্যানার ডিজাইন করেছেন৷ শিল্প সংরক্ষণ ও পুনর্গঠনের কাজে যে ধরনের বহুমুখী গুণাগুণের প্রয়োজন, গবেষকদের মতে এই স্ক্যানারের মধ্যে সেই ক্ষমতা রয়েছে৷ প্রকল্পের সমন্বয়ক খাবিয়ের গুতিয়েরেস মেয়ানা বলেন, ‘‘বর্তমানে শিল্পকর্ম বিশ্লেষণ করতে যে সব স্ক্যানার ব্যবহার করা হয়, সেগুলি খুব ব্যয়বহুল৷ আমাদের প্রযুক্তি সে তুলনায় অনেক সস্তার৷ ফলে আরও ছোট ও হালকা এই স্ক্যানার সহজে মিউজিয়াম বা গবেষণাগারে নিয়ে গিয়ে কাজে লাগানো যাবে৷''

এই যন্ত্র পরীক্ষার জন্য আস্তুরিয়াস মিউজিয়াম অফ ফাইন আর্টস-এর সংরক্ষণ বিশেষজ্ঞরা গবেষকদের ক্যানভাস সরবরাহ করেছেন৷ স্ক্যানারের মাধ্যমে মিউজিয়ামের সংগ্রহে রাখা মূল্যবান ঐতিহাসিক শিল্পকর্ম বিশ্লেষণ করেও চমকপ্রদ ফল পাওয়া গেছে৷ সংরক্ষণ বিশেষজ্ঞ মার্তা ফ্লোরেস ইগুয়াল মনে করেন, ‘‘আমরা বার্নিশের গভীরতা ও রংয়ের স্তর আবিষ্কার করতে পারি৷ মূল চিত্রের নীচে প্রাথমিক কোনো চিত্র ছিল কিনা, কোন উপাদান ব্যবহার করা হয়েছে, সে সবও দেখতে পারি৷ পেইন্টিং-এর মধ্যে বার্নিশ, বাইন্ডার ও পিগমেন্টের মতো যে সব উপাদান রয়েছে, স্ক্যানার তাও শনাক্ত করতে পারে কিনা, আমরা তা জানার চেষ্টা করছি৷''

স্মার্টফোনের প্রয়োগ

গ্রাফিন স্ক্যানারের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে স্মার্টফোনের জন্য একটি অগমেন্টেড রিয়ালিটি অ্যাপ তৈরি করা হচ্ছে৷ তার সাহায্যে মিউজিয়ামের দর্শকরা র আরও গভীর স্তরে প্রবেশ করতে পারবেন বলে বিজ্ঞানীদের ধারণা৷ খাবিয়ের গুতিয়েরেস মেয়ানা বলেন, ‘‘এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী পেইন্টিং-এর ভেতরের স্তর দেখতে পারবেন৷ যেমন এই চিত্রে রংয়ের স্তরের নীচে রহস্যজনক সংখ্যা ‘৩৪' চোখে পড়েছে৷ একটি আচ্ছাদন আসলে সবুজ রংয়ের ছিল বলেও আমরা জানতে পেরেছি৷''

আগামী পাঁচ বছরের মধ্যে গ্রাফিন স্ক্যানার ও তার প্রয়োগ বাজারে আসতে চলেছে বলে গবেষকরা আশা করছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ