1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিন্তাশীল বইয়ের অভাব

১৭ ফেব্রুয়ারি ২০১২

বই মেলার ষোল দিন পেরিয়ে গেছে৷ মেলার এই মাঝামাঝি সময়ে এসে প্রতিদিনই বাড়ছে আগ্রহী মানুষের ভীড়৷ বাড়ছে বইয়ের বিক্রিও৷ তবে পাঠকদের মধ্যে চিন্তাশীল বইয়ের চেয়ে বিনোদনধর্মী বইয়ের প্রতিই আগ্রহ বেশি৷

Ekushey Book Fair 2012 in dhaka, Bangladesh
ছবি: DW

প্রবন্ধ ও গবেষণাধর্মী বইয়ের প্রতি পাঠকের আগ্রহ কম বলে মনে করেন কথা প্রকাশ'এর পরিচালক মিজান রহমান৷ শুধু তাই নয়, চিন্তাশীল বইয়ের চেয়ে বিনোদনমূলক বইয়ের প্রতিই পাঠকের আগ্রহ বেশি বলেও মনে করেন তিনি৷

বৃহস্পতিবার ডিডাব্লিউ রেডিওকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি৷

মিজান রহমান বলেন, জনপ্রিয় সাহিত্যিকদের উপন্যাস ‘বিশেষ করে যেগুলো শুধুই বিনোদন মূলক' এইরকম বইগুলোই পাঠকেরা কিনছেন বেশি৷

চিন্তাশীল বইয়ের প্রতি পাঠকের আগ্রহ কি সত্যি কমে যাচ্ছে?ছবি: DW

প্রবন্ধ বা গবেষণাধর্মী বই না কেনার পেছনের কারণ হিসেবে মিজান উল্লেখ করেন যে, ‘একটি ভালো বই কেনার জন্য সেটি কিছুটা দেখতে হয়, যাচাই করতে হয়৷ কিন্তু বই মেলার যে পরিবেশ, সেখানে খুবই স্বল্প জায়গা কিন্তু প্রচুর মানুষের ভীড়৷ এই ভীড়ের মধ্যে একটি বই যাচাই করার কোনো সুযোগ নেই৷ তাই যে বই সহজে চোখে পড়ছে সেটিই কিনে নিচ্ছেন অধিকাংশ পাঠক৷'

বই মেলার আজ সতেরোতম দিন চলছে৷ মেলার এই মাঝামাঝি পর্যায়ে এসে মেলায় প্রতিদিনই দর্শনার্থীদের ভীড় বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন ৷

এছাড়া গত ১৩ ফেব্রুয়ারি ছিলো পয়লা ফাল্গুন এবং ১৪ই ফেব্রুয়ারি ছিলো বিশ্ব ভালোবাসা দিবস৷ এইসব দিবস উপলক্ষে অনেক বেশি তরুণ তরুণীরা মেলায় এসেছিলো বলেও উল্লেখ করেন তিনি৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ