1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চিবক গার্লস'

১৪ এপ্রিল ২০১৫

দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল৷ কিন্তু নাইজেরিয়ার মতো অপেক্ষাকৃত ছোটো দেশের মধ্যেও তাদের খুঁজে পাওয়া গেল না৷ শুধু ‘চিবক গার্লস' নয়, বোকো হারাম আরও অনেক নারীকে অপহরণ করেছে৷

Symbolbild Entführungen von Frauen und Mädchen in Nigeria
ছবি: AFP/Getty Images/P. U. Ekpei

দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল৷ কিন্তু নাইজেরিয়ার মতো অপেক্ষাকৃত ছোটো দেশের মধ্যেও তাদের খুঁজে পাওয়া গেল না৷ শুধু ‘চিবক গার্লস' নয়, বোকো হারাম আরও অনেক নারীকে অপহরণ করেছে৷

‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস' – এই হ্যাশট্যাগ-কে ভিত্তি করে সোশাল মিডিয়াও উত্তাল৷ জাতিসংঘের নারী বিষয়ক সংগঠন ইউএনউইমেন ‘চিবক গার্লস'-দের উদ্দেশে পড়ে শোনানো নোবেলজয়ী অ্যাকটিভিস্ট মালালা ইউসুফজাইয়ের খোলা চিঠি তুলে ধরেছে৷

একজন মা হিসেবে নিজের মেয়ের কাছ থেকে এক বছর দূরে থাকা কতটা কষ্টকর, তা কল্পনা করাও কঠিন বলে মনে করেন ড. পিক্সি ম্যাকেনা৷ তাঁর প্রশ্ন, চাঁদে মানুষ পাঠানো সম্ভব হলে এখনো নাইজেরিয়ার অপহৃত মেয়েগুলিকে পাওয়া যাচ্ছে না কেন?

তাদের পাওয়া যাচ্ছে না, এটা অবিশ্বাস্য – লিখেছেন দুই সন্তানের মা অ্যানাবেল কেরি৷

আফ্রিকার মেয়ে বলেই আন্তর্জাতিক সমাজ শুধু দুশ্চিন্তার ভান করছে বলে মনে করেন ‘ফেয়ার ট্রেড' ও মানবপাচার বিরোধী অ্যাক্টিভিস্ট মেল আরজো৷ তাঁর অসম্পূর্ণ প্রশ্ন – ইউরোপে এমনটা হলে...

‘চিবক গার্লস'-দের সম্পর্কে আলোচনা হচ্ছে বটে, কিন্তু এই শব্দগুলির পেছনে যারা আছে, সেই ২১৯ জনের ছবি আবার তুলে ধরেছেন জুব্রিল গাওয়াট৷ লিখেছেন, ‘এক বছর পর, কোনোদিন ভোলার নয়'৷

ফ্রান্সের বিচারমন্ত্রী ক্রিস্টিয়ান টোবিরা লিখেছেন, ‘‘তারা রক্তমাংসের মানুষ৷ তাদের মন আছে, মনে আশা আছে৷ নিপীড়নকারীরা – তাদের ভবিষ্যৎ তাদের হাতে ফিরিয়ে দাও৷''

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ