1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিরনতুন ক্ল্যাসিক ডিজাইন

উটে ফাইফার/এসি১৪ জুন ২০১৪

আধুনিক সভ্যতা হল কনজিউমার সভ্যতা৷ ক্রেতারা চান হালফ্যাশনের, নিত্যনতুন ডিজাইনের পণ্য, তাই বাজারে নানান ডিজাইনের ছড়াছড়ি৷ তবু তারই মধ্যে যেন বিশেষ কয়েকটি ডিজাইন যুগান্তকারী বলে গণ্য হয়: চমকপ্রদ, বিপ্লবী অথচ চিরন্তন৷

বিশেষ কয়েকটি ডিজাইন যুগান্তকারী বলে গণ্য হয়, যেমন চেয়ারের এই ডিজাইন

ডিজাইন তো আজ সর্বত্র৷ কিন্তু খুব কম ডিজাইন আছে, যা চোখে পড়ার মতো কিংবা বহুদিন, বহু দশক ধরে মনে রাখার মতো৷ এ হল সে ধরনের ডিজাইন, যা সেই বিশেষ বস্তু কিংবা পণ্যটি সম্বন্ধে আমাদের ধারণাই পালটে দেয়৷

একটি ‘ক্ল্যাসিক ডিজাইন' সৃষ্টি করা খুব সহজ কর্ম নয়, কেননা বাজারে নিত্য নতুন ডিজাইনের পণ্য সৃষ্টি হচ্ছে৷ ভিট্রা ডিজাইন মিউজিয়ামের কিউরেটর মাটেও ক্রিজ এ নিয়ে একটি বইও লিখেছেন৷ মাটেও বলেন: ‘‘স্বভাবতই ডিজাইনারদের প্রচেষ্টা হল, যেমন একটি ডিজাইন সৃষ্টি করা, যা দীর্ঘমেয়াদি সাফল্য এনে দেবে – একটি ক্ল্যাসিক ডিজাইনের পিছনে ঠিক সেই আদর্শই কাজ করে৷''

গত শতাব্দীর বিশের দশকে জার্মানিতে যে বাউহাউস আন্দোলন দানা বাঁধে, তা থেকেই আপামর জনতা প্রথম ডিজাইনার পণ্যের সঙ্গে পরিচিত হয়৷

ফিনল্যান্ডের স্থপতি ও ডিজাইনার আলভার আল্টো ১৯৩৭ সালের প্যারিস বিশ্ব প্রদর্শনীর জন্য এক পর্যায় ফুলদানি ডিজাইন করেন, যা আজও বিংশ শতাব্দীর সবচেয়ে পরিচিত ডিজাইনগুলির মধ্যে গণ্য৷ মাটেও-র ভাষায়: ‘‘এই ফুলদানিটির বিশেষত্ব হল, এর রূপরেখায় একটা জৈবিক আকার ফুটে উঠেছে৷ কিন্তু খাড়া করে রাখলে ফুলদানিটি আকারে বেশ যুক্তিযুক্ত, আধুনিক৷অর্থাৎ এখানে দু'টোই পাওয়া যাচ্ছে: ক্ল্যাসিকাল আধুনিকতার স্বচ্ছতা এবং ভবিষ্যতে ডিজাইনের সম্পূর্ণ বিধিবর্জিত আকার, যা আগামী কয়েক দশকে ক্রমেই আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে৷''

ভাল্টার গ্রোপিয়ুসের সৃষ্ট ‘ট্যাক' টি সেট'টির কথাও বলা যেতে পারে৷ বাউহাউস আন্দোলনের জনক গ্রোপিয়ুস ষাটের দশকে চীনের চা-পানের পাত্রের একটি নতুন সংস্করণ সৃষ্টি করেন৷

ডেনমার্কের ডিজাইনার এরিক মাগনুসেন ১৯৭৭ সালে একটি থার্মস ফ্লাস্কটি সৃষ্টি করেন, যা আজ একটি ক্ল্যাসিক, মিনিমালিস্ট অথচ কার্যকরী, হাজার বার অনুকরণ করা হয়েছে, লক্ষ বার বিক্রি হয়েছে৷

ইটালির আলেসি কোম্পানির ডিজাইন পণ্যগুলি সারা বিশ্বে সুপরিচিত, যেমন জার্মান ডিজাইনার রিশার্ড সাপার-এর সৃষ্ট একটি পানি গরম করার কেটলি৷ আলেসি কোম্পানির সাফল্যের ভিত্তি হল পণ্যের চমকপ্রদ আকার এবং সেই সঙ্গে কোনো বড় ডিজাইনারের নাম৷ কোম্পানির মালিক তথা পরিচালক আলব্যার্তো আলেসি মার্কেটিং-এর ব্যাপারটা ভালোই বোঝেন৷ আলব্যার্তো বলেন: ‘‘আলেসি এক ধরনের রিসার্চ ল্যাবোরেটরি বলে আমার ধারণা৷ এই কোম্পানির কাজ হল, একদিকে সৃজনশীলতা এবং অন্যদিকে গ্রাহকদের চাহিদার মধ্যে মধ্যস্থ হিসেবে কাজ করা৷''

আলেসির সবচেয়ে নামকরা পণ্যগুলির মধ্যে পড়ে একটি লেমন স্কুইজার বা লেবুর রস নিংড়ানোর যন্ত্র৷ ১৯০০ সালে ফরাসি ডিজাইনার ফিলিপ স্টার্ক এই ‘জুসি সলিফ' নামধারী যন্ত্রটির উদ্ভাবন করেন৷ যন্ত্রটি দেখতে যতো ভালো, ততোটা কিন্তু কাজের নয়৷ অথচ ভিট্রা ডিজাইন মিউজিয়ামের অধ্যক্ষ মাটেও ক্রিজের মতে: ‘‘ডিজাইন বলতে যা কিছু বোঝায়, এই লেমন স্কুইজারটিকে সে সম্পর্কে এক ধরনের স্টেটমেন্ট বলা চলে, কেননা এটিকে দেখলে এটা যে কোন কাজে লাগবে, এক নজরে তা বোঝার উপায় নেই... এটা একটা দারুণ ডিজাইন, কিন্তু এই ডিজাইন তৈরির সময়ে সর্বাগ্রে কার্যকারিতা দৃষ্টিকোণ থেকে ভাবা হয়নি৷ তার ফলে ডিজাইন যেন কার্যকারিতার পরিধিকে আরো অনেকটা ছাড়িয়ে গেছে৷''

রুচি বদলায়৷ ফ্যাশন আর চিরন্তনী সৌন্দর্যের ব্যবধানটা খুব বেশি নয়৷ ক্ল্যাসিক ডিজাইন বলতে কিন্তু চিরকাল একই জিনিস বোঝায়: যা আধুনিক, চিরন্তন ও এক নজরে চিনতে পারার মতো একক এবং মৌলিক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ