1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় রবিন গিব

২৪ মে ২০১২

৬০ ও ৭০ দশকে পপ সংগীতাঙ্গনে বিপুল সাড়া জাগিয়েছিল সংগীত গোষ্ঠী ‘বি জিস’৷ পেয়েছিল অসাধারণ জনপ্রিয়তা৷ এই গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, রবিন গিব ৬২ বছর বয়সে চিরবিদায় নিলেন৷

ছবি: AP

গীতিকার, সুরকার ও গায়ক রবিন গিব তাঁর যমজ ভাই মরিস ও বড় ভাই ব্যারিকে নিয়ে গঠন করেছিলেন ‘বি জিস' সংগীত গোষ্ঠী৷ তাদের পপ, ডিস্কো ও ব্যালাড আঙ্গিকের ভিন্নধর্মী সংগীত বিশ্বব্যাপী জয় করেছিল অসংখ্য অনুরাগীর হৃদয়৷ আজও চিরসবুজ হয়ে আছে এই গোষ্ঠীর বহু গান৷

বি জিস- এর একটি স্টেজ কনসার্টছবি: DIETMAR STIPLOVSEK/AP/dapd

রবিন গিবের জন্ম ১৯৪৯ সালের ২২শে ডিসেম্বর ব্রিটেনের আইল অফ ম্যান-এ৷ বাবা ছিলেন অপেশাদার ড্রাম বাদক৷ খুব ছোট বেলায় তাঁরা চলে আসেন ম্যানচেস্টার শহরে৷ ছ'বছর বয়স থেকে মরিস ও ব্যারির সাথে মাউথ-অর্গান দিয়ে সংগীত চর্চা শুরু করেন তিনি৷ ১৯৫৮ সালে পরিবারের সাথে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়৷ সেখানে ‘ব্রাদার্স গিব' নামে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করে বেশ খ্যাতি অর্জন করেন৷ ৬৬ সালে তাঁরা ফিরে আসেন ইংল্যান্ডে৷ এখানেই শুরু হয় ‘বি জিস'-এর  সফল অগ্রযাত্রা৷ ৬৭ সালে ‘ম্যাসাচুসেটস' গানটি তাদের এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷ তার পর থেকেই ৭০ দশক অবধি পপ তথা ডিস্কো সংগীতাঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেয় ‘বি জিস'৷ বিশেষ করে ৭৭ সালে ডিস্কো ও সংগীত ভিত্তিক ছায়াছবি ‘স্যাটার্ডে নাইট ফিভার' এর আবহ সংগীত বিশ্বব্যাপী পায় অসাধারণ খ্যাতি ও সাফল্য৷

‘বি জিস'-এর অধিকাংশ হিট গানেরই রচয়িতা ও সুরকার রবিন৷ বহু খ্যাতিমান সংগীত শিল্পীর জন্য রচনা করেছেন বহু হিট গান৷‘বি জিস'-এর পাশাপাশি একক সংগীত শিল্পী হিসেবেও তিনি পেয়েছেন বিপুল সমাদর৷ ৬৯ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘সেভড বাই দ্য বেল' আন্তর্জাতিক হিট তালিকায় প্রথম ১০টি গানের একটি হিসেবে স্থান অধিকার করে৷

মতবিরোধের কারণে ‘বি জিস'-এর মধ্যে বেশ কয়েকবার ফাটল ধরলেও রবিনের একক সংগীত জীবনে কোনো ছেদ পড়েনি৷ ৯৪ সালে ‘সংস্ রাইটার্স হল অফ ফেম'-এ অভিষিক্ত হোন তিনি৷ ২০০৪ সালে ‘ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়' সংগীতের জন্য তাঁকে সম্মানসূচক ডক্টর উপাধি প্রদান করে৷ চারবার গ্র্যমিসহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি৷ বহুদিন ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০শে মে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীত জগতের বহুমুখী প্রতিভার অধিকারি রবিন গিব৷

প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ