1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজচিলি

চিলিতে এক কায়াক চালককে গিলে আবার বার করে দিয়েছে তিমি

১৪ ফেব্রুয়ারি ২০২৫

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। ওই ব্যক্তি সামান্যতম আহতও হননি। তার বাবা গোটা ভিডিওটি করেছেন।

চিলির সমুদ্রে তিমি
তিমি মাছছবি: Matias Delacroix/AP/picture alliance

গত সপ্তাহে চিলির বাসিন্দা অ্যাড্রিয়ান সিমানকাস তার বাবা ডেলের সঙ্গে কায়াকিং করছিলেন। অর্থাৎ, কায়াক নৌকাচালাচ্ছিলেন। ম্যাগেলান প্রণালিতে নৌকা চালাতে গেছিলেন তারা। আচমকাই অ্যাড্রিয়ানের কায়াকে হামলা চালায় একটি বিরাট হাম্পব্যাক তিমি। হলুদ রঙের কায়াকশুদ্ধ অ্যাড্রিয়ানকে গিলে ফেলে তিমিটি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তাদের আবার মুখের বাইরে বার করে দেয় তিমিটি।

বিশ্বের সবচেয়ে বড় প্রাণি রক্ষায় বড় উদ্যোগ

04:25

This browser does not support the video element.

গোটা ঘটনাটির ভিডিও করেছেন অ্যাড্রিয়ানের বাবা। কারণ, তার আগে থেকেই ছেলের কায়াকিংয়ের ভিডিও করছিলেন তিনি। এদিকে সংবাদসংস্থা এপি-কে অ্যাড্রিয়ান বলেছেন, ''আমার মনে হয়েছিল আমি মরেই গেছি। আমাকে তিমিটি গিলে ফেলেছে বলেই মনে হয়েছিল। কীভাবে বেঁচে গেলাম, এখনো বুঝতে পারছি না।''

ডেল কয়েক মিটার দূরেই ছিলেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তিনি চেঁচাতে শুরু করেন। ছেলেকে শান্ত থাকার নির্দেশ দিতে থাকেন তিনি।

অ্যাড্রিয়ান জানিয়েছেন, তিমির মুখ থেকে বার হওয়ার পর সে সাগরে ভাসতে থাকে। তার মনে হতে থাকে এবার তিমিটি তার বাবাকে আক্রমণ করবে। কোনোভাবেই আর তারা পারে ফিরে যেতে পারবে না। কিন্তু শেষপর্যন্ত নির্বিঘ্নেই তারা সৈকতে ফিরে যেতে পারে।

বিশেষজ্ঞেরা জানিয়েছেন, চিলির সমুদ্রে তিমি থাকলেও সাধারণত তারা মানুষের উপর হামলা চালায় না। তবে জল যখন খুব ঠান্ডা থাকে তখন কখনো কখনো এই ধরনের ঘটনা ঘটে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ