1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিলিতে ভূমিকম্প, নিহত ৫

২ এপ্রিল ২০১৪

দক্ষিণ অ্যামেরিকার দেশ চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে নয়টার সময় ৮.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এতে পাঁচজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন৷

Erdbeben vor Chile Warnung vor Tsunami
ছবি: Reuters

নিহতদের মধ্যে কয়েকজন ধসে যাওয়া ভবনের চাপে পড়ে আর কয়েকজন ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যান বলে জানা গেছে৷

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেরুর সীমান্তে অবস্থিত ইকিকে নামে চিলির একটি খনি বন্দর থেকে ১শ' কিলোমিটার উত্তরপশ্চিমে এবং সমুদ্রতলের ২০.১ কিলোমিটার গভীরে৷

ভূমিকম্পের কারণে পরবর্তীতে সুনামির সৃষ্টি হয় বলে জানিয়েছে হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার৷ এর ফলে সর্বোচ্চ ২ মিটারের ঢেউ তৈরি হয়৷ চিলি নৌবাহিনী বলছে, সুনামির কারণে সৃষ্ট হওয়া প্রথম উঁচু ঢেউ ভূমিকম্পের প্রায় ৪৫ মিনিট পর উপকূলে আঘাত হানে৷

চিলির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সংস্থা ওএনইএমআই-এর পরিচালক রিকার্ডো টোরো বলেছেন, ভূমিকম্পের কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ টেলিফোন সেবা ও পানি সরবরাহের লাইন বন্ধ হয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি৷ তবে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে৷

চিলির প্রেসিডেন্ট মিশেল বাচেলেট বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করবেন৷

এর আগে ২০১০ সালে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প ও এর ফলে তৈরি হওয়া সুনামিতে ৫২৬ জন প্রাণ হারিয়েছিল৷

পালিয়ে গেছে ৩০০ বন্দি

ভূমিকম্প ও সুনামির কারণে সৃষ্ট হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইকিকের কারাগার থেকে ৩০০ বন্দি পালিয়ে গেছে বলে জানা গেছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ