চিলিতে সমলিঙ্গ বিয়ে আইনি স্বীকৃতি পেতে চলেছে। চিলির কংগ্রেসে বিপুল ভোটে এই বিল পাস হয়েছে।
বিজ্ঞাপন
এমনিতে চিলি ল্যাটিন অ্যামেরিকার রক্ষণশীল দেশ। কিন্তু সেখানে সমানাধিকার নিশ্চিত করতে এই বিল পাস হলো বলে জানানো হয়েছে।
চিলির সেনেট ও নিম্নকক্ষ দুই জায়গাতেই বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। মানবাধিকার সংগঠনগুলি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে সমলিঙ্গ বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাবিপূরণ হলো।
রামন লোপেজ সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে এই আইনের জন্য অপেক্ষা করছেন, যাতে তিনি তার ২১ বছরের সঙ্গীকে বিয়ে করতে পারেন। লোপেজ বলেছেন, ''এটা অসম্ভব গুরুত্বপূর্ণ আইন। এর ফলে অনেক কুসংস্কার ভাঙবে।''
ভোটাভুটির পরে চিলির সামাজিক উন্নয়নমন্ত্রী কার্লা রুবিলার বলেছেন, ''সমানাধিকার ও ন্যায়বিচার দেয়ার ক্ষেত্রে আমরা আরো এক পা এগোতে পারলাম।''
ঐতিহাসিক বিল
রক্ষণশীল চিলির কাছে এটা ঐতিহাসিক বিল। সাবেক প্রেসিডেন্ট ২০১৭ সালে প্রথম এই উদ্যোগ নেন। বর্তমান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এই বিলের সমর্থক। মার্চে তার পদে থাকার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তিনি এই বিলে সই করবেন বলে মনে করা হচ্ছে।
রাজপরিবারের সমকামী সদস্যদের কথা
জেনে নেয়া যাক বিভিন্ন রাজপরিবারের সমকামী সদস্যদের কথা৷
ছবি: National Portrait Gallery, London
রাজকুমার মানবেন্দ্র সিং গোহিল
ভারতীয় রাজকুমার মানবেন্দ্র সিং গোহিল হচ্ছেন বিশ্বের প্রথম সমকামী রাজকুমার যিনি ২০০৬ সালে নিজেই নিজের যৌন পরিচয় প্রকাশ্যে এনেছিলেন৷ তবে এই ঘটনার পর তার পরিবার তাকে দ্রুতই ত্যাজ্য ঘোষণা করে৷ ২০১৩ সালে গোহিল মার্কিন যুক্তরাষ্ট্রে তার পছন্দের পুরুষকে বিয়ে করেন৷ বর্তমানে তিনি একজন সক্রিয় এলজিবিটিকিউ+ অ্যাক্টিভিস্ট৷ তিনি এইচআইভি/এইডস প্রতিরোধে শিক্ষামূলক কর্মকাণ্ডও পরিচালনা করেন৷
ছবি: Karin Törnblom/Imago Images
ফিলিপ ওয়ান, ডিউক অব ওরলিন্স (১৬৪০-১৭০১)
ফ্রান্সের ‘সান কিং’ খ্যাত লুইস ফোরটিন এর ছোট ভাই ছিলেন ফিলিপ৷ নিজের মধ্যকার মেয়েলি মনোভাব কখনোই লুকাননি তিনি৷ এই ডিউক সুগন্ধী, অলংকার এবং সুন্দর ফিতার ও সিল্কের কাপড়ের প্রতি টানের জন্য বিখ্যাত ছিলেন৷ ফিলিপের অনেক প্রেমিক-প্রেমিকা ছিল৷
ছবি: Public Domain
গ্রেট ব্রিটেনের রানী অ্যান (১৬৬৫-১৭১৪)
রানী অ্যান ১৭০২ থেকে ১৭১৪ সাল অবধি ব্রিটেন শাসন করেছিলেন৷ যদিও তিনি বিবাহিত ছিলেন তাসত্ত্বেও গুজব রয়েছে যে ছোটবেলার বান্ধবী সারাহ চার্চিলের সঙ্গে যৌনসম্পর্ক ছিল তার৷ বিভিন্ন চিঠিতে সেই সম্পর্কের প্রমাণ পাওয়া যায়৷
ছবি: National Portrait Gallery, London
সম্রাট হ্যাড্রিয়ান (৭৬-১৩৮ এডি)
আধুনিক বিবেচনায় সম্রাট হ্যাড্রিয়ানকে সম্ভবত রাজবংশীয় বিবেচনা করা হবে না, তবে তিনি ১১৭ থেকে ১৩৮ এডি অবধি রোমান সম্রাট ছিলেন৷ তিনি গ্রিক যুবক অ্যান্টিনাসের প্রতি ভালোবাসা প্রকাশেরক্ষেত্রে কোন রাখঢাক রাখতেন না৷ তারা একসঙ্গে বিভিন্ন উৎসবে হাজির হয়েছেন, এমনকি সাম্রাজ্য ভ্রমণেও গিয়েছেন৷
লর্ড আলফ্রেড ডুগলাস (১৮৭০-১৯৪৫)
বিংশ শতাব্দির শুরুতে লর্ড আলফ্রেড ডুগলাস (ডানে) অস্কার ওয়াইল্ড-এর প্রেমিক ছিলেন৷ ডুগলাসের বাবা এই সম্পর্কের প্রতি ঘৃণা প্রকাশ করেন এবং ওয়াইল্ডকে সেসময়ের বিবেচনায় সমকামিতার অপরাধে কারাবন্দি করেন৷
ছবি: Imago Images/Leemage
রাজকুমার এগন ফন ফুরস্টেনবার্গ (১৯৪৬-২০০৪)
জার্মানির রাজকুমার এগন ফন ফুরস্টেনবার্গ একজন সামাজিক ব্যক্তি এবং নকশাকার হিসেবে পরিচিত ছিলেন৷ তিনি তার উভকামিতার কথা গোপন রাখেননি৷ যদিও তিনি দু’বার দু’জন নারীকে বিয়ে করেছিলেন, তাসত্ত্বেও তার পুরুষ শয্যাসঙ্গী ছিল৷
ছবি: Holt, Rinehart and Winston
লুইসা ইসাবেল আলভারেজ ডে তলেডো (১৯৩৬-২০০৮)
লুইসা ইসাবেল আলভারেজ ডি তলেডো স্পেনের সবচেয়ে পরিচিত ডিউকাল হাউস মেদিনা-সিদোনিয়ার বাসিন্দা ছিলেন৷ তিনি তার বিশ্বাসের বিষয়ে সরব ছিলেন এবং প্রকাশ্যে ধর্মত্যাগ করেছিলেন৷ নিজের নারী সেক্রেটারির সঙ্গে বিশ বছর প্রেম করেছেন তিনি৷ ২০০৮ সালে ডাচেস মৃত্যশয্যায় থাকাকালে তাদের বিয়ে হয়৷
ছবি: picture alliance/dpa
লর্ড ইভার মাউন্টব্যাটেন
লর্ড ইভার মাউন্টব্যাটেন (ডানে) হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথের বর্ধিত পরিবারের প্রথম সদস্য যিনি খোলামেলাভাবেই সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন৷ তিনি তার সঙ্গী জেমস কোয়েলকে ২০১৮ সালে বিয়ে করেন৷ তার পরিবার বিষয়টি সহজভাবে নিয়েছিল৷
ছবি: Instagram: ivar_mountbatten
8 ছবি1 | 8
বিলে বলা হয়েছে, যারা সমলিঙ্গে বিয়ে করবেন, তারা ভিন্ন লিঙ্গে বিয়ে করা দম্পতির সমান অধিকার পাবেন। চিলির সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ৯০ দিন পরে আইন চালু হবে।
বিলে আরো বলা হয়েছে, সমলিঙ্গ বিয়ে করলে যদি তাদের আগে বাচ্চা থাকে, তাহলে তারাও আইনি স্বীকৃতি পাবে।
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, উরুগুয়ের মতো ২০টিরও বেশি দেশে সমলিঙ্গ বিয়ে আইনসঙ্গত। এবার চিলিতেও তা স্বীকৃতি পাচ্ছে।
প্রগতিশীল বনাম রক্ষণশীল
চিলিতে প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। সেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন প্রগতিশীল গ্যব্রিয়েল বরিক ও রক্ষণশীল জোস কাস্ট।
চিলির সমাজ এমনিতে রক্ষণশীল হলেও অধিকাংশ মানুষ সমলিঙ্গ বিয়ের পক্ষে। রক্ষণশীল প্রার্থী কাস্ট জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হলে বিল পাস করতেন।
সম্প্রতি চিলিতে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে রক্ষণশীলতার বাইরে বেরোবার একটা প্রবণতা দেখা যাচ্ছে।