1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঙ্কুশের ব্যবহার নিয়ে সমালোচনা

৬ এপ্রিল ২০১৭

হানোফার চিড়িয়াখানায় হাতিদের – বিশেষ করে বাচ্চা হাতিদের – যেভাবে অঙ্কুশের খোঁচা দিয়ে বশে রাখা হয়, জার্মান টেলিভিশনে তা প্রদর্শিত হওয়ার পর ফেসবুক ও টুইটারে ঝড় বয়ে গেছে৷

Elefanten-Baby Anjuli im Hagenbeck Zoo in Hamburg
ছবি: Reuters/F. Bimmer

ভিডিও ছবিগুলি বছর খানেক আগে তোলা৷ ‘পেটা' বা পিইটিএ, অর্থাৎ ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস' সংগঠন ছবিগুলো জার্মানির সরকারি এআরডি টেলিভিশনের ‘রিপোর্ট মাইনৎস' অনুষ্ঠানে দেখানোর প্রস্তাব দেয়৷ ‘রিপোর্ট মাইনৎস' একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান৷ মঙ্গলবার সন্ধ্যায় ‘রিপোর্ট মাইনৎস' ভিডিও ছবিগুলি সম্প্রচার করে৷

ভিডিওর বিভিন্ন দৃশ্যে জু কিপারদের হাতে অঙ্কুশ – বা তার আধুনিক সংস্করণ দেখা গেছে৷ তারা এনক্লোজারের হাতিদের সঙ্গে আচরণে অঙ্কুশ ব্যবহার করেছেন, তবে আঘাত করেছেন কিংবা খোঁচা দিয়েছেন কিনা, ভিডিও দেখে তা নিঃসন্দেহ বলার কোনো উপায় নেই৷ অঙ্কুশের আঘাতে হাতিদের আহত হওয়ার কোনো লক্ষণও ভিডিওতে দেখা যাচ্ছে না৷

হানোফার জু কর্তৃপক্ষ বলছেন, এটা জন্তু-জানোয়ারকে কষ্ট দেবার জন্য নয়, তাদের ‘হ্যান্ডল' অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য৷ চিড়িয়াখানার কার্যনির্বাহী পরিচালক আন্ড্রেয়াস কাসডর্ফ রিপোর্ট মাইনৎসের অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার আগেই বলেছেন, ‘‘আমাদের জীবজন্তুদের ‘মানুষ' করতে হয়, কিন্তু সেজন্য আমরা তাদের দৈহিক বা মানসিক, কোনোরকম আঘাত দিই না৷''

হানোফার জু-র কর্মীরা নাকি জন্তু-জানোয়ারের সঙ্গে ‘ফ্রি কনট্যাক্ট', অর্থাৎ বিনা বাধায় মেলামেশার পদ্ধতি অনুসরণ করেন৷ এই পদ্ধতিতে কিপাররা হাতিদের প্রাঙ্গণের মধ্যে অবাধে চলাফেরা করেন, কাজেই তাদের আত্মরক্ষার খাতিরে অঙ্কুশ হাতে রাখতে হয়৷ ‘প্রোটেক্টেড কনট্যাক্ট'-এর ক্ষেত্রে অঙ্কুশের দরকার পড়ে না, কেননা সেখানে মানুষ আর জন্তু-জানোয়ারের মধ্যে বেড়া বা গরাদ বা জাল থাকে৷ হানোফার জু-তে ২০১৮ সাল থেকে এই ‘সুরক্ষিত সংস্পর্শ' অবলম্বন করা হবে৷ জার্মানির যে ২৭টি চিড়িয়াখানায় হাতি রাখা হয়, তাদের মধ্যে ১৪টি জু-তে এখনও ‘ফ্রি কনট্যাক্ট' চালু রয়েছে৷

জার্মানির চিড়িয়াখানা সমিতিতে ৬৯টি চিড়িয়াখানা সংঘবদ্ধ৷ সমিতির তরফ থেকে বলা হয়েছে যে, ‘প্রোটেক্টেড কনট্যাক্ট' প্রকৃতির মতো হলেও, ‘ফ্রি কনট্যাক্ট' থাকলে জন্তুদের চিকিৎসা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হয়৷ তবে দর্শকদের মনোরঞ্জনের জন্য জন্তু-জানোয়ার নিয়ে ‘শো' করা এখন জু কর্তৃপক্ষ বা সাধারণ জনতা, কেউই বিশেষ পছন্দ করেন না৷ তিন বছর আগেও হানোফারে হাতিদের নিয়ে এ ধরনের শো করা হচ্ছিল৷

হানোফার জু-তে হাতিদের ওপর অঙ্কুশের ব্যবহার নিয়ে ভিডিওটির একটি ফল হয়েছে এই যে, ‘পেটা' জু কর্তৃপক্ষের বিরুদ্ধে জীবজন্তুর নিপীড়নের মামলা দায়ের করেছে৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ