1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চীনা অতিথি স্বাগত নয়': জার্মান রেস্তোরাঁর শেফ 

১৫ মে ২০২০

জার্মানিতে একটি রেস্টুরেন্টে কাজ করা এক রাঁধুনি তাঁর রেস্তোরাঁয় কোনো চীনা অতিথি চান না বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন৷ ২০০৪ সালে ঐ শেফ ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছিলেন৷

Deutschland 40 Jahre Restaurant Im Schiffchen
ছবি: picture-alliance/dpa/H. Kaiser

জার্মানির ড্যুসেলডর্ফ শহরে ‘ইম শিফশেন' রেস্তোরাঁয় ১৯৭৭ সাল থেকে কাজ করছেন জ্য-ক্লোদ বুর্গেই৷ করোনার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার থেকে তা খুলেছে৷

এই খবর জানিয়ে নিজের ফেসবুক পাতায় একটি পোস্ট দিয়েছিলেন বুর্গেই৷ তিনি লিখেছিলেন, ‘‘আমরা শুক্রবার খুলছি, তবে শুধু বিস্ত্রো খুলছে৷ কোনো চীনা স্বাগত নয়!!!''

এই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়৷ একজন লিখেছেন, ‘‘ইম শিফশেনের লজ্জা পাওয়া উচিত৷'' আরেকজন লিখেছেন, ‘‘বুর্গেই যা বলেছেন তা খুবই বিরক্তিকর৷ একজন ভীরু ও মিথ্যাবাদী৷''

চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার কারণে জার্মানিসহ অনেক দেশেই এশীয়দের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে৷

সমালোচনা শুরু হওয়ার পর বুর্গেই ইম শিফশেন রেস্তোরাঁর ফেসবুক পাতায় তাঁর করা মন্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন৷  তিনি ‘অবিবেচকের মতো কথা' বলেছেন বলে স্বীকার করে নেন৷ তাঁর মন্তব্যটি ঠিকভাবে লেখা হয়নি বলেও দাবি করেন বুর্গেই৷ ‘চাইনিজ' বলতে তিনি চীনা নাগরিক বোঝাননি বলে জানান তিনি৷ এই শব্দ দিয়ে তিনি চীনের ‘একনায়ক' ও ‘স্ট্রংম্যান'দের বুঝিয়েছেন বলে দাবি করেন বুর্গেই৷ 

‘‘আমি ফরাসি বিপ্লবের একজন সন্তান৷ বিশ্বের একনায়কদের আমি ভালো চোখে দেখি না৷ একনায়কেরা তাদের নাগরিকদের উপর নিপীড়ন চালায় এবং মৃত্যু দিয়ে মানুষকে শাস্তি দেয়৷''

তিনি আরো বলেন, ‘‘নয়টি দেশের নাগরিক আমাদের রেস্তোরাঁয় কাজ করে৷ আমার স্ত্রী একজন এশীয় এবং আমি নিজে এই দেশে একজন বিদেশি৷

‘‘আমার বিরুদ্ধে অনেক ব্যাপারেই অভিযোগ আনা যেতে পারে, কিন্তু অবশ্যই বর্ণবাদের নয় এবং আমি এটি সমর্থন করি না৷''

বুর্গেইয়ের এই বক্তব্য প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ৫০০-র বেশি মন্তব্য পড়েছে৷

ফ্রান্সে জন্মগ্রহণ করা বুর্গেই ১৯৭০ সালে স্পেন থেকে জার্মানিতে আসেন৷ তাঁর লেখা দুটি বই প্রকাশিত হয়েছে৷ ‘জার্মানিতে ফ্রান্সের রান্না বিষয়ক কূটনীতিক' হিসেবে ২০০৪ সালে তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘লিজিয়ন অফ অনার' দেয়া হয়৷


ডেভিস ফানঅপড্রোপ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ